আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভাল আছেন। যারা যারা ভালো নেই তাদের জন্য আজকের এই টিউন। একেক জন একেক কারনে ভালো নেই যারা যারা টাকার জন্য ভালো নেই, চাকরীর জন্য ভালো নেই, মুলত তাদের জন্য এই টিউন। এবং যারা নিজের পায়ে দাড়াতে চায় এবং অনলাই জগতে প্রতি মাসে ভাল পরিমান ইনকাম এর স্বপ্ন দেখেন তাদের জন্য এই টিউন। আর যারা দুনিয়া তে সব ফ্রি তে খুজে বেরায়, সফলতার সর্টকার্ট খুজে বেরায়, যারা সব কিছুকেই অনেক সহজ মনে করে, কিন্তু কাজের সময় কিছুই করে না, এমন সবার জন্য আমার এই টিউন মটেও না। তারা নিরাপদ দুরত্তে থাকবেন দয়া করে আর এই টিউন না দেখলেই ভালো।
আমি বলেছি সঠিক কাজের পথ এবং মাষ্টার প্ল্যান আপনাকে অনলাইন জগতে অনেক ইনকাম করা লোক হিসাবে পরিচয় করিয়ে দিতে পারে। কিন্তু কি ভাবে এবং কি করে ?
অনলাইন এ ইনকাম এর অনেক অনেক পদ্ধতি আছে কিন্তু সব গুলাই আপনাকে কোর্স করে অনুশীলন করে কাজে নামতে হবে কিন্তু
ইউটিউব হোল এমন একটা ইনকামের পদ্ধতি যা আপনাকে ২-৩ মাসের কোর্স করে এর পর আরও ২-৩ মাস অনুশীলন করে কাজ করতে হবে না। তবে এইটাও সত্য অবশ্যই এই বিষয় গুলা সম্পর্কে আপনাকে জানতে হবে ইউটিউব এ কি করে ইনকাম করা যায়, কি করলে ইউটিউব অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, কি করলে অ্যাডসেন্স ব্লক করে দিতে পারে। এর পর কি করে নিজের কন্টেট তৈরি করবেন কি ভাবে কন্টেট দিয়ে ভিডিও তৈরি করবেন। এর পর অ্যাকাউন্ট তৈরি, অ্যাক্টিভ করা, ভিডিও আপলোড করা, এস ই ও করা এবং কি ভাবে ভিউ বাড়ানো যাবে এবং কি করে বেসি ইনকাম হবে। এই সব না জানলে আপনি পদে পদে নিরাশ হতে থাকবেন।
আর মাষ্টার প্ল্যান হবে ইউটিউব চ্যানেল কে ব্যবহার করে কি করে অন্য কাজ গুলা করে নেয়া যায় কি করে অন্য ইনকাম এর পথ প্রসারিত হয়।
আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন সেখানে ভাল ভাল ভিডিও দেবেন এর পর এস ই ও করবেন ভিডিও সোশ্যাল সাইট গুলা তে শেয়ার করবেন। এমন করে যখন ভিডিও এর ভিউ বারবে আপনি সুরু করে দেবেন ওয়েব সাইট এর কাজ, সুন্দর করে একটা ওয়েব সাইট তৈরি করে নেবেন নিজে পারলে নিজে না হলে টাকা দিয়ে ডিজাইন করিয়ে নেবেন। যেই টপিক নিয়ে ইউটিউব কাজ করছেন সেইটা ওয়েব এ টিউন করেন। সুধু তাই না আপনার ওয়েব এর কয়েকটা পেজ কে মিনি অনলাইন মার্কেট বানিয়ে ফেলুন। ভাল ভাল প্রোডাক্ট নিয়ে কাজ করুন। তাহলে আপনি একটা প্লাটফর্ম থেকে ৩ ভাবে ইনকাম এর সুবিধা পাবেন ১ম ইউটিউব থেকে, ২য় ওয়েব সাইট এর প্রোডাক্ট সেল করে এবং ৩য় ওয়েব সাইট এর পেজ ভিউ থেকে গুগল অ্যাডসেন্স থেকে। আর যারা টাকা দিয়ে ডোমেন হস্টিং না নিতে পারবেন তারা ফ্রি সাইট যেমন ব্লগ সাইট কে নিজের ওয়েব সাইট হিসাবে ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিতে কাজ করে আগালে আপনার অনলাইন ইনকাম অনেক বেসি হবে এবং অনলাইন এ আপনার একটা অবস্থান তৈরি হবে আর এই অবস্থান ই আপনাকে সমাজে ভালো একটা অবস্থান তৈরি করে দেবে।
আরও অনেক কিছু লেখার ইচ্ছা ছিল তবে কাজের বেস্ততায় লিখতে পারলাম না আমি সুধু আমার প্ল্যান টা শেয়ার করলাম। পরবর্তী টিউন এ চেষ্টা করবো আরও ভালো করে টিউন করতে যাতে সবাই কাজ করতে পারে।
টিউন শেষ করবার আগে বলি ভাই অনেকেই আমাকে ফেসবুকে স্কাইপি তে বা কল করে অনেক কিছু জানতে চান সেটা সমস্যা না তবে খালি খালি একজনকে এমনি ম্যাসেজ কল করে কি লাভ যদি সিখতেই না চান। তাই সবার উদ্দেসে বলব যদি কারো ইউটিউব সেখার আগ্রহ থাকে তাহলে প্রথমে আমার পেজ এ গিয়ে দেখেন টিউন গুলা পরেন এর পর আমাকে প্রশ্ন করেন। আর আবার বলি ফ্রি ফ্রি সব কিছু পাবার আশা নিয়ে যারা ঘুরে বেড়ান তারা আমার টিউন এবং যারা ভালো কিছু সেখায় তাদের টিউন থেকে দূরে থাকুন কারন আপনাদের দারা কিছুই সম্ভব না।
সবার মঙ্গলময় জীবনের দোয়া করে আমার অগুছল টিউন এখানেই শেষ করছি আল্লাহ্ হাফেয
আমার স্কাইপি dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...