আমার এর আগের টিউন টিটি হোল্ড করে দেয়। কেন এমন হল বুঝলাম না। যা হোক, আজ আমার যা কিছু শেখা তার সবই এখান থেকে।
আমি মূলত আডাল্ট আফিলিয়েট নিয়ে কাজ করি। যারা এ বিষয়ে আগ্রহী নন তাদের সম্মান জানিয়ে এ লিখা না পড়ার বা কোন টিউন্মেন্ট না করার জন্য অনুরোধ করছি।
অ্যাফিলিয়েট করতে গিয়ে প্রথমেই যে সমস্যাগুলো দেখেছি তা মনে হয় যারা নতুন তারাও একটু বুঝতে পারবেন।
১। কোন নেটওয়ার্কে কাজ করবো। তারা কি ভাবে পেমেন্ট করে।
২। তাদের দেয়া অফারগুলো কোন কোন দেশ সাপোর্ট করে। তাদের রেট কেমন।
৩। নেটওয়ার্কগুলো শুধু কি ফ্রি সাইন আপ এই টাকা দেয় না সেল করা লাগে এ বিষয়ে নিশ্চিত হওয়া।
৪। কি ধরনের ট্রাফিক তারা চায়।
৫। ট্রাফিক ডিভাইস এর কোন শর্ত আছে কি না।
৬। ফ্রট স্কট এর শর্ত গুলো কি কি?
৭। সর্ব নিম্ন কত হলে এরা পেমেন্ট করে এবং তার পেমেন্ট মেথড কি।
শুরুতেই এ ধরনের প্রশ্নের সম্মুখীন হই। অনেক ঘাটাঘাটি করি কিন্তু কোথাও কোন ভালো উপদেশ পাই নাই। অনেক কষ্টে এগুলোর সমাধান করি। এবার নতুন সমস্যা কাজ করবো কিভাবে। অর্থাৎ ট্রাফিক কোথায় থেকে কি ভাবে আনবো। অভিজ্ঞদের শরণাপন্ন হলাম। তারা আমাকে মেথড দিলেন। মেথডগুলো কি –
১। ক্রেগ্ললিস্ট
২। লোকান্টো
৩। ইমেল মার্কেটিং
৪। পেইড ট্রাফিক
৫। ইস্নটান্ট ট্রাফিক
৬। এস ই ও
প্রথমেই উপরের দুইটা নিয়ে কাজ শুরু করি। কিন্তু সফল হতে পারি না। কারন
১। কোন ভিপিএন দিয়ে টিউন করলে অ্যাড লাইভ হয়। সেইটা জানি না।
২। টিউন এর সময় কোন মেইল ভালো হয়।
৩। কোন সময় টিউন করলে ভালো ট্রাফিক পাওয়া যায়।
৪। টিউনের বর্ণনা কোথায় থেকে নিলে ভালো হয়।
৫। কোন দেশ ও সিটি তে টিউন করা ভালো।
৬। কি ধরনের ছবি ব্যবহার করতে হয়।
উপরের এই সমসসাগুলোর সমাধান খোঁজার জন্য গুগল এর সাহায্য নিয়ে দিনের পর দিন নষ্ট করেছি কোন উত্তর পাই নাই। আসলে এ ধরনের বিষয় নিয়ে কেউই মুখ খোলে না। আমি টাকা দিয়ে শিখতে চেয়েছি তবু শেখায় নাই। তাই বলে বসে থাকিনি। কাজ করে গেছি। সফল হয়েছি। নিচে প্রমান দিলাম।
এ বিসয়গুলো নিয়ে ধারাবাহিক ভাবে একটা টিউন করার ইচ্ছে আছে যদি সবাই চায়।
আমার প্রোফাইল আমার ফেসবুক পেজ দেয়া আছে ইচ্ছে করলে সঙ্গে থাকতে পারেন।
সবাইকে ধন্নবাদ।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম সটীক তত্ত দিয়ে ধারাবাহিক টিউন করেন।