গ্রাফিক্স ডিজাইন থেকে ইনকাম ‘৯৯ ডিজাইন টিউটেরিয়াল” পর্ব-১

part 1

সবাইকে মাহে রমজান মোবারক এর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি কয়দিন আগে আমাদের গ্রাফিক্স ডিজাইন গ্রুপে পুস্ট দিয়েছিলাম ৯৯ ডিজাইন নিয়ে টিউটেরিয়াল লিখবো কিনা? সেই দিন অনেকে সম্মতি জানিয়েছিলেন। তাই চেষ্টা করবো এই কয়দিন আপনাদের জন্য ৯৯ ডিজাইন নিয়ে পর্ব ভিত্তিক টিউটেরিয়াল লেখা।

আজকে প্রথম পর্ব

আজকে আমাদের প্রথম পর্ব, আজকের পর্বে বেশী কিছু বলবো না! শুদু ৯৯ ডিজাইন নিয়ে কিছু কথা বলবো। বলে রাখা ভালো গ্রাফিক্স ডিজাইন শিখে অনেকে মাসে ৯৯ ডিজাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাছে। তাই আপনি ও পারবেন, আপনাকে পারতে হবে! কারণ যারা ইনকাম করতাছে তারাতো আমার, আপনার মত মানুষ।

৯৯ডিজাইনে ইনকাম করতে করতে হলে আপনাকে অব্যশই অপেক্ষা করতে হবে! এবং কাজ শিখতে হবে। কারণ, সব কিছুর উপর হচ্ছে আপনি কি জানেন? আপনার নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে পারবেন? আপনার দ্বারা কি সম্ভব? আপনি কি আসলেই গ্রাফিক্স জানেন? আপনি কত সময় দিতে পারবেন?

যদি ওই সব প্রশ্নের উত্তর ইয়েস হয়ে থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করতাছে ৯৯ ডিজাইন।

কিছু প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ ৯৯ ডিজাইন কি? 

উত্তরঃ ইন্টারনেটে ফ্রিল্যান্সারদের জন্য যে সকল মার্কেটপ্লেস রয়েছে তাদের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি সাইট হচ্ছেhttp://www.99designs.com। এই সাইটটি শুধুমাত্র ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি গ্রাফিক্স ডিজাইনের বিশ্বে সেরা সাইট ও বলা যায়।

প্রশ্নঃ ৯৯ ডিজাইনে কি কি কাজ পাওয়া যায়? 

উত্তরঃ  ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন, বাটন ও আইকন ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি।

প্রশ্নঃ ৯৯ ডিজাইন অন্যান্য সাইট থেকে ভিন্ন কেন?

উত্তরঃ ৯৯ ডিজাইনে প্রত্যেকটি ডিজাইন সম্পন্ন করার জন্য ক্রেতা বা ক্লায়েন্ট একটি উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী ডিজাইনাররা ডিজাইন তৈরি করে। সবশেষে ক্লায়েন্ট একটি ডিজাইনকে বিজয়ী হিসেবে ঘোষণা করে এবং পুরষ্কার হিসেবে ডিজাইনারকে পূর্ব নির্ধারিত অর্থ প্রদান করে থাকে।

৯৯ ডিজাইনে প্রত্যেকটি কাজকে কনটেস্ট (contest) বা প্রতিযোগিতা বলা হয়। ক্লায়েন্টকে এই সাইটে কনটেস্ট হোল্ডার বা আয়োজক এবং অংশগ্রহণকারী ফ্রিল্যান্সারদেরকে ডিজাইনার হিসেবে উল্লেখ করা হয়।

যেভাবে কাজ করতে হবে

১) ডিজাইনের নির্দেশনা তৈরি:
প্রথম ধাপে প্রতিযোগিতার আয়োজক তার চাহিদা অনুযায়ী ডিজাইনের একটি নির্দেশনা তৈরি করে যাকে বলা হয় ডিজাইন ব্রিফ (Design Brief)। ডিজাইনাররা এই ব্রিফের উপর ভিত্তি করে তাদের ডিজাইন তৈরি করে থাকে। প্রতিযোগিতাটির আয়োজন করার জন্য এসময় ক্লায়েন্টকে ৩৯ ডলার অর্থ সাইটকে প্রদান করতে হয়। তবে এই সাইট থেকে ফ্রিল্যান্সারদের কাছ থেকে কোন ফি নেয়া হয় না।

২) বাজেট নির্ধারণ:
দ্বিতীয় ধাপে আয়োজক পুরষ্কারের পরিমাণ নির্ধারণ করে। পুরষ্কারের মূল্য সর্বনিম্ন ১০০ ডলার থেকে শুরু করে এক থেকে দুই হাজার ডলার পর্যন্ত হতে পারে। এটি সম্পূর্ণ আয়োজকের বাজেটের উপর নির্ভর করে।

৩) প্রতিযোগিতা শুরু:
প্রত্যেকটি প্রতিযোগিতা সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত চলতে পারে। এই সময়ের মধ্যে ডিজাইনাররা প্রজেক্টের ব্রিফের উপর নির্ভর করে ডিজাইন তৈরি করে এবং তৈরিকৃত ডিজাইনের একটি ছবি ওয়েবসাইটে জমা করে। এই ছবিগুলো যে কেউ দেখতে পারে। এতে একজনের ডিজাইন দেখে তার থেকে ভাল আরেকটি ডিজাইন তৈরি করার মানসিকতা ডিজাইনারদের মধ্য কাজ করে। যা পরিশেষে আয়োজকের জন্য সুফল বয়ে আনে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে আয়োজক জমা দেয়া প্রত্যেকটি ডিজাইনকে একটি রেটিং এবং একটি টিউমেন্ট প্রদান করে। কোন ডিজাইন ভাল না হলে তা ঠিক করার পরামর্শও আয়োজক দিয়ে থাকে। প্রত্যেক ডিজাইনার একের অধিক ডিজাইন জমা দিতে পারে।

৪) বিজয়ী নির্ধারণ:

রেটিং এবং টিউমেন্ট প্রদানের মাধ্যমে আয়োজক ডিজাইনারদের সাথে যোগাযোগ করে এবং তার কাঙ্খিত ডিজাইন তৈরি করিয়ে নেয়। প্রতিযোগিতা শেষ হবার পর আয়োজক একজনকে বিজয়ী হিসেবে নির্ধারণ করে এবং তার পুরষ্কার প্রদান করে। সবশেষে ডিজাইনার তার তৈরিকৃত মূল ডিজাইনের ফাইল আয়োজককে দিয়ে দেয়। (freelancerstory) 

সহজ কথায় ক্লিয়ার করিঃ ৯৯ ডিজাইন হচ্ছে খানিকটা গেইমিং এর মত! উদাহরণ দেই, মনে করুন আব্দুর রহিম একটি কোম্পানির মালিক, এখন সে তার কোম্পানির জন্য একটি লগো তৈরি করতে চায়। এখন সে লগো তৈরি করার জন্য ৯৯ ডিজাইনে একটা এড দিলো, এবং এই এডটা আমরা সবাই দেখলাম, সেই এড দেওয়ার সাথে নিয়ম বলে দিলে, তারপর আমারা সবাই এডটা দেখে সেই এডে সম্মতি দিয়ে এডিট করতে বসে গেলাম। এখন আমরা তার এড অনুযায়ি কাজ জমা দিলাম (কাজটা সে দেখলো) এবং যেটা তার ভালো লাগবে সেটাকে বিজয়ী করবে! এবং পর্যাপ্ত ডলার দিয়ে দিবে। প্রতিযোগিতা ১০ থেকে শুরু করে ১ হাজার ডলার এর ও হয়ে থাকে।

মজার বিষয় হলো অন্য অংশগ্রহণ কারি কি কাজ জমা দিলো সেটা লাইভ দেখা যায়, তাই এটা থেকে বিস্তারিত ধারণা দ্যে কাজ করা যায়! এ ক্ষেত্রে জয়ী হবার চান্স থাকে বেশী।

এই গুলা ধাপে ধাপে আলোচনা করবো।

এখন অনেকের মনে প্রশ্ন হবে ৯৯ ডিজাইনে কাজ করতে হলে আমাকে কি কি শিখতে হবে?

আপনাকে ফটোশপ এর কাজ ভালোবাবে জানতে হবে, ইলাস্ট্রিটর এর কাজ জানতে হবে। আর তারপর লাইট্রুম সহ ভিবিন্ন এডিটিং সম্পর্কে জানতে হবে।

যারা যারা  ফটোশপ জানেন তাদেরকে ২য় পর্বের জন্য শুভকামনা। আর যারা যারা ফটোশপ জানেন না, তারা ফটোশপ শিখুন।  আজকের পর্ব এখানেই শেষ করতাছি। ভালো থকুন, সুস্থ থাকুন আল্লাহ্‌ হাজেয। 

99 ডিজাইন নিয়ে দেখুন ভিডিওঃ এখানে  

যোগ দিনঃ গ্রাফিক্স ডিজাইন নিয়ে বাংলাদেশের অন্যতম গ্রুপ Graphics Designers BD (Photo & Video) গ্রুপে।

যে কোন সমস্যায় আমায় পাবেন ফেসবুকে 

আমার ওয়েবসাইট, আমার ব্লগ 

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন আপনি। পরের টিউনের জন্য স্বাগতম।..