আউটসোর্সিং নিয়ে বর্তমানে বলতে গেলে সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু এই আউটসোর্সিং নিয়ে অনেকই হয়তো শেষ পর্যন্ত যেতে পারছে না, মাঝ পথেই থেমে যাচ্ছে অনেকে। কারন? তাদের সঠিক পথ দেখানোর মত তেমন কারো উদ্দ্যেগ নেই।
অনেকে মনে মনে ভাবতে পারেন গুগল আছে না তাইলে আর সমস্যা কি?
হ্যা গুগল আছে কিন্তু অনেকে এখনো এটা সঠিক ব্যবহার করতে জানেনা। কারন সবাই এখন ফেসবুক নিয়েই পড়ে থাকে। ফেসবুকে বিভিন্ন পেজে দেখে অনলাইন থেকে লক্ষ্য লক্ষ্য টাকা ইনকাম করুন। এটা দেখেই চলে যাই কোন আইটি প্রতিষ্ঠানে, অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা এখন ব্যবসা খুলে নিয়ে বসেছে। কেউ গেলেই আগে রেজিষ্ট্রেশন ফর্ম হাতে ধরিয়ে দেই কারন তাদের কাছথেকে বিস্তারিত জানতে হলে আগে ভর্তি হতে হবে। ফ্রি কথা বলার মত সময় করো হাতে নেই।
অনেকই আইটি সেন্টার এ ভর্তি হয়ে অনেকের জীবন বদলে গেছে আবার অনেকে পড়েছে বিপাকে।
তাই আমাদের সরকারের এমন কিছু্ উদ্দ্যেগ দরকার যেন প্রতিটি জেলায় একটি করে আইটি সেন্টার থাকে যেখানে মানুষ গেলে ভাল কিছু বুঝতে পারবে জানতে পারবে। হোক সেইটা সরকারী অথবা বেসরকারি।
এমনটি একটি ছোট উদ্দ্যেগ নিয়েছে বাগেরহাটে।
ছোট একটি আইটি সেন্টার তাদের কোর্স ফি খুব সামান্য যেটা শুনলে অনেকের মেজাজ খারাপ হয়ে যাবে এত কম টাকাই কেন শিখাচ্ছে?
শুধু তাই নয় এদের ফেসবুক পেজে এরা সাপোর্ট এর কাজ করে যেকেউ ম্যাসেজ দিলে সাথে সাথে ফ্রিল্যান্সিং হেল্প পেয়ে যায়।
এই রকম উদ্দ্যেগ প্রতিটি জেলায় চা্ই যেন নতুন কেউ আ্উটসোর্সিং এর উপর ভুল ধারনা না জম্মায়।
ভিডিও লিংক দিয়ে দিলাম
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।