Apply না করেই বিদেশে চাকরি নিন (For IT experts only)

বিদেশী Expert দের নিয়োগ দেয়ার  ক্ষেএে অন্যতম বাধা হচ্ছে ভিসা জটিলতা, তার উপর সিকিউরিটি প্রভলেম।  তাই কোম্পানিগুলো লোকালদের বেশী প্রধান্যদেয়। সে ক্ষেএে Hiring Agency গুলো আমাদেরকে বিশেষভাবে সহায়তা করতে পারে। আমি নিজেও IBM, Singtel এর মতো কম্পানিতে চাকরি করেছি এই এজেন্টদের মাধ্যমে। মালয়েশিয়ায় সব IT company তে Indian দের দেখা য়ায়, যার ৯৫% এজেন্ট এর মাধ্যমে আসে। আপনি নিশ্চই ভাবছেন এজেন্টেদের লাভ কি ? যেহেতু এজেন্ট আপনার সব দায় দায়িত্ব নিবে, তাই তারা প্রতি মাসে আপনার বেতনের কিছু অংশ কেটে নিবে।

এজেণ্টরা আপনাকে কিভাবে খুজে পাবে ঃ যখন লোকের দরকার হয়, এজেন্টরা keyword দিয়ে job site এ সাচ্র্র্র করে, তারপর  প্রফাইল দেখে ইমেইল করে, তাই আজই monster.com এ একটি প্রফাইল খুলুন। সবকিছু ফিলআপ করুন, আপনার CV আপলোড করুন। সবকিছু ফীল করলে রেডিনেস ১০০% দেখাবে। আশা করি কিছু দিনের মধ্যেই আপনি ইমেল পেতে শুরু করবেন।

Malaysia তে ভিসা প্রসেস ঃ

১. এজেণ্ট আপনাকে job description ইমেইল করবে। আপনি requirement দেখে নিজেকে যোগ্য মনে হলে reply দিন।

২.এজেণ্ট আপনার CV অন্য কম্পানিকে পাঠাবে। কম্পানি যদি আপনাকে সিলেক্ট  করে, তাহলে এজেণ্ট আপনাকে online interview এর সময় জানাবে।

৩.Interview তে সিলেক্ট হলে, এজেণ্ট আপনার কাছে certificate  এবং passport এর ফটোকপি চাইবে।

৮. এজেণ্ট আপনার পেপার মালয়েশিয়ার MDec (www.mdec.my) এ পাঠাবে, MDec আপনার নামে একটি লেটার ইসু করবে যা আপনার ঠিকানাতে পাঠানো হবে।

৯.লেটারটি আপনার নিকটস্থ মালয়েশিয়ান listed agency তে জমা দিন পাসপোট সহ। Visa fee ৭,০০০ TK এর কম বেশি হতে পারে। Receipt টা scan করে এজেণ্ট কে পাঠিয়ে দিন, পরে আপনাকে এই টাকা ফেরত দেয়া হবে।

১০ মালয়েশিয়ান embassy আপনার পাসপোটে ১ মাসের Tourist visa লাগাবে

১১ এজেণ্ট আপনাকে Fligh ticket পাঠাবে

১২.মালয়েশিয়া পৌছালে এজেণ্ট আপনার পাসপোট MDec এ জমা দিবে, চুক্তি অনুযায়ী আপনাকে ১ বা ২ বছরের xpats  ভিসা দেয়া হবে।

১৩ সাথে যথেষ্ট খরচের টাকা না থাকলে এজেণ্টকে request করুণ ১ মাসের বেতন advance দিতে।

Caution :

১. প্রকৃত এজেণ্টরা আপনার কাছে কোন টাকা চাইবে না। যারা টাকা চাইবে, তাদের কাছ থেকে দূরে থাকুন।

২. ফ্রী ইমেইল (yahoo, hotmail, gmail, outlook, etc...) থেকে মেইল পাঠালে reply দেয়া থেকে বিরত থাকুন।

৩. যেহেতু আপনার পাসপোটে Tourist visa থাকবে, যাওয়ার সময় Bangladesh airport কিছু জামেলা করতে পারে।

FACEBOOK

 

 

 

 

Level 0

আমি reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Amar Youtube channel ti apnar jonno.

https://youtu.be/g6XHh5zsrwA