ইনকাম করুন পিসি/ল্যাপটপ/এন্ড্রয়েড দিয়ে। জাস্ট প্রতি ঘণ্টায় ১ টা করে ক্লিক করবেন। ক্লিক না করলেও পয়েন্ট বাড়বে

সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার।

পরম করুণাময় মহান আল্লাহ্‌র নাম নিয়ে আমার আজকের টিউন শুরু করছি।

আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট, বড় ভাই-বোনেরা।আশা নয়, বিশ্বাস আল্লাহ্‌র রহমতে খুব ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ আপনাদের দোয়ায় ভালই আছি।

আপনাদেরকে নতুন তথ্য দেওয়া, নতুন কিছু উপহার দেওয়া, তার বিনিময়ে একটু থ্যাংকস পাওয়ার আশা করি।

 

আজ আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যেই সাইট হতে আপনারা বিটকয়েন আয় করতে পারবেন। আর অনেকেই জানেন বিটকয়েন এর দাম কত। ১ টা বিটকয়েন এর দাম প্রায় 417$ যার মূল্য বাংলাদেশি টাকায় ৩২০০০ এর ও বেশি।

 

আর আপনার একটু কষ্ট করলেই আপনি আয় করতে পারবেন। এর জন্য আপনাকে একটা একাউন্ট খুলতে হবে, যেই একাউন্টে আপনার টাকা/বিটকয়েন জমা হবে। এখান থেকে খুলে নিন,   Coinbase.com

 

তারপর এখান থেকে একটা এড্রেস পাবেন 1kg5nbdfhu7hrb4nmf77mnfd এরকম, এইটাই আপনার বিটকয়েন এড্রেস।

 

পরে এটা কাজে লাগবে।

এখন আপনাকে বিটকয়েন আয়ের জন্য এই সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।

এখান থেকে করে নিন, 

এরপর ইমেইল ভেরিফাই করুন

দেন আপনি লগিন করে প্রতি ঘণ্টায় একবার করে ক্লেইম করবেন এতে আপনি ১০০০ করে পয়েন্ট পাবেন।

আর আপনার রেফারেল লিংক বন্ধুদের সাথে শেয়ার করুন।

তাহলেই ডেইলি আপনার কাজ না করলেও ১০০০০০+ পয়েন্ট হবে।

যার মূল্য ৩০ টাকার ও বেশি। তাহলে ভাবুন, কাজ না করেই এমনি এমনি যদি আয় হয় তাহলে কেমন হয়।

অনেকেই ভাবছেন যদি রেফারেল না হয়, না হলেও সমস্যা নাই, ঘণ্টায় কি ১টা ক্লিক করতে পারবেন না?

আরে ভাই অনলাইনে আয় কি মামুর হাতের মুয়া?

সামান্য একটু আধটু কষ্ট তো করতে হবেই ভাই।

 

আমি কিছুদিন হল কাজ করছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

 

অনেক বেশি কথা বলে ফেলেছি, তাই সরি। তো যাই হোক আমার ভুলত্রুটি হতেই পারে, কেননা মানুষ মাত্রই ভুল। তাই আমার ভুলত্রুটি গুলো প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের একজন ছোট ভাই। আর ছোট ভাই হিসেবেই থাকতে চাই।

আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। টেকটিউনস্সের সাথেই থাকুন।

দেখা হবে আগামী টিউনে।

আল্লাহ্‌ হাফেজ।

বাংলাদেশ জিন্দাবাদ।

 

Level 0

আমি রানা ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    gmail দিলেন কেন? নিয়ম তো বলায় আছে, নিয়ম অনুযায়ী কাজ করুন

Level 0

ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করুন খুব সহজে। বিস্তারিত জানতে ভিজিট করুন
https://onlineeasyearning0713.wordpress.com/if-want-to-read-in-bangla-press-here

বাহ এড দেওয়া শুরু হয়ে গেল যে