এতদিন বিভিন্ন বিষয় নিয়ে টিউন করেছি। আজ একটু অভিমান থেকে লিখছি। অনলাইন এ কাজ করছি বেশ কয়েক বছর। ভালোই চলছিলো। অনেক দিনের পরিকল্পনা ছিল আফিলিয়েট নিয়ে কিছু করার। পরিকল্পনা অনুসারে মাস খানেক আগে থেকে বিভিন্ন টিউটোরিয়াল সংগ্রহ করে দেখেতে থাকি এমন কি অ্যাফিলিয়েট সম্পর্কিত বিভিন্ন ব্লগ পরি। দুঃখের বিষয় কোনভাবে সঠিক নির্দেশনা পাই নি। যা পেয়েছি এখন মনে হয় তা সবই হাস্যকর।
আসলে অনেক মানুষ আছে যারা দক্ষ কিন্তু সত্যিকারের রহস্য উম্মচন করেন না।
মূল প্রসঙ্গে আসি
আফিলিয়েট করতে গিয়ে যে বিষয়গুলোর সম্মুখিন হয়েছিলাম তা হল
১। আমি কোন নেটওয়ার্কের আওতায় কাজ করব।
২। তাদের পেমেন্ট গেটওয়ে কি?
৩। তাদের অফার রেট কেমন।
৪। তাদের লান্ডিং পেজ ইউ আর এল নতুন না পুরাতন।
৫। লিড এর ক্ষেত্রে দেশ নির্বাচনে কি ধরনের সর্ত রয়েছে।
৬ সর্ব নিম্ন কত হলে পে আউট করা যায়।
উপরের সমসসা গুলোর সমাধান আমি ব্লগ পরেই পেয়েছি কিন্তু আসল বিষয় হল আমার ট্রাফিক উৎস কোথায়? কোথায় গিয়ে বলব যে আমার এই লিঙ্কে সাইন আপ করেন? অনেকে Craigslist করে ট্রাফিক নিয়ে আসছেন কিন্তু Lead আসছে না। ঠিক এই জায়গায় কবি নিরব।
অনেক পরে হলেও আমি করতে পেরেছি। এমন কিছু বিষয় রয়েছে যেখানে instant ২ থেকে ২.৫ লাখ ভিজিটর রয়েছে। শুধু একটু পরিস্রম করা।
আমার ১ দিনের কাজের স্ক্রিন সট দিলাম।
আমার জিদ। অনলাইন কারো বাপের সম্পত্তি না যে জেনে গেলে সরবনাশ হয়ে যাবে। সিদ্ধান্ত নিয়েছি এবার সবাইকে কিছু বিসয়ে জানাবো।
ধন্যবাদ সবাইকে।
আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।