বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিভিন্ন ফেসবুক গ্রুপে আনেকই দেখছি Fiverr এর নতুন feature "Bank Transfer" নিয়ে টিউন দিচ্ছেন, এবং আনেকেই সঠিক ভাবে ব্যাংক যোগ করতে পারছেন না। তাই আপনাদের জন্য এই টিউন।
প্রথমে আপনার fiverr account এ login করে ডানপাশে profile থেকে Sales>Revenues এ যান এর পর নিচের ছবি টি দেখতে পাবেন।
এবার আপনার Email একটা মেসেজ যাবে নিচের ছবির মতো।
Mail এর link এ ক্লিক করার পর নিচের ছবির মতো পেজে যাবেন
এখানেই আনেকে বুঝতে পারছেন না। সেটা হলো..
** Fiverr এবং Payoneer এর মর্ধে একটা চুক্তি হয়েছে, যে fiverr এর money payoneer এর মাধ্যমে আপনার local bank এ transfer করে দেবে.. এ কারণে আপনার অবশ্যই একটি payoneer account থাকতে হবে।
** Get Started এ click করলে নতুন করে payoneer sign up page এ চলে যাবে।
** আপনার যদি payoneer account আগে থেকে থাকে তবে শুধু Bank এর details গুলো দিতে হবে তাই আবশ্যয় নিচে "Register for bank transfer" এ click করবেন।
এবার Payoneer এ Login করার পর bank details দিতে হবে.. তবে যাদের payoneer এ bank account add করা আছে, তাদের মনে হয় নতুন করে আর যোগ করা লাগবে না। তাই আমি ঐ পেজের screenshot টি দিতে পারলাম না।
যাইহোক, Local bank যোগ করার সময় নিচের তথ্যগুলো দিতে হবে।
১. দেশের নাম।
২. Fiverr আগে থেকেই বাংলাদেশের ব্যাংকের নামগুলো dropdown আকারে দিয়ে রেখেছে, তাই আপনাকে ব্যাংকের নাম লিখতে হবে না, শুধু সিলিক্ট করে দিতে হবে।
৩. শাখার নাম এবং ঠিকানা। যেমন 23 Abdul Market, Kushtia
4. Account Name and Number
আপনি আসলে $20 bank এ transfer করতে পারবেন না, এটা শুধু payoneer এর জন্য, আর bank এর জন্য সর্বনিম্ন $50 হলে transfer করতে পারবেন.. এটা আসলে fiverr ভুল লিখেছে..
আর কোন সমস্যা হলে এই টিউনে টিউমেন্ট করে জানাবেন, ধন্যবাদ !!
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
আমার দেখা ভালো একটি পিটিসি সাইট- http://www.linkadz.com/?r=aminatikah