আমি একজন ফ্রিল্যান্সার। আমি আমার গ্রামে বসে আপওয়ার্ক এ কাজ করি। আমি প্রতি ঘন্টায় ৩ইউএস ডলার আয় করি। আমি বেশীরভাগ সময় গ্রামীন ফোনের ইন্টারনেট ব্যবহার করি। যাদের দৃষ্টি আকর্ষণ করে লেখাটা লিখছি তাদের কাছে আমার জিজ্ঞাসা আমার ঘন্টা প্রতি আয় কি একেবারেই নগন্য? গ্রামীন সহ অন্য মোবাইল অপারেটর যে ৩জি ইন্টারনেট দিচ্ছে তাদের গতি যদি হয় ১ এমবিবিএস অর্থাত প্রতি সেকেন্ড এ ১ মেগাবাইট ডাটা। তাহলে ১মিনিট=৬০সেকেন্ড এ ব্যবহার হয় ৬০ এম.বি। তাহলে ১০২৪মেগাবাইট ডাটা খরচ করতে কত সময় লাগবে? হিসাবটা এরকম দাড়ায় প্রতি ঘন্টায় ৬০ গুন ৬০ = ৩৬০০ মেগাবাইট যার বর্তমান সর্বনিম্ন দাম ৭০০টাকা (১৮% ভ্যাট ছাড়া) আমার প্রতি ঘন্টায় আয় ৩ ইউএস ডলার যা বাংলাদেশের হিসাবে ৩ গুন ৭৫টাকা = অর্থাত ২২৫টাকা তাহলে বাচলো কতো ? আমি আয় করি ঘন্টায় ২২৫টাকা আর গ্রামীন কে দিতে হয় ৭০০টাকা। আমি যাদের দৃষ্টি আকর্ষন করছি তারা নিশ্চয় বলবেন যে, সব সময় তো আর একই স্পিডে ডাটা ব্যবহার হয় না। তা হয় না কিন্তু সব সময় তো আর কাজও করা যায় না। কখনো নতুন কাজ খুজতে হয়, কখনো সংবাদ পত্র দেখতে হয়, কখনো বা ইউটিউব এর টিউটোরিয়াল ভিডিও দেখতে হয়। সবাই যেখানে ফ্রিল্যান্সিং করো, দেশের বেকার সমস্যা মিটাও এতো সুন্দর সুন্দর কথা বলেন, তখন শুনতে ভালই লাগে। ভালই লাগে যখন পড়ি সরকারের কোন প্রজেক্ট এর মাধ্যমে দেশে অনেক ফ্রিল্যান্সার তৈরী হচ্ছে। কিন্তু আসল চেহারাটা আমি আমার বাস্তব জীবনে উপলদ্ভি করছি। আমি জানি আমার এই লেখায় উনাদের টনক নড়বে না। আমি এও জানি মোবাইল কোম্পানী গুলোও তাদের ডাটার মুল্য কবাবে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, যিনি স্বপ্ন দেখেন এই দেশটাকে একসময় ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলবেন। যিনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা। তাকে আমার প্রশ্ন- আমার আয়ের সব টাকা যদি ইন্টারনেটের পিছনে খরচ করি তাহলে আমার পরিবার চলবে কি করে? আমি শুধু তার কাছে যানতে চাইবো আমি কি তাহলে এই কাজ ছেড়ে দিব? আমি জানি আমার প্রশ্নের উ্ত্তর কেউ দিবে না?
আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo bolesen vay