অনলাইনে আয় বিষয়ক একটি প্রশ্ন ও তার দুটি উত্তর: ভাল না লাগলে পড়িয়েন না

প্রশ্ন: আমার নাম কুদ্দুস। আমি কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি শেষ করেছি। আমি অনলাইনে আয় করতে চাই। আপনি আমাকে কিভাবে আয় করা যায় বলবেন ?

উত্তর:

আপনার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ডিনকে কল করুন যারা আপনার জীবন থেকে ৪ বছর কেড়ে নিয়েছে কম্পিউটার সায়েন্স শিখানোর জন্য। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল করুন যারা শেখানোর বিনিময়ে পয়সা হাতিয়ে নিয়েছে। প্রশ্ন করুন উনাদের কেন শেখার জন্য গুগলের ব্যবহার কেন শেখায় নি ? প্রশ্ন করুন তাদের জীবনের ৪ টি বছর কাটানোর পর তারা কেন আপনাকে আয়ের যোগ্য করে তুলতে পারে নি ? তাদেরকে বলুন ৪ বছরে তারা কি শিক্ষা দিয়েছে যে আপনাকে আর একজনের কাছে জিজ্ঞাসা করতে হয় কিভাবে আয় করতে হবে?

তাদেরকে বলুন, তাদের চাকরি ছেড়ে দিতে,শিক্ষার নাম করে জাতিকে রসাতলে পাঠানোর কোন অধিকার নেই তাদের, শিক্ষাখাতে এতটাকা খরচ করার মুল্য পরিশোধ করতে ? ৪ বছরে যারা আপনাকে কিভাবে নিজের উপর নির্ভরশীল হতে হয় শিক্ষা দিতে পারে নি,যারা আপনাকে অন্যের উপর নির্ভরশীল বানিয়েছে তাদেরকেই প্রশ্নটা করুন আমাকে নয়।

উত্তর ২ :

আপনি অনলাইনে আয় করতে পারবেন না।  ৪ বছরে বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসররা যেখানে আপনাকে আত্ননির্ভরশীল হতে শিখাতে পারে নি সেখানে আমার মত ক্ষুদ্র জ্ঞানের মানুষ কিভাবে শিখাতে পারবে ?

বাবার টাকা অপচয় করেছেন ৪ বছর। ৪ বছর ধরে শিখতে পারেন নি কিভাবে শিখতে হয় ? গুগলকে ব্যবহার করতে হয় এটা শিখতে পারেন নি ? বিশ্ববিদ্যালয়ে নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়া সন্মান জনক এটি আপনি শিখতে পারেন নি ? নিজের উপর সুমহান আস্থা রাখার শিক্ষা আপনি শিখতে পারেন নি ?

আপনার সাহস আছে  বটে। তবে তা অধৈর্য হওয়ার। ধৈর্যশীলদের সাথে অন্তভৃক্ত হওয়ার চেষ্টা করুন

সবগুলো কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারও খারাপ লাগলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা অনলাইনে আয় সম্পর্কে জানতে চান তাদের জন্য নিচের বাংলায় অনলাইনে আয়ের উপায়গুলো দিলাম। আশা করি এর বাড়তি আপনাকে কিছু জানতে হবেনা। তবে নিচের লিংক এ অনেক সত্য এবং মিথ্যা উপায় আছে। সত্য মিথ্যাকে চিহ্ণিত করতে শিখুন। তবেই আপনি অনলাইনে আয় করতে পারবেন।

অনলাইনে আয়ের উপায়

টিউনটি প্রথমে আমার পেইজ আইটি শিক্ষা প্রকাশিত।

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

IDEA : Create a simple school > teach them practically – free > give some work – not pay.
Profit : please ask yourself (you r the sponsore – UDDOKTA)
Everyone show the way to walk but u can walk with them.
sorry for any mistake.