আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করছি ভাল। বেশ কিছুদিন ধরে প্রিয় টেকনোলজি ব্লগ টেকটিউনস এ লক্ষ্য করছি পিটিসি সাইটের পক্ষে অনেকেই নিজের রেফারেল লিংক দিয়ে প্রচারনা চালাচ্ছেন। বাংলাদেশে অনলাইনে অনেক দুর এগিয়ে গেছে, যত দুর আগাচ্ছি ঠিক ততদুরই পিছাচ্ছে। আমার এই লেখাটি হয়ত সবার ভাল লাগবে না। কিন্তু না লিখে পারলাম না।
পিটিসি পেইড টু ক্লিক। ক্লিক করার মাধ্যমে আয় করা। যেভাবে টিউনার পেইজে টিউন করা হচ্ছে তাতে মনে হচ্ছে গত ৪ বছর ধরে ওয়েব ডিজাইন না করে পিটিসি করলেই মনে হয় অনেক বেশী টাকার মালিক হয়ে যেতে পারতাম। কোন মাথা ঘামানো নেই। বসে বসে ক্লিক করা আর রেফারেল কিনা !!! কত সহজ অনলাইনে আয় করা।
যারা পিটিসি করেন তাদের উদ্দ্যেশ্যে বলছি একটা কাজ করেন, আপনার অনাগত সন্তানদের জন্য একটি কম্পিউটার, নতুন একটি ইন্টারনেট কানেকশন আর একটি পিটিসি সাইটে অ্যাকাউন্ট করে নিন। জীবন বীমা, স্বাস্থ্য বীমার কি দরকার। ক্লিক করবেন আর আয় করবেন। শুধূ ক্লিক করবেন আর ডলারের পর ডলার।
ভাই ২০ টা বছর অনার্স মাস্টার্স করে মানুষ ৫০০০ টাকা থেকে শুরু করে বেতন আর একটি ফ্রি অ্যাকাউন্ট করে আপনি মাসে আয় করবেন ২০/৩০ হাজার। তাহলে পড়ালেখা করার কি দরকার ? আসুন সবাই মিলে পিটিসি করি। মাইক্রোসফট অফিস, ওয়েব ডিজাইন, এসইও, গ্রাফিক্স ডিজাইন করে কেন হাজার হাজার টাকা নষ্ট করতেছেন ?? পিটিসি করুন।
সুপ্রিয় টেকটিউন, আপনারা কেন লাখ লাখ টাকার ব্যান্ডউইডথ খরচ করতেছেন ? কেন লোক দিয়ে সাইট ম্যানেজমেন্ট করতেছেন ? যদি পিটিসি করে হাজার হাজার আয় করা যায় তবে একটি পিটিসি সাইট ই খুলেন, জয়েন করে লাখ লাখ টাকা আয় করতেছে আপনারা মালিক হয়ে এর চেযে বেশী আয় করবেন নিশ্চয়।আপনারা না পারলে বলুন আমিই বানাইয়া দেই।
যারা এতক্ষন ধৈর্য্য ধরে টিউনটি পড়েছেন তাদেরকে ধন্যবাদ। পাঠক সমাজের মধ্যে যদি কেউ এখনও চিন্তাভাবনা করেন যে পিটিসি করবেন তবে বলি ফ্রি-খাওয়া বাঙালিদের স্বভাব। এমএলএম বাংলাদেশের তরুনদের এক দোকা দিয়েছে এবার নতুন করে পিটিসি। কাজ শিখুন। অনলাইনে কি কি উপায়ে আয় করা যায় তা জানুন। যেকোন একটি বিষয়ের উপর দক্ষ হোন। মার্কেট প্লেসগুলো থেকে কাজ ধরুন। সঠিক পথে আসুন। ভুলগুলো মাপ করবেন। যারা অনলাইনে আয় সম্পর্কে জানতে চান তারা চাইলে নিচের আর্টিকেলটি পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনলাইনে আয়ের ২৫ টি পদ্ধতি
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলে পিটিসি হচ্ছে অনলাইনে আয় করার সবচেয়ে সহজ কিন্তু দীর্ঘমেয়াদী একটি মাধ্যম। তাই এটাকে প্রধান লক্ষ করা উচিত না। এটা অন্যান্য কাজে ফাঁকে করা যেতে পারে। পিটিসি থেকেও অনেকে অনেক ভালো ইনকাম করছে। তাই এটাকে তুচ্ছ করাও ঠিক না।
হয়তো রেফারেল লিংক দেওয়াতে আপনার পিটিসির প্রতি একটু এলার্জী হয়েছে। তাই আপনার আঁতে ঘা লেগেছে। সমস্যা নাই প্যারাসিটামল দুই বেলা খান ঠিক হয়ে যাবে।