আসসালামু আলাইকুম।কেন জানি আমার মনে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আশা করছি ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছি আপনাদের জন্যে আরেকটি টিউন করব, কিন্তু ব্যস্ততার জন্যে হয়ে উঠেনি। আজ একটু সময় পেয়েছি তাই ভাললাম আপনাদের জন্যে একটি টিউন করে ফেলি। ব্যস্ততার কথা বললাম বলে ভেবেন যে বড় সড় কোন।ফ্রীলাঞ্চের বা কোন বড় ধরনের কাজের ব্যক্তি। আমি আগেই বলেছি এখানে যে ভাইয়ারা আছেন আমি তাদের তুলনাই অতি নগন একজন মানুষ মাত্র। কিন্তু একজন মানুষ, তাই আমারও রুজি রুটির প্রয়োজন আছে, সেটাই যোগার করার জন্যে এতদিন ব্যস্ত ছিলাম। যাই হোক আজ যেহেতু এসেছি তো আসার কারণটা ও বলা যাক। আজ আমি এসেছি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরো কিছু ধারণা দেওয়ার জন্যে। তো চলুন শুরু করা যাক। আগের টিউন-এ আমি আপনাদের বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কী? আজ বলব অ্যাফিলিয়েট মার্কেটিং কত প্রকার ও কি কি এবং একটি পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা দিব। যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংকি তা এই লিঙ্ক থেকে জানতে পারবেন।
আসুন জেনে নেই তাহলে,
আফিলিয়েট মার্কেটিং কত প্রকার ও কি কি?
==> আমরা সকলেই জানি অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এক প্রকার ব্যবসা এবং এটি লোকাল ব্যবসা হতে কিছুটা ভিন্ন। এটি মূলত দুই প্রকার, যথাঃ
১। বিনা মূল্যে / Free Mathod এবং
২। বিনিময়ে মাধ্যমে / Paid Mathod.
তো আসুন আমরা এখন জানি বিনা মূল্যে বা Free Mathod আফিলিয়েট মার্কেটিং টা কি।
বিনা মূল্যে / Free Mathod অ্যাফিলিয়েট মার্কেটিং
বিনা মূল্যে বা Free Mathod অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন ধরণের খরচ ছাড়াই ব্যবসা করা। আমার বাড়ি চট্রগ্রাম এবং আমাদের এখানে একটা কথার প্রচলন আছে। অন্যান জায়গায় কি বলে তা জানি না কিন্তু আমাদের চট্রগ্রাম-এ প্রচলিত কথাটি হচ্ছে--> **বিনা কুমে সওদাগরী ** এর মানে হচ্ছে কোন ধরণের খরচা পাতি ছাড়াই ব্যবসা করা। আপনি কোন এক ব্যক্তির বা প্রতিষ্ঠানের কোন ভালো জিনিস নিয়ে তার প্রচার করেন এবং সেই প্রচারের ফলে যদি সেই জিনিসটি বিক্রি হয়, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই বিক্রির জন্য আপনাকে কমিশন প্রদান করবে। এই কমিশনটাই হচ্ছে আপনার ইনকাম এবং যে পদ্ধতিতে আপনি এই কমিশনটা পেলেন সেটাই হচ্ছে বিনা মূল্যে / Free Mathod অ্যাফিলিয়েট মার্কেটিং। এর জন্য আপনার কোন ধরণের টাকা পয়সা খরচ হবে না, যা খরচ হবে তা হচ্ছে আপনার মেধা, শ্রম এবং প্রচার। এই পদ্ধতিতে সফল হওয়াটা একটু কষ্টের, কারণ দীর্ঘ সময় ধরে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি আপনি এতে একবার সফল হতে পারেন তার মনে আপনি পেরেছেন।
কি পেরেছেন?
হা হা হা, না না ভয়ের কিছু নেই, আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হতে পেরেছেন।
তো আজকে এই পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।
Facebook-এ আমার group: CTG Affiliate Marketers BD।
Facebook-এ আমার page: CTG Affiliate Marketers BD।
আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
nice tune