অনলাইনে ইনকাম করার সহজ এবং দীর্ঘ মেয়াদি পদ্ধতি

স্বাগতমআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমরা সকলেই চাই বা খুজি সহজে কিভাবে ইনকাম করা যাই তার রাস্তা বা পদ্ধতি। কিন্তু কোন কিছুই সহজে পাওয়া যায় না। ভাল কিছু পেতে হলে একটুতো কষ্ট করতেই হবে। আর তাইআমরা এসইও, ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট, গ্রাফিস ডিজাইন  ইত্যাদি শিখে বিভিন্ন মার্কেট প্লেস এ অ্যাপ্লাই করে তার পর কাজ করি। এখানে বড় বড় প্রোফেসনাল ভাইয়ারা অনেক সিঙ্গেল টিউন এবং অনেক চেইন টিউন করেছেন বিভিন্ন বিষয়ের ওপর। আমি একজন অতি নগন্ন একজন মানুষ। অনেক সাহস করে আজকের টিউনটি লিখতে বসলাম। ভাবলাম এসইও, ওয়েব ডিজাইন, গ্রাফিস ডিজাইন নিয়ে তো অনেক টিউন হয়েছে এবং এগুলো নিয়ে টিউন করার জন্য আমার চেয়ে অনেক বড় বড় অবিজ্ঞ ভাইয়ারা রয়েছেন। তাই আমি আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু কথা বলতে আসলাম। এর আগেও অনেক বড় ভাই এনিয়ে টিউন করেছেন। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা প্রাথি। আমি জানি অনেকেই এই ধরনের টিউন আগেও পড়েছেন এবং যারা পড়েছেন তাদের কাছে হইত এই টিউনটি বিরক্ত লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। তাহলে শুরু করা যাক যার জন্য আজ আমাদের এখানে আশা।

আমরা কি জানি অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

=> অ্যাফিলিয়েট মার্কেটিং হল এক ধরনের ব্যবসা যেটি অনলাইনের মাধ্যমে করা হই। অনলাইনে করা হই বলে ভাবেন না তেমন কোন কাজ করতে হবে বা অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে। তেমন কিছুই নয়। এর জন্য লাগবে সময়, প্রচার এবং ধৈর্য।

অ্যাফিলিয়েট মার্কেটিং এবং লোকাল ব্যবসার মধ্যে পার্থক্য কোথাই?

=> লোকাল ব্যবসা এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কিছু পার্থক্য তো রয়েছেই।

***লোকাল ব্যবসা***

লোকাল ব্যবসায়র ধরনঃ

একটি দোকান গৃহ, তার পরিচয়, প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী (ভালো এবং নিম্ন উভয়ই), যদি দোকান গৃহ বড় হই তাহলে কিছু কর্মচারি, প্রচার এবং অবশেষে লাভ বা ক্ষতি।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধরনঃ

শুধু মাত্র একটি PC, একটি Internet Connection, আর সামান্য skill (অতিব জরুরি নয়, না থাকলে ও সমস্যা নেই)। এর জন্য যেটি অতিব জরুরি তা হল, "প্রচার এবং ধৈর্য"। আপনি যদি ধৈর্যের সাথে প্রচার করেন এবং শুধু মাত্র ভালো জিনিস তাই প্রচার করেন থাহলে লাভ বা ভালো ফল আসবেই।

 

আপনি কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আর যদি আপনার এসইও বা ইমেইল মার্কেটিং জানা থাকে তাহলে তো আর কথাই নেই। কারন প্রচার যদি ভালো হই তাহলে সফলতা আসবেই।

 

আজ এইটুকু। আগামি টিউন এ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আর বিস্তারিত আলোচনা করব এবং দেখব কি ভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাই। তো আগামী টিউন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।

 

ফেইচ বুকে আমি

Level 2

আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vedio tune hole gd hoi

    আগে basic জানানোর চেষ্টা করি। তারপর advance এ গেলে নাহয় ভিডিও দেওয়ার চেস্টা করবো।

      ভালো লাগলো টিউনটি, পরের পর্বের অপেক্ষায় রইলাম।

Level 2

অপেক্ষায় রইলাম