“ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি” আয়ের বেলায়ও এ কথাটি প্রযোজ্য। (বিস্তারিত দেখুন)

হিন্দুদের নমস্কার আর মুসলমানদের আদাব জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় পোস্ট। সবাই হয়ত ভাবছেন উপরের টাইটেল অনুসারে আজ কি নিয়ে আলোচনা করব। তাই সবাইকে দুঃখের সাথে জানাচ্ছি যে,আজকের পোস্ট ও সেই PTC নিয়ে। যারা আগ্রহী তারা বাকি পোস্টটি পড়ুন আর যারা আগ্রহী নন তারা প্লিস...(বাকিটা বুঝে নেবেন) ।

PTC নাম শুনে আবার ভয় পেয়েন না নিচের সম্পূর্ণ লেখাটি পড়েন তাহলে বুঝতে পারবেন । ১ টাকাও invest করতে হবে না ।
DOLENCER/SKYLENCER এর কারনে বাংলাদেশ এর সবাই মনে করে PTC সাইট ই মানে ধোঁকা বাজি । কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ৪০০০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায় । কিন্তু সমস্যা হল আসল সাইট চিনা । কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইনে আসে । ১-১২ মাসের মধ্যে scam করে চলে যায় । তাই যে সব পিটিসি সাইট এর বয়স ৫ বছর বা তার অধিক শুধু সেই সব সাইট হল আসল সাইট । কারন তারা কোনো ঝামেলা ছাড়া payment দিয়ে যাচ্ছে তারা scam হতে পারে না । আর সব পিটিসি সাইটই যদি scam হত তাহলে ৩০০০ হাজার কোটি টাকার এই মার্কেট কিভাবে টিকে থাকত ।

NEOBUX(FATHER OF ALL PTC)

পিটিসি সাইটগুলো মধ্যে অন্যতম সাইট হল NeobuxNeobux এর প্রায় ৩ কোটি Member আছে । বিশ্বাস হচ্ছে না। না হয়ারি কথা । একটি পিটিসি এর কিভাবে এত Member থাকতে পারে । বিশ্বাস না হলে Alexa Rank এ গিয়ে দেখেন ওদের Rank কত ? এর জন্য আমি প্রথমে বলছিলাম সব পিটিসি সাইট ভুয়া না । প্রতিদিন অরা ১ কোটি (বাংলাদেশি টাকা হিসাবে) টাকা payment করে । মাসে ৩০ কোটি টাকা!!!!!

১) Neobux এ কী কাজ করতে হবে

উত্তরঃ Neobux একটি বিজ্ঞাপনভিত্তিক সাইট। প্রতিদিন এই সাইটএ ২৫-৩০ টি এ্যাড থাকে । এ সকল এ্যাডে তাদের সকল নিয়ম-কানুন মেনে ক্লিক করে  view করলে নিদিষ্ট পরিমান অর্থ আয় করতে পারবেন । মূলত এ কাজটি করতে হবে ।

২)প্রতিদিন অ্যাড দেখে কত টাকা আয় করা যাবে ?

উত্তরঃ Neobux এ প্রতি এ্যাড দেখার জন্য আয় করতে পারবেন ০.০০১ সেন্ট (১ সেন্ট এর ১০ ভাগের ১ ভাগ) । তার মানে একটি এ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ১০ পয়সা পাবেন । ৩০ টি এ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ৩ টাকার মত পাবেন । এখন ভাবছেন ৩ টাকার জন্য কে ক্লিক করতে যাবে । একটু ওয়েট করেন নিচে বুঝিয়ে দিচ্ছি কেন কাজ করবেন ।

৩) Neobux এ কিভাবে আয় বৃদ্ধি করা যায় ?

উত্তরঃ সকল পিটিসি সাইটের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হল Refferral । অনেকে শুধু রেফারাল দিয়েই মাসে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। আর Neobux এর Refferral দুই ধরণেরঃ

ক) Direct Refferral(সক্রিয় রেফারাল)         খ) Rented Refferral(ভাড়া রেফারাল)

আয় বৃদ্ধির টিপস

ক )Direct Refferral(সক্রিয় রেফারাল):

**যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Refferral.

** ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে পোস্টের মাধ্যমে ৩০ জন অ্যাক্টিভ Direct Refferral যোগাড় করেছ্বেন ।
তাহলে আপনার প্রতিদিন আয় হবে----

৩০ জন অ্যাক্টিভ রেফারাল ১ দিনে ৩০ টী এ্যাড দেখে (৩০*১*৩০)      ০.৯০০$
আপনি নিজে ১ দিনে ৩০ টা এ্যাড দেখেন------------(৩০*১)                    .০৩০$


আপনার প্রতিদিনের মোট আয়=                                                                   ০.৯৩০$

তাহলে আপনার মাসিক আয় হবে (.৯৩০$*৩০) = ২৭.৯$(প্রায় ২৮ ডলার) শুধু মাত্র Direct Refferral থেকে ।

খ )Rented Refferral(ভাড়া রেফারাল)ঃ

**Rented Refferral(ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Neobux। আপনি ১ মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য Rented Refferral কিনতে পারবেন। ১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR(Rented Refferral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে ১.২০$ আয় করতে পারবেন ১ মাসে per RR।যদি মনে করেন RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন । মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।

**Neobux এ যেহেতু ১৫ দিন কাজ না করা পর্যন্ত RR কিনতে দেয় না । তাই সেই সময়ে আপনি প্রতিদিন Neobux এর এ্যাড গুলো ক্লিক করুন এবং .৬০ সেন্ট হওয়ার পর আপনি ঐ টাকা দিয়ে ৩ টা RR কিনুন । আপনার ৩ টা রেফারালের কারনে ১৫-১৮ দিনেই আবার ১$ ইনকাম করবেন। ঐ ১$ দিয়ে আবার ৫টি RR কিনবেন। ৮টি RR এর কারনে ৮দিনেই আবার ১$ ইনকাম করবেন। ঐ টাকা না তুলে (withdraw না করে) ১$ দিয়ে আবার ৫ টি RR কিনবেন । এভাবে ১ মাস RR কিনতে থাকলে যখন ৫০ টি RR হয়ে যাবে তখন RR কিনা স্টপ করবেন। এখন ২০ দিনেই আপনার আয় ২০$ হয়ে যাবে। এখন ২০$ দিয়ে ১০০ RR কিনুন। এখন ২০ দিন পর আবার ৩০$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ । ঐ ৩০$ দিয়ে আবার ১৫০ RR কিনুন । সুতরাং এখন আপনার টোটাল ৩০০ RR আছে । (এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।

**যদি ৩০০ RR কাজ করে তবে মাসে ১৮০$ ইনকাম করতে পারবেন । আর এই ৩০০ RR extend করতে মাসে লাগবে ৬০$ । আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে ১২০$ ইনকাম করতে পারবেন । ৬০$ হল আপনার ৩০০ RR এর ভাড়া বা extend করার খরচ । বাকি ৬০$ বা ৪৮০০(প্রায় ৫০০০ টাকা) আপনার মাসে ইনকাম ।

৪) Neobux এ কাজ কিভাবে করতে হবে ?

উত্তরঃ Neobux থেকে আয় করতে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন তা হল ধৈর্য, কঠোর পরিশ্রম। আপনার মধ্যে এ দুইটি থাকলে আপনি নিশ্চিত Neobux থেকে টাকা আয় করতে পারবেন। তাহলে দেরি না করে এখুনি আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে ভয় নেই এটি সম্পূর্ণ ফ্র।।

না বুঝলে নিচের স্ক্রীনশট দেখুন............

continue বাটনে চাপার পর আপনার ইমেল এড্রেসে একটি নিওবক্স থেকে একটি মেইল যাবে

আশা করি আপনি সফলভাবে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ শেষ করেছেন। এবার লগিন করে view advertisement বাটনে ক্লিক করে  প্রতিদিন আপনাকে দেওয়া এ্যাড গুলো view করেন।

না বুঝলে নিচের স্ক্রীনশট দেখুন............

উপরের লেখাটি আসলে আপনি বুঝে নিবেন আপনি সফলভাবে অ্যাড VIEW করতে পেরেছন।

নীতিমালা ও শর্ত

** আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুলো ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের এ্যাড পাবেন।আগে এই ধরনের  এ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য এ্যাড ক্লিক করবেন। তা না হলে রেফারালের ইনকাম পাবেন না।

**একটি কম্পিউটার অথাৎ একটি আইপি এড্রেস থেকে একটি অ্যাকাউন্ট খুলুন। একাধিক অ্যাকাউন্ট খুললে আপনার ২ টি অ্যাকাউন্ট-ই বাতিল হয়ে যাবে।

**আপনি নিওবক্সের মেম্বার হয়ে কমপক্ষে ১৫ দিন এবং ১০০ অ্যাড না দেখা পর্যন্ত কোন direct referrals করতে পারবেন না।

**Neobux-এ মিনিমাম পে আউট হচ্ছে ২$ । অথাৎ ২$ হলে আপনি টাকা তুলতে পারবেন। Neobux এ পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যে আপনার কাঙ্কিত টাকা পেয়ে যাবেন।

**এক সাথে অনেক এ্যাড এ ক্লিক করবেন না । একটি এ্যাড দেখা সম্পূর্ণ হলে আরেকটিতে ক্লিক করবেন নয়তো আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে।

**একটা পিসি তে একটা অ্যাকাউন্ট ব্যাবহার করাই উত্তম, তবে আপনি যদি মাঝে মাঝে মোবাইল থেকে ক্লিক করেন, সমস্যা নেই, কিন্তু ওই মোবাইলে যেন আবার অন্য কেউ না লগ ইন করে এবং অন্য কারো আইডি তে ঢুকবেন ও না।

তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউন এখানেই শেষ করলাম।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লেগেছে। অনেক কিছু নতুন শিখলাম। মোবাইল দিয়ে টিটি চালাচ্ছি। প্রিয়তে রাখতে পারলাম না।

Level 2

ধন্যবাদ।

paidverts and nubox দুইটাই অনেক ভালো করছে ২৪ ঘন্টার ভিতরে পেমেন্ট দেয় ।

অনেক সুন্দর ও বিস্তারিত ভাবে বুঝিয়েছেন। এজন্য ধন্যবাদ

You haven’t viewed any advertisements today.
You must view advertisements if you wish to receive from your referrals tomorrow.
For more information, consult point 3.7 of our terms of service. কেন এই লেখা আসে আমার ?
Your advertisement clicks reset at 22:57 আমার কখন অ্যাড ভিসিট করা উচিত ??

    Level 2

    @লিমন: এই লেখাটি আসার কারন হল আপনি নিওবক্সএর হলুদ এ্যাডগুলো ভিউ করছেন না।আর আপনি এ্যাড ভিউ করার ২৪ ঘণ্টার পর পুনরায় এ্যাড ভিউ করবেন। তাহলে আর এ সমস্যাই পরবেন না।

Level New

ভাই আবার কেন পিটিসির দিকে টানছেন ?পারলে অন্য কিছু নিয়ে টিউন করুন ।এরকম অন্তত ১০-২০ টিউন টিটিতে আগে হয়েছে ।পিটিসি সাইটের খপ্পরে পরে ছয়টি মাস ব্যয় করছি একটি টাকাও পাইনি ।এখন odesk এ ইমেইল মার্কেটিং এর কাজ করি প্রতিমাসে ১টা কাজ পেলে ১০-২০ হাজার টাকা পাই। যদি অনলাইনে টাকা আয় করতে চান তাহলে আগে কাজ শিখুন ।পিটিসি দিয়ে কিছুই হবে না ।একমাস হাড়ভাঙা খাটুনি খেটে নেট বিল উঠাতে পারেন কিনা সন্দেহ আছে?

@NurAlamNoyon:
একদম ঠিক কইছেন ।

আমি ও শুরু করেছি ৩১/১২/২০১৪ থেকে, কাল ২৫ টা রেফারেল কিনলাম….. আর হ্যাঁ এই সাইট অনেক আগে থেকেই পেমেন্ট করে। তবে এখানে কাজ করতে গেলে অনেক ধর্য্যের দরকার…. আর এখান থেকে শুরুতেই খুব বেশী ইনকাম করা যায় না, তবে আস্তে আস্তে ইনকাম বাড়ে।

Level 0

পেমেন্ট কিভাবে করে সেটা তো একবারও বললেন না। সেটার সম্মন্ধে কিছু বলবেন কি?