প্রোফেশনাল ফরেক্স ট্রেডিং নাকি গেম্বলিং !

কারেন্সি ট্রেডিং মার্কেট ফরেক্স, ভিবিন্ন দেশের অর্থনীতির চাকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় নির্দিষ্ট কারেন্সির আর সেই সাথে ট্রেডাররা স্বস্ব কারেন্সির উর্ধগতিক বা নিম্নগতিক পার্থকেই করে থাকেন প্রফিট বা লস। এটাই ফরেক্স মার্কেটের মুল তত্ত। তাইতো ! তাহলে গেম্বলিং শব্দটার ব্যাবহার এই মার্কেটে কতটুকু শোভনীয়।হাঁ আজকে মুলত আপনাদের সাথে আলোচনা করব আপনি কি ফরেক্স ট্রেডার নাকি গেম্বলার। অর্থাৎ আপনার ট্রেডিং কি আপনাকে ট্রেডার রুপে তৈরি করছে নাকি আসলে আপনাকে গেম্বলার বানাচ্ছে।

ফরেক্স ট্রেডিং কি আপনার আসক্তি নাকি ভালো লাগা, কারন দুটিই কারনেই আপনি এই মার্কেটে ঝুঁকতে পারেন, তবে আপনি বার বার লস করার পর ও যদি ইনভেস্ট করেন তাহলে আপনি এডিক্টেড টু ফরেক্স এবং বাকি থাকলো ভালো লাগা মানে প্রফিট করতে পারছেন তাই ভালো লাগছে। কি আপনার বুঝতে পারছেন না আসলে আমি কি বোঝাতে চাইছি? না কনফিউসড করতে চাইছি না, আমি আসলে বলতে চাইছি ফরেক্স মার্কেটে আপনার বর্তমান অবস্থান কি কিংবা আসলে কি হওয়া উচিত। তাই আসক্তি , গেম্বলিং এবং ট্রেডিং শব্দগুলো ডেকেছি।

আপনি $1000 ইনভেস্ট করেছেন তারপর একটি বিস্ফোরণ করতে চেয়েছেন কিন্তু না কাজে লাগে নি তাই আবার $1000  ইনভেস্ট করলেন এবং আপনি প্রতিনিয়ত এই কাজটি করছেন আপনার ট্রেডিং স্টাইল স্ট্রেটিজির কোন  পরিবর্তন না করেই। আপনি দিনের পর দিন একই কাজ করে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনি প্রফিট করতে পারছেন।

ঠিক তার উল্টোটা ও হতে পারে অর্থাৎ আপনি  $1000 ইনভেস্ট করেছেন আর প্রথম বিস্ফোরণেই আপনার এমাউন্ট হয়ে গেল ডাবল তারপর দ্বিতীয় বা তৃতীয় বিস্ফোরণে হয় আপনি আরো রাইজ হয়েছেন অথবা প্রথম কাজটি করে যাচ্ছেন। আর এভাবেই আপনি নিজের অজান্তেই করে যাচ্ছেন গেম্বলিং। আর এই প্রকারের ফরেক্স ট্রেডিং একাউন্ট শুধুমাত্র মানিটারি সমস্যাই নয় এটা এক ধরনের পাগলামি। তাই আপনার জন্য আইন্সটেন’এর একটি বক্তব্য উৎসর্গ করলাম।

Einstein said “Doing the same thing over and over again and expecting different results is the definition of insanity”

যেকোন ব্যবসা যেখানে আপনি নিজেই আপনার বস যেমন ফরেক্স ট্রেডিং যেখানে আপনার বেসিক কোন রুলস থাকে না সেই ব্যবসা আপনাকে জুয়াড়ি রুপে প্রণোদিত করতে পারে। এই ক্ষেত্রে আমি আপনার দোষ দিতে চাই না আমি শুধু কিছু আলোচনার মাধ্যমে আপনাকে সাহায্য করব আপনি কি ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার হবেন নাকি গেম্বলিং করবেন।

তাহলে আসুন জেনে নেই একজন প্রফেশনাল ট্রেডার এবং একজন গেম্বলার এর মধ্যে পার্থক্য কোথায়;


একজন জুয়াড়ি ট্রেডার কি কি করেনঃ

  • তার কোন ট্রেডিং সীমানা অথবা ট্রেডিং স্ট্রেটিজি নেই।
  • তার কোন ট্রেডিং প্ল্যান নেই অথবা ব্যবহার করেন না।
  • তার কোন ট্রেডিং জার্নাল নেই।
  • রিস্ক ম্যানেজমেন্ট এর প্রতি সামান্য মনযোগ অথবা রিস্ক ম্যানেজমেন্টই করেন না।
  • সব সমই তার ফোকাস থাকে প্রফিট এবং পুরস্কার এর উপর।
  • ট্রেডিং এর সময় প্রচন্ড ইমোশনাল থাকে মার্কেট আপস এবং ডাউন এর উপর।
  • অন্ধের মত বা Y or N পন্থায় ট্রেড ওপেন করে অবাস্তবিক প্রফিট টার্গেট ঠিক করে।
  • যখন তখন ট্রেড করে থাকে।
  • একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার কি করেনঃ
  • স্ট্রেটিজি দিয়ে ট্রেড করেন।
  • একটি স্বচ্ছ ট্রেডিং প্ল্যান মোতাবেক ট্রেড করেন।
  • একটি ট্রেডিং জার্নাল দিয়ে ট্রেড করে থাকেন।
  • প্রতি ট্রেডে রিস্ক ম্যানেজ করেন এবং প্রত্যেক ট্রেডে রিস্ক কন্টোল করেন।
  • অতিরিক্ত প্রফিট বা সুবিধার আশায় থাকেন না।
  • ট্রেডে এন্টার করেন তখনি যখন ট্রেডিং অ্যাজ তৈরি হয়।
  • ইমোশন দিয়ে লাভ বা লস বিচার করেন না।
  • ট্রেড হল তার একটি ব্যবসা এইভাবেই ট্রেডিং করে থাকেন।

পোষ্টটি প্রথম প্রকাশিতঃ বিডিফরেক্সপ্রো - bdforexpro.com (Largest Forex Professional Community of Bangladesh)

   ফেইসবুকে আমিঃ bdforexpro


Level 0

আমি এম হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস