বিটকয়েন থাকলে এখনই মোবাইল এ রিচার্জ করে উদ্ধার করুন বিপদ থেকে নিজেকে

আমরা অনেকই মাঝখানে বিটকয়েন আয় করার জন্য উঠে পইরে লেগেছিলাম কিন্ত কয়দিন পরেই আমরা বুঝতে পারলাম যে আয় করা ততোটা সহজ না। সবাই অল্প অল্প করে কিছু না কিছু বিটকয়েন আয় করে ছিলাম তবে তা পকেটে আনা প্রায় অসম্ভব ছিল কারন এই সাইট থেকে সেই সাইট ২ ডলার আনতে ১০ডলার খরচ। অনেকেরই উঠানো সম্ভব হয়নি। তাই আমাদের ওইখানে সবারি ১-২ দুই ডলার করে আছে। আর দেরি নয় সেইটা কিভাবে মোবাইলে রিচার্জ করে নিবেন চলুন দেখা যাক।

যেই সকল সিম এ রিচার্জ করতে পারবেনঃ

  • গ্রামীনফোন
  • এয়ারটেল
  • সিটিসেল
  • টেলিটক
  • রবি
  • বাংলালিংক
ও বলাই তো হলো না সর্বনিন্ম ০.৮৫ ডলার মোবাইল এ রিচার্জ হবে
৫০টাকা

  • প্রথমে https://www.bitrefill.com এ যাবেন 
  • Country সিলেক্ট করবেন বাংলাদেশ
  • আর তা করতে না চাইলে সরাসরি https://www.bitrefill.com/bangladesh/ এ যেয়ে সিম সিলেক্ট করেন।
  • তারপরে নিউ পেজে আপনার নাম্বার দিয়ে chek করে নিন (অবশ্যই নাম্বারের শুরুতে 88 বা ৮৮ দিবেন)

এর পরে আপনার মেইল এড্রেস চাইবে

 

  • মেইল এড্রেস দিয়ে বাম পাশ থেকে এমাউন্ট সিলেক্ট করে পে উইথ বিটকয়েন দিন। 
  • নেক্সট পেজে একটা বিটকয়েন এড্রেস দিবে এবং কতো পাঠাতে হবে সেটাও বলা থাকবে।
  • আর আপনি ঐ এড্রেস এ কয়েন পাঠানোর সাথে সাথেই রিসিভ করবে প্রত্যেক বার অর্ডার করলে নতুন এড্রেস ও টাইম বেধে দাওয়া হয় ১৪মিনিট। 
  • ওই টাইমের মধ্যে সেন্ড করতে হবে।

 

কয়েন পাঠানোর আগে অবশ্যই আপনার নাম্বার রিচেক করে নিবেন

ওরা কয়েন সাথে সাথে রিসিভ করে করলে এইটা দেখাবে


আপনার মেইল এ একটা মেইল যাবে। তারপর টাকা
পাঠানোর সময় আরেকটা মেইল যাবে।আর মোবাইল এও কনফার্ম মেসেজ যাবে।

আমার প্রথমবার ১২ মিনিট এর মধ্যে আসছে পরের টা ৫মিনিট লাগছে।

আসা করি আপনাদের সবার কষ্টার্জিত টাকা হাতে পাবেন হাতে না পেলেও মোবাইল এ পাবেন । মেইল এড্রেস আর নাম্বার যেনো ভুল না হয়।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট অপশন তো আছেই

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য।
লেখাটি আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি অাবির অাফরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই। আমি ট্রাই করলাম আর হয়ে গেল। তাও মাত্র ১ মিনিটে। কাজের জিনিস। আরো টিউন করুন।

Level 2

vai bitcoin ant no kivbe change korbo ,,,, kimba ora to ai option chai nai …kamne ki

    @necterash: ভাই আপনার প্রশ্নটা বুঝলাম নাহ।
    আপনাকে Account চ্যাঞ্জ করতেই বা হবে কেন?
    আপনার Account থেকে ওদের বিটকয়েন এড্রেস এ টাইমের মধ্যে কয়েন পাঠান তাহলেই হবে

ভাই আপনারে কি বলে যে ধন্যবাদ দিব তা বলার ভাষ নেই………

আমার একাউন্ট থেকে টাকা পাঠাইছি কিন্তু আমার একাউন্ট থেকেও কিছু কাটেনি এরাও কোন মেসেজ দেয়নি

হইছে । কিন্তু ফোনে টাকা আসতে কত সময় লাগবে ?

ইয়াহু, পাইছি । কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ব্রো আপনাকে !!

    @সঞ্জীব দাস: আপনাদের খুশিটা দেখার মতো।
    আপনাকেও ধন্যবাদ 😀

অাবির অাফরান vhai ya আমার blockchain ও block.io এ $0.98 ছিল। আমি BTC send করলাম। 0.0021 BTC Paid দেখালো। আর বাকি 2 Due দেখাল। আমি আমার মোবাইলে এখনো কোন টাকা পেলাম না। আমি এখন কি করতে পারি ?

    @tahmid hasan: আপনাকে যতোটুকু BTC পাঠাতে বলছে সেইটা তো একবারে পাঠাতে হবে। আপনার ইমেইল চেক করেন

ami oder ke 0.0021 BTC Paid kore silam ar baki 2 amar kase silo na. Tobe ora amake load dise ora aro bolse

Sir,

You did not pay the full amount of 0.0023 BTC so the transaction did not happen.

However, as a ONE TIME only, I did send you the full top up of 50 BDT.

Next time, it will just not work. If you did not send the full amount you will not get the top up.

    @tahmid hasan: ওরাতো বলেই দিসে তাইলে।
    আপনার যেহেতু কম ছিল পাঠানো উচিত হয়নি। আর আসকিং BTC থেকে কম দিলে ওরা দিবে না সাধারনত।
    আর ওরা রিফান্ড করে না। এইটা আপনি ভুল করছেন। ভাই এখন ওয়েট অ্যান্ড সি। দেখেন কিছু আসে কিনা

btc diye $USD load kora jay amon kono site thakle please amake email korben [email protected]

Level 0

হুম হাতে না পেলেও মোবাইলে পাইলাম ………। thanks u………………….:)