একটা গল্প বলে ব্যাপার টা শুরু করি ।-
একবার SSC এর রেজাল্ট দেখার জন্য খুব উৎফুল্ল হয়ে বসে আছি । কখন ১ টা বাজবে আর কখন ই বা রেজাল্ট দেখবো । তো রিতিমত একটা বাজলো কিন্তু একটা বাজার পরেই বুঝলাম রেজাল্ট দেখা এত তাড়াতাড়ি সম্ভব না । ওয়েবসাইট সার্ভার ব্যাস্ত থাকায় পেজ লোড নিচ্ছেনা ।
কি করি, কি করি । বুদ্ধি বের করলাম একটা । ফেসবুকে প্রচার করে দিলাম যে, আমার রোল ০০০০০০ আমার রেজাল্ট টা যে আগে দেখে দিতে পারবে তাকে ১০০ টাকা দেওয়া হবে । ব্যাস শুরু হয়ে গেলো । সবাই (প্রায় ৫০-৬০) জন ১০০ টাকার জন্য একই রোল ট্রাই করতে লাগলো । ২ মিনিট এর মাথায় একজন রেজাল্ট বের করতে পারলো । এর মধ্যেই প্রাং ১০০ জন ট্রাই করতে শুরু করেছে ।
তো রেজাল্ট পেয়ে। আমি মহা খুশিতে ১০০ টাকা দিয়ে দিলাম । আর ছেলেটা ১০০ টাকা পেয়ে মহা আনন্দে সকালের নাস্তা বন্ধুদের সাথে করতে গিয়ে গল্প করলো । আমি মাত্র ১ মিনিটে আজকে ১০০ টাকা ইনকাম করেছি জানিস ! তাও আবার অনলাইনে কাজ করে ।
অতিব চালাক ধুরন্ধর এক বন্ধু সাথে সাথে ক্যালকুলেট করে ফেললো একটা রেজাল্ট ১০০ টাকা, এর মানে ১০ টা রেজাল্ট সমান ১০০০ (এক হাজার) টাকা ! ও মাই গড । মান্থলি আমার ইনকাম আসছে ৩০০০০ টাকা । বেশ ভালো একটা ইনকাম । বন্ধুটা বাড়িতে বলে দিলো মাটি/গরু যা কিছু আছে বেচে যেন তার ল্যাপটপের জন্য ৪০,০০০ টাকা পাঠায় তাকে । ২ মাসেই শোধ দিয়ে দিবে ।
গল্পটা সাজানো । আসুন এর বাস্তবতাটা দেখি :
ভিসা ফরম অনলাইনে পূরন এর জন্য কয়েকজনকে দেখলাম এরকম সেম কাহিনী করেছে । বাসায় বলে গরু ছাগল বিক্রি করে ল্যাপটপ কিনে, সুটেড বুটেড হয়ে বেশ গর্বের সাথে বলে বেড়াচ্ছে যে সে ৩০-৪০০০০ টাকা মান্থলি ইনকাম করবে। তাও আবার অনলাইনে বসে ।
আমরা যারা ফ্রিল্যান্সিং করছি তাদের সমন্বয়ে একটা পূনর্বাসন কেন্দ্র তৈরী করার দরকার । এসব উঠতি ফ্রিল্যান্সার, যারা অনলাইনে টাকা ইনকাম এর কথা শুনে ক্লিক বিজনেস, ডেসটিনি, ডুল্যান্সার এর ফাদে পা দেয় তাদের কে সাইকো থেরাপী দিয়ে সুস্থ স্বাভাবিক পথে নিয়ে আসার জন্য বেশ ভালো একটা উদ্যগ হবে বলে আমি মনে করি ।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
প্রথম ভোটটা নাহয় আমিই দিলাম:: হাল ধরবে কে?
কিছু একটা করে অন্তত ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা টা সবার কাছে পৌছে দেওয়াটা একান্তই জরুরি হয়ে দাড়িয়েছে।
একজন একদিন জিজ্ঞেস করল : বাবা কি কর?
আমি : আংকেল, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি।
: কি কর?
: ফ্রিল্যান্সিং!
: সেটা আবার কি?
: অনলাইনে কাজ করে ইনকাম আরকি।
: ও বাবাজি ডোলেন্স্যার-এ কাজ কর। কিন্তু ওটা না অনেক আগে বন্ধ হয়ে গেছে, আবার চালু হয়েছে নাকি?
🙁 লও ঠ্যালা। আরো সম্ভব এই আংকেলকে বোঝানো।
অন্তত আমি বোঝাতে পারি নি।
অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, কিন্তু না কোন লাভ হয়নি। হায়রে বাঙালি।!!!
(সত্য ঘটনা)