অনলাইনে ভিসা আবেদন এর ভেতরের কথা

একটা গল্প বলে ব্যাপার টা শুরু করি ।-


একবার SSC এর রেজাল্ট দেখার জন্য খুব উৎফুল্ল হয়ে বসে আছি । কখন ১ টা বাজবে আর কখন ই বা রেজাল্ট দেখবো । তো রিতিমত একটা বাজলো কিন্তু একটা বাজার পরেই বুঝলাম রেজাল্ট দেখা এত তাড়াতাড়ি সম্ভব না । ওয়েবসাইট সার্ভার ব্যাস্ত থাকায় পেজ লোড নিচ্ছেনা ।

কি করি, কি করি । বুদ্ধি বের করলাম একটা । ফেসবুকে প্রচার করে দিলাম যে, আমার রোল ০০০০০০ আমার রেজাল্ট টা যে আগে দেখে দিতে পারবে তাকে ১০০ টাকা দেওয়া হবে । ব্যাস শুরু হয়ে গেলো । সবাই (প্রায় ৫০-৬০) জন ১০০ টাকার জন্য একই রোল ট্রাই করতে লাগলো । ২ মিনিট এর মাথায় একজন রেজাল্ট বের করতে পারলো । এর মধ্যেই প্রাং ১০০ জন ট্রাই করতে শুরু করেছে ।

তো রেজাল্ট পেয়ে। আমি মহা খুশিতে ১০০ টাকা দিয়ে দিলাম । আর ছেলেটা ১০০ টাকা পেয়ে মহা আনন্দে সকালের নাস্তা বন্ধুদের সাথে করতে গিয়ে গল্প করলো । আমি মাত্র ১ মিনিটে আজকে ১০০ টাকা ইনকাম করেছি জানিস ! তাও আবার অনলাইনে কাজ করে ।

অতিব চালাক ধুরন্ধর এক বন্ধু সাথে সাথে ক্যালকুলেট করে ফেললো একটা রেজাল্ট ১০০ টাকা, এর মানে ১০ টা রেজাল্ট সমান ১০০০ (এক হাজার) টাকা ! ও মাই গড । মান্থলি আমার ইনকাম আসছে ৩০০০০ টাকা । বেশ ভালো একটা ইনকাম । বন্ধুটা বাড়িতে বলে দিলো মাটি/গরু যা কিছু আছে বেচে যেন তার ল্যাপটপের জন্য ৪০,০০০ টাকা পাঠায় তাকে । ২ মাসেই শোধ দিয়ে দিবে ।


গল্পটা সাজানো । আসুন এর বাস্তবতাটা দেখি :

ভিসা ফরম অনলাইনে পূরন এর জন্য কয়েকজনকে দেখলাম এরকম সেম কাহিনী করেছে । বাসায় বলে গরু ছাগল বিক্রি করে ল্যাপটপ কিনে, সুটেড বুটেড হয়ে বেশ গর্বের সাথে বলে বেড়াচ্ছে যে সে ৩০-৪০০০০ টাকা মান্থলি ইনকাম করবে। তাও আবার অনলাইনে বসে ।

আমরা যারা ফ্রিল্যান্সিং করছি তাদের সমন্বয়ে একটা পূনর্বাসন কেন্দ্র তৈরী করার দরকার । এসব উঠতি ফ্রিল্যান্সার, যারা অনলাইনে টাকা ইনকাম এর কথা শুনে ক্লিক বিজনেস, ডেসটিনি, ডুল্যান্সার এর ফাদে পা দেয় তাদের কে সাইকো থেরাপী দিয়ে সুস্থ স্বাভাবিক পথে নিয়ে আসার জন্য বেশ ভালো একটা উদ্যগ হবে বলে আমি মনে করি ।

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম ভোটটা নাহয় আমিই দিলাম:: হাল ধরবে কে?
কিছু একটা করে অন্তত ফ্রিল্যান্সিং এর সংজ্ঞা টা সবার কাছে পৌছে দেওয়াটা একান্তই জরুরি হয়ে দাড়িয়েছে।
একজন একদিন জিজ্ঞেস করল : বাবা কি কর?
আমি : আংকেল, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি।
: কি কর?
: ফ্রিল্যান্সিং!
: সেটা আবার কি?
: অনলাইনে কাজ করে ইনকাম আরকি।
: ও বাবাজি ডোলেন্স্যার-এ কাজ কর। কিন্তু ওটা না অনেক আগে বন্ধ হয়ে গেছে, আবার চালু হয়েছে নাকি?
🙁 লও ঠ্যালা। আরো সম্ভব এই আংকেলকে বোঝানো।
অন্তত আমি বোঝাতে পারি নি।
অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, কিন্তু না কোন লাভ হয়নি। হায়রে বাঙালি।!!!
(সত্য ঘটনা)

    Level 2

    @John_Milton: হা হা হা !
    আমি আসলে মজার অর্থে বলেছি । আসলে যারা এসব করে তাদের দৌড় ফেসবুক এর বেশি নয় । আর এই পোষ্ট টা আমি তাই এখানে করার সাহস পেলাম ।
    এটলিষ্ট ওদের কুনজর তো পড়বেনা আমার কমেন্ট এ । সো বি কুল । যে যার প্রাপ্য ঠিক ই পাবে । সৎ পথে পরিশ্রম করে উপার্জন করছি । ধার ধারিনা কারো । যতটা পারি ব্যক্তিপর্যায়ে বোঝানোর চেষ্টা করছি । এই ইস্যু টা কয়েকদিন থেকে বেশ কয়েকজন বন্ধুকে বারন করতে করতে মনে হলো এই গল্প টা বললেই তো বিষয় টা ক্লিয়ার বোঝানো যায় ! তাই শেয়ার করলাম ।

    ধন্যবাদ জন মিল্টন

আমি মনে করেছিলাম অনলাইনে ভিসা আবেদন এর বিষয়ে বলবেন তাই ঢুকে ছিলাম
শিরোনামটা পরিবর্তন দিন

    Level 2

    @তিমথী তানভীর: যারা অনলাইনে আবেদন এর বিষয়ে ভাবছেন এই পোষ্ট টা তাদের জন্যই । সমস্যা নাই ।
    ভেবেছেন, শুনেছেন । বুঝেছেন তো ?

আমিও আপনার সাথে একমত তিমথী তানভীর।।আমি ও এটাই ভাবছিলাম

    Level 2

    @PrinceOfJessore: আপনিও যেহেতু এটাই ভাবছিলেন তাহলে এই পোষ্ট টা আপনার জন্যও । নিয়েই যান এক কপি । হাঃ হাঃ াঃ

ভাই কি লিখছেন আওলা ঝাওলা, কিছুই তো বুঝলাম না, না মানে বুঝলাম কিন্তু টিউন টা কোন কাজের না।

    Level 2

    @আব্দুল্লাহ আল বাকী: ভাই আপনি কি ফ্রিল্যান্সিং সম্পর্কে পড়তে এসেছেন ? আর ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা থাকলে এর আশে পাশের ভুয়া আর টেম্পোরারি পথগুলা সম্পর্কেও জেনে থাকবেন নিশ্চয় । এখনকার হট টপিক ভিসা ফর্ম পুরন ব্যাবসা । আর এ সম্পর্কে সাবধানতার জন্যই লেখা ।

    আমি জানি এই টাইটেল দিলে ভিসা ফরম এর সাথে জড়িত ব্যাক্তিরা সহজেই এটা পড়তে আসবেন আর পড়ে একটু হলেও সাবধান হবেন ব্যাপার টা সম্পর্কে তাই এখানে দেওয়া । বুঝতে পেরেছেন ?

#Nahid vai paya gache আব্দুল্লাহ আল বাকী une kisu boze ne onak ak2 arbe vasays buzay dan bangla boza na lol…. :-*

    Level 2

    @Arup baidya: সমস্যা নাই ভাই । আমিও এক সময় ছিলাম কিছু বুঝতাম না । ভয়ে কোন ‍কিছু জিজ্ঞেস ও করতাম না ।

    উনি ব্যাপার টা বুঝতে না পেরে কমেন্ট করেছে এটাও একটা রিমার্ক । তাই না ?

vai amio ai kajta kori tobe kajta ektu dorjer bapar,

    Level 2

    @নোমান সিদ্দিকি: আপনি প্রতিদিন ধৈর্য্য ধরে ১ ঘন্টা কাজ করেন । এবার আসেন দেখি একঘন্টা আপনি যে কোন প্রফেশনাল কাজ শিখলে কি পাবেন ।

    আপনি ২-৩ মাসের মধ্যেও ছোট হলেও কোন জব পেয়ে যাবেন । আর তা না হলেও আপনার ভবিস্যত প্রফেশনাল জবেনে তা কাজে লাগবে । মানুষকে বলতে পারবেন আপনি কি করছেন । সম্মানের সাথে আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবেন ।
    কারো কাছে ধরনা দিতে হবে না । আর সবচাইতে ইম্পর্টেন্ট আপনার আয়ের মাত্রা আপনার কাজের যোগ্যতা অনুযায়ী বাড়তে থাকবে ।

    সো আজকে থেকেই ট্রাই করুন । প্রতিদিন ১ ঘন্টা শিখবেন । কি শিখবেন সেটা আপনি নিজেই চেষ্টা করে ঠিক করুন ।

Level 0

100% সত্য লিখিয়াছেন ব্রো……

ঠিক বলেছেন অনেকেই না বুঝে মনে করে ফ্রিল্যান্সিং! মানে বসে থেকে ক্লিক ভিউ টাকা কামাই করা কিন্তু এটা ভেবে দেখেনা সবার কাছেই টাকা মূল্য অনেক ।

nice, feeling interesting and educative. thanks