ডোমেইন সেইল করার কিছু টিপস, যারা ডোমেইন বাই সেইল করতে চান তারা জেনে রাখুন

ডোমেইন কিভাবে কোথায় বিক্রয় করে আয় করা যায় তা অনেকেই আমার কাছে জানতে চান। আজ তাদের জন্য কিছু টিপস নিয়ে এলাম। প্রায় প্রতিটি ডোমেইন রিসেলার কোম্পানী ডোমেইন পার্ক ও সেইল করার সুযোগ দিলেও এই কাজের জন্য আলাদা কিছু জনপ্রিয় মার্কেট আছে। ডোমেইন সেইল মার্কেট ছাড়াও ডোমেইন বিক্রয় করা যায়। আসুন সেগুলো নিয়ে আলোচনা করি।

যত দিন যাচ্ছে ভালো ভালো নামের ডোমেইনগুলো অন্যের দখলে চলে যাচ্ছে। এজন্যই মূলত ভালো ভালো নামের ডোমেইনের দাম দিন দিন বাড়ছে।

বিশ্ববিখ্যাত  flippa.com এর সাম্প্রতিক পার্ককৃত ডোমেইনগুলোর রেট। আপনি নিজেই দেখে আসুন। ভালো ভালো নামের ডোমেইনগুলো অন্যের দখলে চলে যাওয়ায় নতুনভাবে বড় কোন কোম্পানী অনলাইন মার্কেট গড়ে তুলতে ঐ ডোমেইনটিই হয়ত তার প্রথম প্রছন্দ হবে। সেক্ষেত্রে ডোমেইনের দাম তো বাড়বেই। তাছাড়া বিশ্ব নেতা ও জনপ্রিয় ব্যক্তিদের নামে কেনা ডোমেইনও চড়া দামে বিক্রয় হয়।


ডোমেইন সেইলস মার্কেটপ্লেসগুলোতে পার্ক করে রাখা কিছু হাই রেটেড ডোমেইনের প্রাইস দেখুন উপরের ছবিতে।

ডোমেইন বিক্রয় করার নোটিশ টাঙ্গিয়ে ডোমেইন বিক্রয়-
সব থেকে সহজ উপায় হল এটি। আপনার ডোমেইনেই একটি ম্যাসেজ শো করান যে, এই ডোমেইনটি বিক্রয় হবে। ম্যাসেজে ডোমেইন অথরের সাথে যোগাযোগ করার মাধ্যম দিয়ে দিলেন। কেউ কিনতে আগ্রহী হলে সেখান থেকে যোগাযোগ করবে। সেখানে আপনি ইমেল, স্কাইপি কিংবা আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখতে পারেন। আপনি হয়ত বিশ্বাস করতে পারবেন না যে, ডোমেইন সেইল মার্কেট  flippa ছাড়া এই পদ্ধতিতেই সব থেকে বেশী ডোমেইন বিক্রয় হয়।

ল্যান্ডিং পেইজ তৈরি করে-
ডোইন বিক্রয় যদি আপনার প্রফেশন হয় তবে একটি ল্যান্ডিং পেইজ এড করে দিতে পারেন। আগ্রহী ক্রেতা সেখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবে এবং অর্ডার করতে পারবে। এই পদ্ধতিই সব থেকে বেশী কার্যকরী।

ডোমেইন রিসেলারের মাধ্যমে বিক্রয়-
প্রতিটি ডোমইন রিসেলার কোম্পানী ডোমেইন বিক্রয় করার সুযোগ দিয়ে থাকে। তাদের মাধ্যমে পার্ক করে রাখলে সহজেই আপনি আপনার ডোমেইন বিক্রয় করতে পারেন।

ডোমেইন সেইল মার্কেটে তুলুন আপনার ডোমেইন-
শুধু ডোমেইন বিক্রয় করার জন্যই অনেক সেইল মার্কেট গড়ে উঠেছে। যেমন sedo.com, flippa.com, freemarket.com। এগুলোই সব থেকে বেশী জনপ্রিয় এবং বিশ্বস্থ। যারা পুরাতন ডোমেইন কিনতে চায় তারা এসব মার্কেটে খুজ করেন তাই এসব মার্কেটে আপনার ডোমেইন বিক্রয় করার জন্য রাখাই উত্তম।

টিপস: আপনি ডোমেইন কিনে প্রথমে কোথাও হোষ্টিং করুন। ভালো রেটে বিক্রয় করার জন্য কম্পলিট ওয়েবসাইট ডেভোলাপ করতে পারেন। তবে শুধুমাত্র ডোমেইন বিক্রয় করার উদ্দেশ্য থাকলে ডেভোলাপের চিন্তা বাদ দিতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস ইনসটল দিয়েও সহজে ডোমেইনটি রান অবস্থায় রাখতে পারেন। এতে ডোমেইনের সার্চ রেটিং বাড়বে। আপনি যদি আপনার ডোমেইন কোথাও হোষ্টিং করে তাতে কন্টেন্ট রাখেন তবে সার্চ রেটিং পাওয়ার পাশাপাশি ডোমেইনটির জন্য ব্যাকলিংক তৈরি করাও সহজ হবে। মনে রাখবেন, আপনার ডোমেইন নামটি জনপ্রিয় না হলেও ডোমেইনের পেইজ ভিউ, ব্যাকলিংক ইত্যাদির ভিত্তিতে দাম বাড়াতে পারেন। এ বিষয়ে সরাসরি আমার সাথে আলোচনা করতে পারেন। যারা একেবারেই নতুন তারা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।

আমাকে ফেইসবুকে পাবেন - https://web.facebook.com/obaydul.shipon

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস