আসুন জেনে নেই Forex মেটা ট্রেডার ৫ এর পরিচিতি

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি…

২০০৫ সাল থেকে এই সফটওয়্যার টি যাত্রা শুরু করে । ব্যবহার সহজ বলে অন্য যেকোনো সফটওয়্যার সহজেই মাথা নত করতে বাধ্য হয় এর কাছে। এর প্রধান ও একমাত্র কারন হল এর একদম সহজ গ্রাফিকেল ইউজার ইন্টারফেস ।এই টিউনে আমরা জানব কেন আমরা মেটা ট্রেডার ৪ এর পরিবর্তে মেটা ট্রেডার ৫ ব্যবহার করবো, কিভাবে করবো, কিভাবে ইনডিকেটর ব্যবহার করতে হয়, কি কি সুবিধা পাব এসম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা ।আপনাদের যদি মনে হয় আরো নতুন কিছু থাকলে ভাল হত আপনারা এতে টিউমেন্ট করতে পারেন আমরা তা যত দ্রুত সম্ভব যোগ করে দিব ।

১ । মেটা ট্রেডার ৫ এর পরিচিতি

আমরা সবাই মেটা ট্রেডার ৪ সফটওয়্যার এর সাথে পরিচিত । এই সফটওয়্যার টির জন্ম লন্ডনে, আমরা সবাই ফরেক্সে ট্রেড করতে এই সফটওয়্যার ব্যবহার করি , ফরেক্সে এই সফটওয়্যার এর যে কি অবদান তা আমরা যারা ফরেক্স করি তারা ভালই বুঝতে পারি । আমি মনে করি ফরেক্সের সকল ট্রেডার এই সফটওয়্যার আর কাছে অনেক ভাবে ঋণী । ফরেক্স আজ এত দ্রুত তার সকল লেনদেন করতে পারছে একমাত্র এই মেটা ট্রেডার সফটওয়্যার এর কল্যাণে । ট্রেডিং জগৎ অনেক সহজ করতে এই মেটা ট্রেডার সফটওয়্যার এর যে পরিমাণ ভূমিকা রয়েসে তা অন্য কোন সফটওয়্যার আর নেই । অনলাইনে আমাদের কাজ করার গতি কে এই সফটওয়্যার দিয়েছে ভিন্ন একটি মাত্রা । আজ আমরা আপনাকে এর আপডেট ভার্সনের সাথে পরিচয় করিয়ে দেব ।

জীবন থেমে থাকে না, থেমে থাকে না সময় । সেই সময়ের সাথে তাল মিলিয়েই ক্রমাগত পরিবর্তন হচ্ছে সফটওয়্যার এর ভার্সন । পুরনো অথবা জনপ্রিয় সফটওয়্যার গুলো ইঞ্জিনিয়ার গন তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিত্ত নুতন সুবিধা নিয়ে আপডেট করে চলছে । যার কল্যাণে আমরা আজ মেটা ট্রেডার ৫ আপডেট ভার্সন হিসেবে ব্যবহার করতে পারছি । সেই উন্নতির ধারা আমাদের ফরেক্সেও ছোঁয়া দিয়ে গিয়েছে । আমরা কেন পুরনো মেটা ট্রেডার ৪ সফটওয়্যার ছেড়ে নতুন সুবিধা সম্বলিত আপডেট ভার্সন সফটওয়্যার মেটা ট্রেডার ৫ ব্যবহার করবনা ?

এই সফটওয়্যার টি একটি গ্লোবাল সফটওয়্যার যা আমরা ফরেক্স ট্রেডিং এ ব্যাবহার করি ।এই সফটওয়্যার টি প্রোফেসনাল বা নতুন যারা ফরেক্সে বিনিয়োগ করবেন তাদের কমপ্লিট STP access প্রদান করে যা একজন ফরেক্স ট্রেডার কে সচ্ছন্দে ট্রেড করতে সাহায্য করে ।

আমরা আজ জানব মেটা ট্রেডার ৫ কি ধরনের নতুন সুবিধা নিয়ে আমাদের মাঝে এসেছে তাই নিয়ে আলোচনা করবো ।

SPEED:

সময় ফরেক্স ট্রেডার দের জন্য অনেক গুরুত্বপূর্ণ । ট্রেডিং এর একটি মুহূর্ত আপনার সাফল্য এবং ব্যর্থতার জন্য যথেষ্ট । পুরনো ভার্সনের চেয়ে এই ভার্সন অনেক বেশি গতি সম্পন্ন যা ট্রেড টাইম কমিয়ে দিয়ে ট্রেডার কে অনেক দ্রুত গতিতে ট্রেড করতে সাহায্য করছে । এটি ফরেক্স ট্রেডারদের ক্লিক করে লেনদেনের সুযোগ তৈরি করে দিয়েছে, একজন ট্রেডার কয়েকটি ক্লিক করেই তার লেনদেন সম্পন্ন করে দিতে পারে মাত্র কয়েক মিলিসেকেন্ডে !!!!

সহজ ব্যবহার :

একজন ইউজার কে অনেক সময় স্ক্রীন এর সামনে বসে থাকতে হয় তাই এর user interface আগের থেকে অনেক সহজ করে তৈরি করা হয়েছে । এর ফন্ট এবং চার্ট পড়তে চোখের কোন সমস্যা হয় না ।

চার্ট:

চার্ট গুলো এক বাতিক্রমি ফিচার সম্বলিত যা ট্রেডার দের মনের খোরাক মেটাতে পেরেছে এবং এই সফটওয়্যার কে আলাদা করেছে । তারা এখান থেকে সঠিক মার্কেট ভিউ তা পাবে ।

চার্টের ছবি :

Technical Analysis খুব সহজেই করতে পারবেন এখানে যে গ্রাফ গুলো থাকে সেগুলো থেকে । আপনি ইচ্ছা করলে চার্ট এর ছবি Facebook, Twitter জনপ্রিয় ৩০০ + সামাজিক ওয়েবসাইট শেয়ার করতে পারবেন ।

ভাষা : ট্রেডারের উপকারের জন্য তৈরি করা হয়েছে প্রধান ১৪ টি ভাষার এই ট্রেডিং প্লাটফরম । জেতি আপনি ব্যবহার করতে পারবেন ইংরেজি,ফরাশী,রুশ,স্পেনিশ,পলিশ,পর্তুগিজ,জাপানিজ,চাইনিজ,কোরিয়ান,ইতালিয়ান,তুর্কি,গ্রীক,জার্মান,হাঙ্গেরিয়ান,আরবি,এবং ভিয়েতনামি ভাষায় ।

জুম লেভেল এবং টাইম ফ্রেম: এই প্লাটফর্মের ৬ তা জুম লেভেল আছে । যা একজন ট্রেডার কে সূক্ষ্ম ভাবে বাজার পর্যালোচনা করতে সাহায্য করে । এটি আপনাকে ১৪ টি আলাদা ফ্রেম দেয় তা আপনি ট্রেড এনালাইসিস করতে ব্যবহার করতে পারেন । এই টাইমফ্রেম গুলো হয় ২ মিনিট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত । ট্রেডিং কৌশল তৈরি করতে সাহায্য করে ।

২। মেটা ট্রেডার ইন্সটল করার পদ্ধতি:

আপনি বিভিন্ন ভাবে এই সফটওয়্যার টি খুঁজে পেতে পারেন । বিভিন্ন ব্রকারের ওয়েবসাইট থেকে তাদের নিজস্ব কনফিগার করা ট্রেডার সফট আপনি পেতে পারেন। আপনার প্রথম কাজ হবে তা খুজে বের করা । আপনি এটা গুগলের মাধ্যমে আপনি খুইব সহজেই খুজে বের করতে পারেন শুধু মাত্র নামটি সার্চ দিয়েই ।

কিভাবে ডাউনলোড করবোঃ

1

এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন । এতে কোন পাসওয়ার্ড দেবার ঝামেলা ছাড়াই মাত্র ১ টি ক্লিক করলেই সরাসরি ডাউনলোড শুরু হবে । ডাউনলোড কমপ্লিট করে ফাইল টি ওপেন করতে হবে ।পরবর্তী কাজ চিত্রের সাহায্যে খুব সহজ ভাবে দেখানো হল ।

>>প্রথমে আপনার সামনে এমন একটি উইন্ডো প্রদর্শিত হবে ।

2

>>ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট এ আপনার মত আছে এটা নিশ্চিত করতে নেক্সট বাটন এ ক্লিক করতে হবে।

3

4

>> এখান থেকে আপনাকে কোথায় ফাইল টি ইন্সটল করবেন তা দেখিয়ে দিতে হবে । যেটা ডিফল্ট হিসেবে থাকে ঐটাই দেয়া ভাল । create a desktop button ও Launch program, after successful installation এররেডিও বাটনে ক্লিক করে চেক করে দিতে হবে । নেক্সট এ ক্লিক করতে হবে ।

5

>>ফাইল আটমেটিক ইন্টারনেট ব্যবহার করে ডাওনলোড করে নিবে ।

6

>>একটি উইন্ডো শো করবে । এমন শো করলে বুঝতে হবে ইন্সটল হয়ে গিয়েছে ।

লিনাক্সে কিভাবে ইন্সটল করবেন?

লিনাক্সে আপনি খুব সহজেই মেটা ট্রেডার সফট টি ইন্সটল করতে পারবেন , এজন্য আপনার সুবিধার জন্য চিত্র সহ ইন্সটল প্রনালী বর্ণনা করা হল । লিনাক্সে সবচেয়ে জনপ্রিয় ভার্সন হল Ubuntu আমরা এবার জানব কি করে উবুন্টু তে এটা ইন্সটল করতে হয় ।প্রথমে আপনাকে Wine সফট টি ইন্সটল করে নিতে হবে, কারন এটি আপনাকে মাইক্রসফট ওয়িন্ডজের এর সফটওয়্যার গুলো কে ইন্সটল করে খুব সহজে ।ইন্সটল করতে আপনাকে উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে edit মেনু থেকে other software> independent+ independent source cod এর রেডিও বাটন চেক করে দিতে হবে ।

>>ADD button এ ক্লিক করতে হবে ।

7

>>Add source বাটনে ক্লিক করতে হবে

8

>>ইন্সটল বাতনে ক্লিক করতে হবে ।

9

>>আমরা ইচ্ছা করলে কমান্ড লাইন ব্যবহার করে ওয়াইন ইন্সটল করতে পারি । এখন আপনার আসল কাজ শুরু । open with >ok

10

>> পর্যায় ক্রমে নেক্সট করে এটা ইন্সটল খুব সহজেই আপনারা করতে পারবেন । পরে finish এ ক্লিক করতে হবে ।

11

>>ইন্টারনেট ইউজ করে ফাইল ডাওন লোড হয়ে যাবে ।এরপর আপনাকে Terminal.exe ফাইল টি ইন্সটল করতে হবে ।এটি আপনার ফাইল গুলো কে কপি করে উবুন্টুতে ব্যবহার উপযোগী করে তুলবে ।

12

কপি শেষে আপনি মেটা ট্রেডার ৫ খুব সহজেই লিনাক্সে ব্যবহার করতে পারবেন ।

৪। কিভাবে লগইন করবেন ?

>> ফাইল মেনু থেকে লগ ইন সিলেক্ট করলে এমন একটি ডায়লগ বক্স আসবে ।

13

>>আপনি এখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সার্ভার সিলেক্ট করে ওকে বাতনে ক্লিক করলেই লগইন হয়ে যাবে ।

** আপনি যদি অন্য কারও কম্পিউটার এ লগ ইন করে থাকেন তবে অবশ্যই আপনি সেভ পাসওয়ার্ড এ চেক করবেন না ।

৫। কিভাবে ডেমো একাউন্ট তৈরি করবেন?

Go to: File>open a new account>select Forex Broker Demo>next.

14

>>Select Demo account

15

>>ফিল করতে হবে এবং নেক্সট করেত হবে ।

16

>>ব্যাস আপনার ডেমো একাউন্ট তৈরি হয়ে গেল ।User name and password সংরক্ষণ করুন

17

৬। এই সফটওয়্যারে কিভাবে ট্রেড করবেন?

ক।প্রথমে যে মুদ্রা টির লেনদেন করবেন সেটির চার্ট ওপেন করবেন ।

খ। new order আইকনে ক্লিক করবেন ।

18

গ । এখান থেকে আপনি BUY or Sell ট্রেড করতে পারবেন ।কত ভলিউম, স্টপ লস , টেক প্রফিট দেয়া দিতে পারেন ।

19

ঘ । আপনিও ইচ্ছা করলে দুই ভাবে ট্রেড শেষ করতে পারেন ।

20

ক্লোজ বাটনে ক্লিক করে অথবা নিউ অর্ডারের মাধ্যমে বন্ধ করতে পারেন ।

৭। ইন্ডিকেটরের ব্যবহার।

ইন্ডিকেটর ইউজ করতে আপনাকে প্রথমে ইন্সার্ট অপশন টি সিলেক্ট করতে হবে

সেখান থেকে চিত্রের মত যে কোন পরিমানের ইনডিকেটর আপনি ব্যবহার করতে পারবেন। যা আপনাকে ট্রেড করতে ব্যপক সাহায্য করবে। আপনি Indicator সম্পর্কে আরও ভাল করে জানার জন্য আমাদের forex স্কুল থেকে Indicator list টা দেখতে পারেন।

21

৮। লাইভ আপডেটঃ

Windows 7

22

এরকম একটি বক্স আসলে বুঝতে হবে যে নুতুনআপডেট আছে । yes করলে আপডেট শুরু হবে । no করলে আপডেট হবে না ।

৯ । MetaTrader 5 এর ইলিমেন্ট গুলো কিভাবে ভিন্ন ?

>>নিচের ইলিমেন্ট গুলো ভিন্নতা দিয়েছে ।

ফরেক্স এবং ষ্টকে ওর্ডার করতে যে সকল ফাঙ্কসন দরকার সব এই সফটওয়্যার এ আছে । আনলিমিটেড চার্ট এবং ১ মিনিট করে ২১ টি টাইমম্ফ্রেমের সুবিধা সম্বলিত হিস্টোরি রয়েছে । কয়েক ডজন টেকনিক্যাল এনালাইসিস ও ইনডিকেটর রয়েছে । সাথে ফান্ডামেন্টাল , ফিনান্সিয়াল নিউজ ও ইকনমিক্যাল ক্যালেন্ডার বিল্ট ইন এলার্ট সিস্টেম ।

পাওার ফুল অটো ট্রেডিং , শতাধিক MQL5 technical indicators and trading robots.

এটা ডাওনলোড সম্পূর্ণ ফ্রি

১০। কি এমন আছে যা নেই মেটা ট্রেডার ৪ এ ?

নিচের চিত্র টি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেন আপনার আপডেট ভার্সন দরকার ।

23

24

25

১১ । মেটা ট্রেডার ৫ এর জনপ্রিয়তা পাবার একমাত্র প্রধান কারন তার সহয ইউজার বান্ধব ইন্তারফেস । এটা তৈরি করতে MQL5 প্রোগ্রামিং Language ব্যবহার করা হয়।

প্রত্তেক জেনারেশনে নতুন করে প্রোগ্রামিং লাঙ্গুয়েজ,রোবট, ইনডিকেটর সহ সকল বিষয় আপডেট দেওয়া হয় ।এতে এই সফটওয়্যার অনেক ভিন্ন হয় এবং স্পিড আগের গুলো থেকে অনেক বেড়ে যায় ।

আপনি ইচ্ছা করলে নিজেই মনের মত এডিট করে নিতে পারবেন যদি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে ।

26

১২। পর্টফলিও টেস্টিং

মেটা ট্রেডার একটি স্ট্রাটেজি টেষ্টার যা আপনাকে ঐতিহাসিক ডাটা গুলো আনলাইজ করে দেয় । এটা টিক বাই টিক পদ্ধতিতে স্ট্রেটেজি চেক করে দিতে পারে যাতে অনেক গুলো এলগরিদম বিদ্যমান আপনাকে সঠিক ফলাফল পেতে সাহায্য করবে ।Portfolio of testing, re-downloading the history এগুল এনালাইজ করতে দরকার হয় না।

Multi-thread optimization

বর্তমানে কম্পিউটার গুলো যেকোনো সফটওয়্যার গুলো অপ্টিমাইজ করে বযভার করাও সুযোগ করে দেয় ।আপনি খুব সহজেই অপ্টিমাইজ করে মেটা ট্রেডার ব্যবহার করতে পারবেন । এতে আপনার প্রয়োজনীয় টার্ম গুলো রেখে বাকি টার্ম গুলো বন্ধ করে দিতে পারেন ।

27

১৩। Evolution of Trade

মেটা ট্রেডার ৪ ও মেটা ট্রেডার ৫ এর মাঝে পার্থক্য ।

মেটা ট্রেডার ৪ অনেক ডাটা এবং আর্টিকেল ধরে রাখতে পারে যেটা মারা MQL4.community এ খুজে পাই. ।

মেটা ট্রেডার ৫ এ যে সকল ডাতা রাখা হয় তা আমরা MQL5.community এ খুজে পাই ।

মোটকথা: আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার যেখানেই করবো না সেখানেই পিছিয়ে যাব ।ফরেক্সেও এর ব্যতিক্রম না । তাই আমরা সকলে চেষ্টা করবো যেন প্রযুক্তির সঠিক ব্যবহার করে আমরা লাভবান হতে পারি ।

Forex কি? কেন? Forex কিভাবে কাজ করে সব কিছু বাংলাতে জানতে আসুন আমাদের এই সাইট এ BDForexNews

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি পড়ার জন্য! দেখা হবে আগামি টিউনএ। আল্লাহ হাফেজ..

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস