ইল্যান্স ও ওডেস্ক একজোট!!! এটি কি ঠিক হচ্ছে???

আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা চিনেন তারা অনেকেই জানেন আমি শুধু টিউটোরিয়াল নিয়ে হাজির হই। কিন্তু আজকে আমি কোন টিউটোরিয়াল নিয়ে আসি নি। একটি খবর শেয়ার করতে চলে এলাম। কারো জন্য খবরটি আনন্দজনক, কারো জন্য চিন্তার। আজকে একটা ইমেইল পেলাম ওডেস্ক ও ইল্যান্স থেকে। ইমেইলটা নিম্নরূপ:

এছাড়া তাদের ব্লগের মাঝেও খবরটি রয়েছে। প্রথম আলো পত্রিকায় এই নিয়ে একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে। চাইলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।

আমি মনে করি এটি খুবই খারাপ সিদ্ধান্ত। ওডেস্ক থেকে ইল্যান্স হাজার গুণে ভালো ও উন্নত মানের। কেন?

  • এক, ওডেস্ক এ কোন নির্দিষ্ট কোনো সর্বনিম্ন রেট নেই।
  • দুই, ওডেস্ক এ সর্বদা ক্লায়েন্ট এর অগ্রাধিকার।
  • তিন, ওডেস্ক এ কাস্টমার সার্ভিস খুবই খারাপ।
  • চার, ওডেস্ক এ শুধু শুধু একাউন্ট সাসপেন্ড করে, পরে যোগাযোগ করা হলে বাংলাদেশের সরকারী অফিসের মত ধীর গতিতে কাজ হয়।
  • পাঁচ, ওডেস্ক এ ক্লায়েন্ট ও প্রোভাইডারদের অনেক প্রায়ই অনেক অযাচিত ঝামেলার মাঝে ফেলা হয়। যেমন: অমুক ক্লায়েন্ট এর সাথে কিভাবে যোগাযোগ হলো, আমাকে কেন হায়ার করলো ইত্যাদি।
  • ছয়, কিছু কিছু ক্লায়েন্ট ও প্রোভাইডারদের জন্য এখন ওডেস্ক এর বেশির ভাগ ক্লায়েন্ট ও প্রোভাইডার ওডেস্ক এ ভিক্ষা করতে/দিতে আসে।
  • সাত, নির্দিষ্ট মূল্যের কাজের কোন নিশ্চয়তা নেই।

ওপর দিকে যদি ইল্যান্স এর কথা চিন্তা করি, তবে ইল্যান্স এ এই সব সমস্যা তুলনা মূলক ভাবে অনেক কম। আর তাই যদি ওডেস্ক ও ইল্যান্স এক হয়ে যায় তবে,

  • ঐ ফকির গুলো পুরো মার্কেট টাকে ভিক্ষার জায়গা তৈরী করে ফেলবে।
  • কাজ পাওয়া অনেক কষ্ট হবে, বিশেষ করে নতুনদের জন্য।
  • প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে।
  • প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কাজের রেট আরও কমে যেতে পারে।
  • অদক্ষ প্রোভাইডার সংখ্যা অনেক কমে যাবে।

Elance and oDesk to Join Forces
তাই আমার মনে হয় দুই ওয়েবসাইটকে এক করা ঠিক হবে না। আর করলেও ইল্যান্স এর নিয়ম গুলো পুরোপুরি মেনে চলা উচিত। আপাতত তারা বলছে, এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে যা অনলাইনে বৃহত্তর মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠতে পারে। যাই হোক, এখানে আমাদের তেমন কিছু করার নেই। তবে ব্যবহারকারীর যে কোন পরামর্শ, পছন্দ বা অপছন্দ সম্পর্কে তাদের জানাতে চাইলে নিম্নোক্ত ইমেইলে যোগাযোগের জন্য বলা হয়েছে:

এতক্ষণ যারা আমার টিউনটি পড়েছেন ও যারা ফ্রীলান্সার আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন আমি টিউনটি কেন করেছি। তাই আপনার মতামত উপোরুক্ত ইমেইলে পাঠিয়ে ভবিষ্যৎ ওডেস্ক ও ইল্যান্স তৈরিতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার সাথে একমত। গতকাল রাত 3 টায় এই খবর প্রথম আলোয় পাওয়ার পর পরই সমালোচনার ঝড় ওঠে। বস্তুত বর্তমানে বিভিন্ন অনলাইন ভিত্তিক মর্কেট যেমন (SEO) ধংসের মুল কারণ এই ODesk। তাদের বিভিন্ন ঝামেলা আছে। আমি ওডেক্স মার্কেটে কাজ করতাম। প্রথমে ইমেইল মার্কেটিং করতাম $250 এ। তার পর আমার ক্লায়েন্ট আরেক জনের দেখাদেখি বলে $200 ডলারে কাজ করতে। পুরোনো ক্লয়েন্ট বলে কমাতে কমাতে যখন দেখলাম 10 ডলারে এসে দাড়ায়েছে তখনই আমি কাজ টা ছেড়ে দিই। পরে এক মাস পরে তার প্রোফাইলে দেখলাম মাত্র 2 ডলারে মুশফিক নামের এক বাংলাদেশীকে দিয়ে সে কাজ করিয়েছে। ভাবতে পারেন কোথায় 250 ডলার আর কোথায় 2 ডলার

গতকাল রাত তিনটায় আমি পাল্টা জবাবে ইলান্সের ব্লগে এই উদ্যেগে ব্যাপক সমালোচনা করি। আমি এক টা জিনিস পড়ে খূব হতবাক হলাম।আজ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে – (দেবযানীর সঙ্গে রূঢ় আচরণ অবশেষে জন কেরির দুঃখ প্রকাশ)

সেখানের একখান উদ্দৃতি – গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাদেকে (৩৯) সন্তান নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যেসব তথ্য দিয়েছেন, তাতে মিথ্যাচার করেছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, দেবযানী ওই গৃহকর্মীকে যে মজুরি দিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী সর্বনিম্ন মজুরির চেয়ে কম। দেশটিতে সর্বনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা।

যেখানে আমেরিকায় প্রতি ঘন্টায় একজন ঝাড়ুদারের র্সবনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা, সেখানে ওডেক্মে আমাদের মেধাসত্তের দাম .10 সেন্ট পার ঘন্টা বা তার ও কম দিতে দেখা গেছে। আবার রয়েছে নানা ঝক্কি ঝামেলা। ক্লয়েন্টের নানা অত্যাচার। আমার মনে হয় ওডেক্স কাজ করাটা এখন জেল খানায় কাজ করার মত হয়ে গেছে।

তাই ওডেক্সর সাথে হাত মেলানো কে আমি একটা ব্যর্থ উদ্যোগ এবং সময়োপযোগী ব্যর্থ সিন্ধান্ত ঘোষণা করছি।

    Level 0

    @Al Shahriat Karim: যে কথাটি আমি পুরো টিউনটিতে বুঝতে চেষ্টা করেছি, আপনি তার সুন্দর উদাহরণ সহ চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা যদি এখনো এর একটা বেবস্থা না করি, তবে ফ্রীলান্সিং বাদ দিতে হবে। ওডেস্ক এর ফ্যান পেইজে মন্তব্য করা হলে তারা আমাকে নিম্নোক্ত উত্তর দেয়:
    Thanks for voicing your concern. Rest assured that both odesk.com and elance.com will for now continue to operate as separate, independent services. Plus, after the merger closes, we expect to deliver even more product and quality innovations.
    ইল্যান্স এর ফ্যান পেইজে মন্তব্য করা হলে তারা আমাকে নিম্নোক্ত উত্তর দেয়:
    Hi Atique, Thank you so much for your nice feedback. We plan to operate Elance as a separate site just as we have in the past.
    সুতরাং সাময়িক ভাবে শান্তিতে থাকলেও ভবিষ্যতে কি হয় আল্লাহ-ই জানে।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

      @Atique: ধন্যবাদ। আমাদের উজিত এই মন্তব্যের তীর্ব নিন্দা জানানো। আমি চেয়েছিলাম আমিই টিউন করব। কিন্তু কুড়ে বলে একটা গর্ব আছে না।

      @Atique: ধন্যবাদ। আমাদের উচিত এই মন্তব্যের তীর্ব নিন্দা জানানো। আমি চেয়েছিলাম আমিই টিউন করব। কিন্তু কুড়ে বলে একটা গর্ব আছে না।

    Level New

    @Al Shahriat Karim: শাহরিয়াত করিম , আপনার এই লেখাটা কপিপেস্ট মনে হচ্ছে । তবে এইটা ঠিক অডেস্ক আর ইলান্স এক হয়ে গেলে ইলান্স ধ্বংস হয়ে যাবে ।

      @আহত: ভাই আমি নিজে এখানে বসে বসে টাইপ করলাম।শুধু
      এই লেখাটা কপি পেষ্ট। তবে আমি প্রথম আলোর উদ্ধতি দিয়েছি। বাকি টা আমার লেখা। ্িাপনি ান্য কোথাও লেখাটা দেখে থকলে লিংক দিন।

      আজ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে – (দেবযানীর সঙ্গে রূঢ় আচরণ অবশেষে জন কেরির দুঃখ প্রকাশ)

      সেখানের একখান উদ্দৃতি – গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাদেকে (৩৯) সন্তান নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যেসব তথ্য দিয়েছেন, তাতে মিথ্যাচার করেছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, দেবযানী ওই গৃহকর্মীকে যে মজুরি দিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী সর্বনিম্ন মজুরির চেয়ে কম। দেশটিতে সর্বনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা।

      @আহত: তবে আপনি কোথাও লেখাটা পড়ে থকলে আমার গর্ব হওয়া উচিত। আমার টিউনই নয় কমেন্ট ও কপি হয়। লু্ল রে লুল পাই না কুল। আতিক ভাইয়ের প্রতি উত্তরে কমেন্টস টা করা।

    @Al Shahriat Karim: My freelancer first work in odesk then i am working freelancer.com & happy with them……………………………

    I never like odesk.com

Level 0

odesk going down………

আমি শঙ্কিত। আপনারা ঠিক কথাই বলেছেন। আতিক এবং শাহরিয়ার, আপনাদের দুজনকেই ধন্যবাদ।

Level 0

Kaj paoa aro kothin hoye jabe. Amar maybe ai line charte hobe maybe

খুব সুন্দর মানের একটি পোস্ট। আশা করি অনেকের কাজে আসবে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
http://www.pchelplab.com

Level 0

শ্রমিকরা সর্বদা কি নিস্পেষিতই হবে ?

    @Kajal bai: হবে। আন্দোলনের সুযোগ নেই। আমাদের জন্য কেউ শাহাবাগে বসবে না

একটা জিনিস ওডেস্ক কিন্তু মজুরি ঠিক করে না। মজুরি ঠিক করেন আপনারা/ আমারা নিজেরা। তাই ওডেস্ক বা ক্লায়েন্ট এর কি দোষ। আমারা যদি কম রেটে কাজ করি তাহলে ক্লায়েন্ট এর কি দোষ। অবশ্যই ক্লায়েন্ট্রা বা ওডেস্ক আপনাকে বাধ্য করছে না…… আর এই Merging এর ভালো মন্দ পরেই বোঝা যাবে…

    @সাইফুল ইসলাম সোহেল: ভাই আপনি একটা যুক্তিযুক্ত কথা বললেন কিন্তু যুক্তি টা প্রমাণ করতে পারবেন না। আমি আমার যুক্তি টা প্রমাণ দিচ্ছি। ধরুন একটা লিংক বিল্ডিং কাজে $30 বাজেট।আমার ফিডব্যাক 4.50 এবং আমার ঘন্টা 300। আওয়ারলি রেট 5 পার আওয়ার। আমি বিড করলাম $28 ডলারে। এবার একজন বংলাদেশী বিড করল। যার ফিডব্যক 4 এবং ঘন্টা 2000। আওয়ারলি রেট 2 ডলার। বিড সাবমিট করল $15 ডলারে।এবার আপনার মগজে কি বলে কাজ টা ক্লায়েন্ট কাকে দিবে। আমি কাজের মান সম্পর্কে জানি। তাই বিড করলাম 28। এভাবে যারা ভাল রেটে বিড করে তারা কাজ পায় না। কারণ সবাই সস্তা খোজে। তবে কিছূ সচেতন ক্লায়েন্ট বাদে। এভাবে চলতে থাকলে দেখা যায় যে 2 ডলার আওয়ারে কাজ করছে সে মাসে 500 আওয়ার পার করছে। আর যারা ভাল রেটে কাজ করছে তারা একের পর এক আবেদন করে কিন্তু কাজ পায় না। তাহলে এই দোষটা আপনি কাকে দিবেন? ফ্রিলান্সার কে? আপনার কথা মতো যদি গুটি কয়েক লোক ভাল রেটে বিড করে তাহলে তারা মাসের পর কাজের জন্য অপেক্ষা করবে আর টেকটিউনস এ নতুন পোষ্টের আশা করবে যার শিরোনাম – ওডেক্মে কাজ পাওয়ার সহজ উপায় ( মেগাপোষ্ট ) অথবা ওডেস্ক এর নমুনা অ্যাপ্লিকেশন/Cover letter – ওডেস্ক এ কাজ পাওয়া এবং ওডেস্ক career গড়ে তোলা সুনিশ্চিত ।তাহলে মার্কেট টা নষ্ট করছে কে? ফ্রিলান্সার ? পড়ে যান নিচে মুল যুক্তি আছে।

    আপনার প্রথম লাইনে এর প্রমাণ – একটা জিনিস ওডেস্ক কিন্তু মজুরি ঠিক করে না। ভাল কথা।
    এবার আমার এই ব্যাখ্যা টা দেন ওডেক্স এটা কেন করেনা? তাহলে তো 30 ডলারের বিড করে কেউ 15 ডলারে করত না। যেটা ইলান্সে আছে।

    আপনার দ্বিতীয় যুক্তি – অবশ্যই ক্লায়েন্ট্রা বা ওডেস্ক আপনাকে বাধ্য করছে না।
    আপনি দশটা কাজ 10 ডলার করে 100 ডলারের বিড করলেন।
    আমি দশটা কাজে 7 ডলার করে 70 ডলারের বিড করলাম।

    এবার আপনি মেইল খুললে 10 টা মেইল পাবেন যার শিরোনাম – Your Application was Decline. Reason: Chose another Contractor.

    আর আমি খুললে পাব দুইটা ইনভাইট। কারণ বাকি আটটা পাবে যারা 5 ডলারে বিড করেছিল।

    আমারা যদি কম রেটে কাজ করি তাহলে ক্লায়েন্ট এর কি দোষ – আপনি এই এই যুক্তি কত জন ফ্রিলন্সার কে বোঝাবেন? 3 লাখ ফ্রিলান্সার এখন বাংলাদেশে। যার নতুন মধ্যে নতুন বা সীমিত আছে 1.50 ফ্রিলান্সার। যখন আপনি টাকা তুলবেন তখন যে কাজ পাইনি চিন্তুা করবে যাই হোক কম রেটেই কাজ করব।

    আর এই Merging এর ভালো মন্দ পরেই বোঝা যাবে – জি ভাই। সারা পৃথিবী থেকে 2 লাখ লোক এই উদ্যোগের বিপক্ষে।যারা পক্ষে তারা কোন আওয়াজ করেনি। সুতরাং তাদের হিসাব টা দিতে পারলাম না। তাই ইলান্স আপতত এই যৌথ কার্যক্রম বন্ধ রাখবে। ভাল টা যাই হোক, মন্দ টা ঠিকই বোঝা যাবে।

    আশা করি আমি আপনার কমেন্টসের সব যুক্তি দিতে পেরেছি।

@ Al Shahriat Karim আর যুক্তরাষ্ট্রের আইন এ ত ফ্রিলাঞ্চিং চলে না। রেট আপনার উপর নিরভর করে।

    @সাইফুল ইসলাম সোহেল: এটার ব্যপারের যুক্তি টা খুলে বলুন। উত্তর পাবেন।

ধন্যবাদ, আপনার যুক্টির জন্য। ওডেস্কে এমন হয় কারন বেশির ভাফ লোকই ওডেস্ক থেকে শুরু করে করে। ইলান্সে নতুন্দের কাজ পাউয়া একটু কঠিন। মগজে একতাই যুক্তি ধরে দোষ ক্লায়েন্ট এর না। কারন সস্তা সবাই খুঁজে। আর ক্লায়েন্ট ও জানে $15 এর কাজ ২৮ এর মত হবে না। কিন্তু তাতে কি সে যদি মনে তার ১৫ এর সার্ভিস ভালো হবে তাহলে সেতাই ঠিক। আর অবশই এমন ক্লায়েন্ট অনেক আছে যারা আপনার সার্ভিস এ নিবে ২৮ দিয়ে। দোষ ত অই ১৫ এর ফ্রিলান্সারে এর। এতা ঠিক আমার কত বিড যে ডিক্লাইন হয় তার ঠিক নাই। তবে ভালো রেটে কাজ নেয়ার চেষ্টা করি। কশট হয় অনেক।
আর আপনি নিজের কথাই ধরেন আপনি স্টার্ট করছেন ওডেস্ক থেকে। ১০০ তা আরটিকেল মাত্র ৪.৫ এ। এখন আপনি ই বলেন ক্লায়েন্ট আপনাকে কেন অই কাজতা দিল? আর আপনি বা কেন ওডেস্ক থেকে স্টার্ট করলেন?

আর SEO নষ্ট হয় নাই। আপনি জাদের কথা বলসেন তারা ত LInk building ছাড়া আর কিছিউ পারে না। তাই দু একটা কাজ পরেই ফিডব্যাক কমে জায়… আমি অনেক বাংলাদেশিকে দেখেছি যারা শুধুমাত্র Keyword research kore ১৫/ঘন্তা…

আপনি ভালো জিনিস বাজারে নিলেন সাথে অন্যরাও একটু খারাপ জিনিস আনল। এখন ক্রেতা তার মত জিনিস কিনবে এতে আসলে দোষ কারর ই না।। না বাজারের না বিক্রেতার না ক্রেতার। তবে অবশ্যই ক্রেতার হউয়ার সুজগ নেই। পচা জিনিস কিনে পরে আবার ভালতাই কিনবে। আর না হলে পচা তাই খাবে।

যাইহোক, ভাই আপনি দু একটা পোস্ট দিয়েন প্লিজ ইমেইল মারকেটিং এর উপরে। তবে অবশ্যই শদুদু বাসিচ না ছাইন টিউন। আপনি ত অনেক প্রশ্ন করেচেন। অইগুলা দেখে কিছু জাঞ্ছি এখন আপানর থেকে জানতে চাই।

ধন্যবাদ

বানানে ভুল হলে ক্ষমা করবেন।

আর mergin করলেই কি ইলান্সের ক্লায়েন্ট্রা খারাপ হয়ে যাবে?
আর আপনার কি মনে হয় তারা এই মুহূর্তে ওডেস্ক এর নাম জানে না?

ওডেস্ক থেকে কম রেটে কাজ করে আত্মবিশ্বাস বারিয়ে সবাই ইলান্সে যায়, তাই পরিনত ফ্রিলান্সার, ভালো ক্লায়েন্ট, ভালো পেমেন্ট।

    @সাইফুল ইসলাম সোহেল: একদম ঠিক কথা ব্রো।

Level 0

ওডেক্স এবং ইল্যান্স একসাথে মার্জড হয়ে যাচ্ছে বলে যারা চিন্তায় আছেন,
দুই কোম্পানীর প্রোফাইলগুলো কিভাবে এক করবেন বলে ভাবছেন কিংবা ওল্যান্স বা ইডেক্স হয়ে যাবে বলে আবোল তাবোল স্ট্যাটাস দিচ্ছেন;
তারা দয়া করে ঐ দুই কোম্পানীর প্রেস রিলিজটা ভালো করে পড়ুন, তারপর চিন্তা করুন।

আসলে ঐ দুই কোম্পানি এখন যেমন আছে, ঠিক তেমনই থাকবে।

ওডেস্ক এবং ইল্যান্স আলাদা আলাদাভাবেই তাদের কার্যক্রম চালাবে।

জাস্ট নতুন একটা কোম্পানী নতুন নামে নিয়ে আসবে তারা…… সেখানে ফ্রিল্যান্সার এবং ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য আরও সুযোগ সৃষ্টির লক্ষে আধুনিক এবং উন্নত প্রযুক্তি আনার ক্ষেত্রে কাজ করা হবে।

শুধু শুধুই বিভ্রান্তি ছড়াবেন না প্লীজ।

    @newboy: আমরা কে বলেছি এই দুই টা কোম্পানি এখনই এক হয়ে যাচ্ছে?
    আতিক ভাই – তার কমেন্টে সাময়িক ভাবে শান্তিতে থাকলেও ভবিষ্যতে কি হয় আল্লাহ-ই জানে।
    আমি- এই উদ্যেগের ভাল – আমার কমেন্টে ভাল কি মন্দ পরেই বোঝা যাবে।
    সাইফুল ভাই – আর এই Merging এর ভালো মন্দ পরেই বোঝা যাবে…

    আমরা সবাই জানি এই দুইটা কার্যক্রম এখনই এক হচ্ছে না। তাহলে বিভ্রান্তি ছড়ালো কে? আমরা শূধূ দুইটা এক হয়ে গেলে কি রকম ক্ষতি হতে পারে সেটা নিয়ে আলোচন করছি।

    তাইলে এপনি বিভ্রান্তি ছড়ানেরা কথা বললেন কেন? আপনি কি মনে করেন আমরা মেইল গুলি পড়িনি? না পড়েই আলোচনা করছি?

      Level 0

      @Al Shahriat Karim: যদি মেইল পরে থাকেন তবে মেইলে যটুটুকু বলা হয়েছে ততটুকুই বুঝার চেস্টা করেন এর চেয়ে বেশি বুঝার ব্যারথ চেস্টা কইরেন না।

        @newboy: বেশী কি বুঝলাম সেটা আগে বুঝান। ভবিষ্যতে আমাদের সমস্যা হবে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আপনি যদি সমস্যা মনে না করেন তাইলে কমেন্ট করার কি দরকার ছিল। এখানে সবাই একমত শূধূ আপনি আপনি আলাদা। তাইলে আপনার ব্যর্থ কমেন্টা করার দরকার কি? আমার সমস্যা আমি আলোচন করেছি। আপনার সমস্যা না হলে, এই পোষ্ট আপনার জন্য না।

বাংলা ভাষায় এ ঘটনার তীব্র নিন্দা জানাই!

My freelancer first work in odesk then i am working freelancer.com & happy with them……………………………

I never like odesk.com

ami amar ager comment er age ekta boro comment korlam, but lekha ase awaiting moderation…………..comment igae link https://www.dropbox.com/s/yx465pflp3719ci/Capture.JPG

Level 0

আস্সালামু আলাইকুম
প্রথমেই সালাম নিবনে আমার।
শুভ সকাল
টিটি’তে রয়েছে হাজার হাজার ফ্রীল্যান্সার এর আসা-যাওয়া।
আমি নিশ্চত যে কম হলেও অনেকেই পারবেন আমার মত ছাত্রদের পাশে দাড়াতে।
অনলাইনে আয় করার সহজ এবং কঠিন দুটোই আপনাদের যানা।
যারা(আমার মত) অনলাইনে আয় করার মাধ্যম শেখার জন্য প্রস্তুত।কিন্তু কোন পৃষ্ঠপোষকতার অভাবে ঝড়ে পড়ে,আপনাদের কাছে আমার মত অসহায় ছাত্রদের পক্ষে একটাই চাওয়া যে,এমন একটা সহজ কাজ/পদ্ধতি আমাদের দিন যাতে আমরা অন্তত ইন্টারনেট বিলটা পেতে পারি।
PLEASE PLEASE PLEASE একটা পোস্ট করুন আমাদের জন্য।।।।।।।