আশা করি সবাই ভালো আছেন। আমাকে যারা চিনেন তারা অনেকেই জানেন আমি শুধু টিউটোরিয়াল নিয়ে হাজির হই। কিন্তু আজকে আমি কোন টিউটোরিয়াল নিয়ে আসি নি। একটি খবর শেয়ার করতে চলে এলাম। কারো জন্য খবরটি আনন্দজনক, কারো জন্য চিন্তার। আজকে একটা ইমেইল পেলাম ওডেস্ক ও ইল্যান্স থেকে। ইমেইলটা নিম্নরূপ:
এছাড়া তাদের ব্লগের মাঝেও খবরটি রয়েছে। প্রথম আলো পত্রিকায় এই নিয়ে একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে। চাইলে নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
আমি মনে করি এটি খুবই খারাপ সিদ্ধান্ত। ওডেস্ক থেকে ইল্যান্স হাজার গুণে ভালো ও উন্নত মানের। কেন?
ওপর দিকে যদি ইল্যান্স এর কথা চিন্তা করি, তবে ইল্যান্স এ এই সব সমস্যা তুলনা মূলক ভাবে অনেক কম। আর তাই যদি ওডেস্ক ও ইল্যান্স এক হয়ে যায় তবে,
তাই আমার মনে হয় দুই ওয়েবসাইটকে এক করা ঠিক হবে না। আর করলেও ইল্যান্স এর নিয়ম গুলো পুরোপুরি মেনে চলা উচিত। আপাতত তারা বলছে, এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে যা অনলাইনে বৃহত্তর মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠতে পারে। যাই হোক, এখানে আমাদের তেমন কিছু করার নেই। তবে ব্যবহারকারীর যে কোন পরামর্শ, পছন্দ বা অপছন্দ সম্পর্কে তাদের জানাতে চাইলে নিম্নোক্ত ইমেইলে যোগাযোগের জন্য বলা হয়েছে:
এতক্ষণ যারা আমার টিউনটি পড়েছেন ও যারা ফ্রীলান্সার আছেন তারা আশা করি বুঝতে পেরেছেন আমি টিউনটি কেন করেছি। তাই আপনার মতামত উপোরুক্ত ইমেইলে পাঠিয়ে ভবিষ্যৎ ওডেস্ক ও ইল্যান্স তৈরিতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন।
আমি Atique। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনার সাথে একমত। গতকাল রাত 3 টায় এই খবর প্রথম আলোয় পাওয়ার পর পরই সমালোচনার ঝড় ওঠে। বস্তুত বর্তমানে বিভিন্ন অনলাইন ভিত্তিক মর্কেট যেমন (SEO) ধংসের মুল কারণ এই ODesk। তাদের বিভিন্ন ঝামেলা আছে। আমি ওডেক্স মার্কেটে কাজ করতাম। প্রথমে ইমেইল মার্কেটিং করতাম $250 এ। তার পর আমার ক্লায়েন্ট আরেক জনের দেখাদেখি বলে $200 ডলারে কাজ করতে। পুরোনো ক্লয়েন্ট বলে কমাতে কমাতে যখন দেখলাম 10 ডলারে এসে দাড়ায়েছে তখনই আমি কাজ টা ছেড়ে দিই। পরে এক মাস পরে তার প্রোফাইলে দেখলাম মাত্র 2 ডলারে মুশফিক নামের এক বাংলাদেশীকে দিয়ে সে কাজ করিয়েছে। ভাবতে পারেন কোথায় 250 ডলার আর কোথায় 2 ডলার
গতকাল রাত তিনটায় আমি পাল্টা জবাবে ইলান্সের ব্লগে এই উদ্যেগে ব্যাপক সমালোচনা করি। আমি এক টা জিনিস পড়ে খূব হতবাক হলাম।আজ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে – (দেবযানীর সঙ্গে রূঢ় আচরণ অবশেষে জন কেরির দুঃখ প্রকাশ)
সেখানের একখান উদ্দৃতি – গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাদেকে (৩৯) সন্তান নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যেসব তথ্য দিয়েছেন, তাতে মিথ্যাচার করেছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, দেবযানী ওই গৃহকর্মীকে যে মজুরি দিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী সর্বনিম্ন মজুরির চেয়ে কম। দেশটিতে সর্বনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা।
যেখানে আমেরিকায় প্রতি ঘন্টায় একজন ঝাড়ুদারের র্সবনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা, সেখানে ওডেক্মে আমাদের মেধাসত্তের দাম .10 সেন্ট পার ঘন্টা বা তার ও কম দিতে দেখা গেছে। আবার রয়েছে নানা ঝক্কি ঝামেলা। ক্লয়েন্টের নানা অত্যাচার। আমার মনে হয় ওডেক্স কাজ করাটা এখন জেল খানায় কাজ করার মত হয়ে গেছে।
তাই ওডেক্সর সাথে হাত মেলানো কে আমি একটা ব্যর্থ উদ্যোগ এবং সময়োপযোগী ব্যর্থ সিন্ধান্ত ঘোষণা করছি।