ইমেইল মার্কেটিংয়ের প্রয়োজনে বাংলাদেশী Email Address এবং SMTP Server প্রয়োজন

এটা আমার প্রথম টিউন। তবে টেকটিউনস নিয়মিতই পড়ি। আউটসোর্সিং এবং ইমেইল মার্কেটিং বিষয়ে এখানে অনেক লেখালেখি হয়। অনেকে বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করে যাচ্ছেন। সবাই শুধু শেখাচ্ছে কিন্তু বাস্তবে কেউ সঠিকভাবে কাজ করতে পারছে কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। পন্ডিতেরা  চোখ কুঁচকাবেন না। কারণ আমি সঠিক কথাই বলছি।

ইমেইল মার্কেটিংয়ের কাজে যে দুটো জিনিষ সবার আগে প্রয়োজন অর্থাং প্রচুর পরিমানে ইমেইল এ্যাড্রেস এবং এই ইমেইলসমূহ ডেলিভারী দেয়ার জন্য SMTP Server.  এগুলো কোথায় এবং কিভাবে পাওয়া যাবে এর কোনও দিক নির্দেশনামূলক পোষ্ট অন্তত আমার নজরে পড়েনি। তাই যারা ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী তারা অনেকেই ধোঁয়াসার মধ্যে রয়েছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী লোক ইমেইল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ অফার করছে। এবং ধোঁয়াসাগ্রস্থ লোকজন সেখানে গিয়ে হাজির হচ্ছে এবং পয়সা নষ্ট করে বোকা বনে যাচ্ছে। এটা খুবই দু:খজনক।

আমি ইমেইল মার্কেটিং নিয়ে কিছু পড়াশোনা করেছি (অবশ্যই বিদেশী ওয়েব সাইট সমূহে) এবং আমার কাছে মনে হয়েছে ইমেইল টেমপ্লেট ডিজাইন করা খুব একটা সমস্যা না এবং টেমপ্লেট ডিজাইনের অনেক রিসোর্স ওয়েব সাইটে পাওয়া যায়। সমস্যা হচ্ছে Email Address এর ডাটাবেজ সংগ্রহ করা এবং ইমেইল সমূহ পাঠানোর জন্য একটি SMTP Server. কারণ নিজস্ব সার্ভার ছাড়া আপনি দিনে ৫০০ টির বেশী মেইল পাঠাতে পারবেন না। তাই আমার পরামর্শ হচ্ছে কেউ যদি ইমেইল মার্কেটিংয়ে কাজ করতে চান সবার আগে এই দুটি জিনিষ নিশ্চত করুন। তারপর কজে নামুন।

অহেতুক কোনও প্রতারকের প্রস্তাবে কোথাও প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন নেই।

শেষ কথা হচ্ছে যদি কেউ বাংলাদেশী ইমে্‌ইল address বিক্রি করতে চান আমাকে জানাতে পারেন। আমি কিনতে আগ্রহী। আমি SMTP Server ভাড়া নেওয়ার জন্যও আগ্রহী। এব্যাপারে কারও কাছে কোনও তথ্য থাকলে দয়া করে জানালে কৃতার্থ হবো। আমার ইমেই এড্রেস হচ্ছে [email protected] or call 01828123466.

Level 0

আমি মোহাম্মদ হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Email address বিক্রি করব, price কেমন ?

ইমেইল মারকেটিং এর যেকোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগঃ
ফোনঃ 01784-102010
ইমেইলঃ [email protected]
ওয়েব সাইটঃ http://www.bytebull.com

Level 2

VPS server কিনুন।

Level 0

আস্সালামু আলাইকুম
প্রথমেই সালাম নিবনে আমার।
শুভ সকাল
টিটি’তে রয়েছে হাজার হাজার ফ্রীল্যান্সার এর আসা-যাওয়া।
আমি নিশ্চত যে কম হলেও অনেকেই পারবেন আমার মত ছাত্রদের পাশে দাড়াতে।
অনলাইনে আয় করার সহজ এবং কঠিন দুটোই আপনাদের যানা।
যারা(আমার মত) অনলাইনে আয় করার মাধ্যম শেখার জন্য প্রস্তুত।কিন্তু কোন পৃষ্ঠপোষকতার অভাবে ঝড়ে পড়ে,আপনাদের কাছে আমার মত অসহায় ছাত্রদের পক্ষে একটাই চাওয়া যে,এমন একটা সহজ কাজ/পদ্ধতি আমাদের দিন যাতে আমরা অন্তত ইন্টারনেট বিলটা পেতে পারি।
PLEASE PLEASE PLEASE একটা পোস্ট করুন আমাদের জন্য।।।।।।।