আর্টিকেল লিখে আয় করার খুব জনপ্রিয় কিন্তু আমাদের জন্য নতুন একটি পদ্ধতি

সকলকে আমার টিউনে স্বাগতম

আশা করি সকলেই ভালো আছেন। যারা আউটসোর্সিং এ নতুন, তাদের বেশীরভাগই আর্টিকেল লেখার কাজ পছন্দ করেন। লেখালেখির কাজের জন্য টেকনিক্যাল দক্ষতা ( যেমন প্রোগ্রামিং ) প্রয়োজন হয় না। তাছাড়া, ইংরেজিতে লেখার মোটামুটি দক্ষতা থাকলেই কাজ করা সম্ভব হয়।

আমরা আর্টিকেল লেখার মাধ্যমে উপার্জন করার অনেক পদ্ধতির কথা জানি। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব নতুন একটি প্ল্যাটফর্ম এর সাথে, যেখানে লেখার মাধ্যমে আপনি আয় করতে পারবেন।

এই সাইটে লেখার মাধ্যমে আয় করার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ন-

  • লেখা অবশ্যই সহজবোধ্য, ইউনিক ও গ্রামাটিকালি মোটামুটি সঠিক ইংরেজীতে হতে হবে।
  • আপনার পোষ্টটি যত ভিউ, লাইক, কমেন্ট ও সোস্যাল শেয়ার পাবে তার জন্য আপনি পেমেন্ট পাবেন।
  • আপনি কাউকে লাইক, কমেন্ট ও সোস্যাল শেয়ার করতে বলবেন না, নিজের সোস্যাল প্রোপারটিতে শেয়ার করতে পারেন।
  • এ্যডমিফাষ্ট বা অনুরুপ সর্ভিসের মাধ্যমে আপনার পোষ্টগুলোতে ভিউ, ফেসবুক লাইক বা শেয়ারে ইত্যাদি দিবেন না।
  • নিজেই অনেকগুলো একাউন্ট করে আপনার পোষ্ট এর ভিউ, লাইক, কমেন্ট ইত্যাদি বাড়ানোর চেষ্টা করবেন না।
  • আইপি হাইড বা প্রক্সি ব্যবহার করে পোষ্টের ভিউ বাড়ানোর চেষ্টা করবেন না।
  • কোনো প্রকার পর্ন কন্টেন্ট বা ছবি পোষ্ট করবেন না।
  • ৫০০ ক্যারেক্টারের কম কোন পোষ্ট লিখবেন না।
  • অসামন্জস্যপূর্ণ কোন ছবি আপনার পোষ্টে ব্যবহার করবেন না।
  • কোন প্রকার রেফারাল বা এ্যফিলিয়েট লিঙ্ক আপনার পোষ্টে দিবেন না।

আপনি যদি ওদের কোন শর্তভঙ্গ না করেন তাহলে আপনার একাউন্টে $২৫ জমা হলেই পেমেন্ট রিকোয়েষ্ট করতে পারবেন। রিকোয়েষ্ট করার ৩ দিনের মধ্যে পেমেন্ট পাঠানো হয়।

সাইটটি অনেক বিখ্যাত ও জনপ্রিয়। ভারত, আমেরিকা, ফিলিপাইনের অনেকে এই সাইটের মাধ্যমে আয় করছে। না দেখে স্ক্যাম, স্ক্যাম বলবেন না। যদিও TT তে স্ক্যামারদের অভাব নেই কিছুদিন ধরেই দেখছি কিছুলোক একটা সফটওয়্যার শেয়ার করছে যেটা জাষ্ট কম্পিউটারে ইনষ্টল দিলেই কম্পিউটারে যত ফুটা ফাটা আছে সেখান দিয়ে সরাসরি সৌরজগতের বাহির থেকে ডলার বের হতে শুরু করবে। ভাগ্যিস TT মডারেটররা ছিলো, তা না হলে ওই টিউনগুলো অনেককেই বিভ্রান্ত করতো, কারন আমরা বিনা কাজে কামাই করতে একটু বেশিই আগ্রহী।

আয় করা এত সস্তা না। সঠিক ভাবে কাজ করুন, করার আগে ভালোভাবে শিখুন। না শিখে কিছুই করা যায় না। শেখার জন্য সময় দিন। নিজেকে আগে উপযুক্ত করে গড়ে তুলুন। আপনার যোগ্যতা থাকলে, কাজই আপনাকে খুঁজে নিবে।

ওয়েব সাইটটিতে জয়েন করতে এখানে ক্লিক করুন।

আর্টিকেল লেখক/লেখিকা ও যাদের আর্টিকেল প্রয়োজন তাদের সকলের জন্য ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেছি। এখানে জয়েন করে আপনার চাহিদা অনুযায়ী আর্টিকেল, গেষ্ট ব্লগ ইত্যাদি পেতে পারেন। আশা করি গ্রুপটি বায়ার-সেলার সকলেরই কাজে লাগবে। গ্রুপ - https://www.facebook.com/groups/WebContentMarketplace/

সকলকে ধন্যবাদ।

Level 0

আমি Avatar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,
আপনি টেকটিউনস নীতিমালার “১.১৮ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা।” ভঙ্গ করেছিলেন।

বর্তমানে আপনার টিউন থেকে রেফারেল সংগ্রহের লিংকটি মুছে দেয়া হয়েছে। অনুগ্রহ করে টেকটিউনস নীতিমালা মেনে মৌলিক টিউন করার চেষ্টা করুন।

ধন্যবাদ,
মেতে উঠুন প্রযুক্তির সুরে

    Level 0

    Sorry. It’s okay now.

Level 0

“কিছুলোক একটা সফটওয়্যার শেয়ার করছে যেটা জাষ্ট কম্পিউটারে ইনষ্টল দিলেই কম্পিউটারে যত ফুটা ফাটা আছে সেখান দিয়ে সরাসরি সৌরজগতের বাহির থেকে ডলার বের হতে শুরু করবে।”
😛

Ritumoni ata kemon kota Kemne bahir hoi

Level New

রিতুমনি বিশ্বাস হয় না তোমার ?

Level 0

@Masum Billah: Vai. Apnar coin apnar kasei rakhen. Don’t promote scam stuffs here. Please. Ebar valo vabe bollam, porer bar hoito eto politely nao bolte pari. TT te joto jaigai ei comment post korsen shob remove koren.

Thanks for keeping the web clean of SPAM!

Level 0

আস্সালামু আলাইকুম
প্রথমেই সালাম নিবনে আমার।
শুভ সকাল
টিটি’তে রয়েছে হাজার হাজার ফ্রীল্যান্সার এর আসা-যাওয়া।
আমি নিশ্চত যে কম হলেও অনেকেই পারবেন আমার মত ছাত্রদের পাশে দাড়াতে।
অনলাইনে আয় করার সহজ এবং কঠিন দুটোই আপনাদের যানা।
যারা(আমার মত) অনলাইনে আয় করার মাধ্যম শেখার জন্য প্রস্তুত।কিন্তু কোন পৃষ্ঠপোষকতার অভাবে ঝড়ে পড়ে,আপনাদের কাছে আমার মত অসহায় ছাত্রদের পক্ষে একটাই চাওয়া যে,এমন একটা সহজ কাজ/পদ্ধতি আমাদের দিন যাতে আমরা অন্তত ইন্টারনেট বিলটা পেতে পারি।
PLEASE PLEASE PLEASE একটা পোস্ট করুন আমাদের জন্য।।।।।।।

    Level 0

    ভাই আপনার কথাটা আমাকে বেশ নাড়া দিয়েছে। আবুল কশেম ভাই, রাসেল আহমেদ ভাই উনাদের মতো অনেকেই চেষ্টা করছেন দেশকে ইন্টারনেটের হাত ধরে স্বনির্ভর করতে। দোয়া করবেন আমিও চেষ্টা করব।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।