মাইক্রোওয়ার্কাস এর টাকা ব্যাংক থেকে উত্তোলন অভিজ্ঞতা

আর্টিকেল এর শুরুতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। আজকে আপনাদের জানাবো পেজা থেকে টাকা উত্তোলনের সবচেয়ে সহজ এক পদ্ধতি। আপনারা নিশ্চয়ই জানেন যে পেজা হল একটি অনলাইন পেমেন্ট পদ্ধতি যার পূর্ব নাম এলার্টপে। ইতিমধ্যেই বাংলাদেশের ব্যাংক এশিয়ার সাথে চুক্তি সম্পাদন করেছে। যার ধারাবাহিকতায় শুরু হয়েছে ব্যাংক ট্রান্সফার। এ মাধ্যমে খুব সল্প সময়ে আপনি তুলে নিতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে থাকা আপনার জমানো ডলার। সামগ্রিকভাবে হিসেব করলে খরচের পরিমানও খুব একটা বেশি না। ওহ পেমেন্ট পদ্ধতি নিয়ে লিখতে বসে একটা হট নিউজ মনে পড়ে গেল। আপনি জানেন কি? জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি লিবার্টি রিজার্ভ আর নেই। হতাশার সাগরে ভাসছে বিশ্ব। যাহোক আমাদের কথায় আসি। পুরো অভিজ্ঞতা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর। ব্রাক ব্যাংক থেকে নিয়মিতই টাকা তুলে সে। জেনে নেই তার বক্তব্য।

প্রথমে payza তে account করতে হবে , তারপর verify এর জন্য  আপনার যে ব্যাংকে account আছে সেই ব্যাংকের স্টেটমেন্ট ও জাতীয় পরিচয় পত্র স্ক্যান করে সেটি আপলোড করতে হবে । মনে রাখতে হবে Bank Account করার সময় যে ঠিকানা  ব্যবহার করেছেন সেই একই ঠিকানা payza account  করার সময় ব্যবহার করবেন। কারণ verify  এর  সময় এটা মিলিয়ে দেখবে Payza কতৃপক্ষ। যদি সব ঠিক থাকে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে verify হয়ে যাবে, আর যদি কোনো প্রকার সমস্যা হয় ইমেইল করে সমস্যার সমাধান করতে পারবেন। ইমেইল করার ঠিকানা সাইটেই দেওয়া আছে । যাহোক verify   হওয়ার পরে আপনি সরাসরি payza থেকে আপনার ব্যাংকে ডলার ট্রান্সফার করতে পারবেন। মাত্র তিন office day তেই আপনার ব্যাংক accont -এ টাকা চলে আসবে আপনার উপার্জিত অর্থ। প্রতি মাসে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত উত্তোলন করা যাবে এবং প্রতি উত্তোলনের জন্য চার্জ হিসেবে কেটে নেয়া হবে মাত্র ২৪০ টাকা।  আজ এ পর্যন্তই, আশা করি আবারো হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে।

ঘরে বসে কম্পিউটার শেখার বাজারের সেরা টিউটোরিয়ালগুলো সংগ্রহ করুন। 

ধন্যবাদ।

Level 0

আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ki heding dia ki tune..

    ভাই এখন আর মাইক্রোওয়ার্কাস অপরিচিত না। আর পেজা থেকে যে অর্থ উত্তোলন করা যায় এটাও অনেকের জানা। তাই যেসকল সাইটে পেজা সাপোর্ট করে সেখান থেকেই ব্যাংকে টাকা উত্তোলন করা যায় সহজে। এটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয়।

Level 2

এরকম ভাবে বলবেন না ।ভুল হলে সুন্দর করে বুজিয়ে বলুন । এই ভয়ে আমি কখন ও টিউন করিনা ।

Level 0

অনেক কষ্টে আমি microworkers এ $10 করেসি কিন্তু withdrow করতে পারতেসিনা । pending হয়ে বসে আসে । কেউ কি সাহায্য করতে পারবেন ?

    আপনি কি পিন ভেরিফাই করছেন না হলে করে নিন। এরপর যেভাবে ভাল মনে করেন উত্তোলন করুন।

Level 0

আল আমিন ভাই, আমার পিজাতে কিছু ডলার আছে, অনেকদিন ধরে পড়ে আছে এনে দিলে উপকৃত হতাম। যদি চান মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ।

মানিবুকারস ব্যবহার করেন। পেজা অপেক্ষা অনেক ভাল এবং সিকিউরড। চার্জও কম। প্রতি withdraw তে মাত্র ১৯০ টাকা। আর প্রতি ৩ মাসে সর্বচ্চ ১১০০০ ডলার (যদি সম্পুরন ভেরিফাইড করান)

ভাই সোনালি, রুপালি বাঙ্কে হবে……………

পেপাল আসতে দিন।ঝামেলার দিন শেষ হবে। 😀

mone hoy na paypal asbe 🙁

Level 0

vai payza te amar name ar address die account khulsilam. But amar ekhono national ID card hoynai. tahole scan na kore kivabe korbo? ba onno kisu scan korbo naki onno kono vabe varify kora jabe?

ভাই ন্যাশনাল আইডি না থাকলে, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ট্রাই করতে পারতেন। কিন্তু আপনার তো মনে হয় তাও নেই। সবশেষ কি বলব আপনার কি ব্যাংক একাউন্ট আছে? কিভাবে খুলেছেন? ইংরেজী ভার্সনের জন্ম নিবন্ধন ট্রাই করতে পারেন।

Level 0

ভাই paypal কার্ড কিভাবে বানানো যাবে বা সংগ্রহ করবো জানবেন কী ?