আর্টিকেল এর শুরুতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। আজকে আপনাদের জানাবো পেজা থেকে টাকা উত্তোলনের সবচেয়ে সহজ এক পদ্ধতি। আপনারা নিশ্চয়ই জানেন যে পেজা হল একটি অনলাইন পেমেন্ট পদ্ধতি যার পূর্ব নাম এলার্টপে। ইতিমধ্যেই বাংলাদেশের ব্যাংক এশিয়ার সাথে চুক্তি সম্পাদন করেছে। যার ধারাবাহিকতায় শুরু হয়েছে ব্যাংক ট্রান্সফার। এ মাধ্যমে খুব সল্প সময়ে আপনি তুলে নিতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে থাকা আপনার জমানো ডলার। সামগ্রিকভাবে হিসেব করলে খরচের পরিমানও খুব একটা বেশি না। ওহ পেমেন্ট পদ্ধতি নিয়ে লিখতে বসে একটা হট নিউজ মনে পড়ে গেল। আপনি জানেন কি? জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি লিবার্টি রিজার্ভ আর নেই। হতাশার সাগরে ভাসছে বিশ্ব। যাহোক আমাদের কথায় আসি। পুরো অভিজ্ঞতা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর। ব্রাক ব্যাংক থেকে নিয়মিতই টাকা তুলে সে। জেনে নেই তার বক্তব্য।
প্রথমে payza তে account করতে হবে , তারপর verify এর জন্য আপনার যে ব্যাংকে account আছে সেই ব্যাংকের স্টেটমেন্ট ও জাতীয় পরিচয় পত্র স্ক্যান করে সেটি আপলোড করতে হবে । মনে রাখতে হবে Bank Account করার সময় যে ঠিকানা ব্যবহার করেছেন সেই একই ঠিকানা payza account করার সময় ব্যবহার করবেন। কারণ verify এর সময় এটা মিলিয়ে দেখবে Payza কতৃপক্ষ। যদি সব ঠিক থাকে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে verify হয়ে যাবে, আর যদি কোনো প্রকার সমস্যা হয় ইমেইল করে সমস্যার সমাধান করতে পারবেন। ইমেইল করার ঠিকানা সাইটেই দেওয়া আছে । যাহোক verify হওয়ার পরে আপনি সরাসরি payza থেকে আপনার ব্যাংকে ডলার ট্রান্সফার করতে পারবেন। মাত্র তিন office day তেই আপনার ব্যাংক accont -এ টাকা চলে আসবে আপনার উপার্জিত অর্থ। প্রতি মাসে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত উত্তোলন করা যাবে এবং প্রতি উত্তোলনের জন্য চার্জ হিসেবে কেটে নেয়া হবে মাত্র ২৪০ টাকা। আজ এ পর্যন্তই, আশা করি আবারো হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে।
ঘরে বসে কম্পিউটার শেখার বাজারের সেরা টিউটোরিয়ালগুলো সংগ্রহ করুন।
ধন্যবাদ।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
ki heding dia ki tune..