ওয়েব ডেভেলপিং শিখুন আউটসোর্সিং করুন

আমরা অনেকেই আউটসোর্সিং এর সাথে জড়িত। অনেকেই আবার এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

কেউ SEO , কেউ graphics design, কেউ programming আবার কেউ web developing করে আউটসোর্সিং করছেন। অনেকে মনে করেন আউটসোর্সিং করতে কত কষ্ট না করতে হয় ! কিন্ত উপরের যে কোন একটি বিষয়ে মুটামুটি দক্ষ হলেই খুব সহজেই আউটসোর্সিং করা যায়।

কেন ওয়েব ডেভেলপিং বেছে নিবেন??

বর্তমানে ওয়েব এর কাজ করে অনেকেই সফলকাম হচ্ছেন খুব সহজেই। আমাদের বাংলাদেশে দিন যতই যাচ্ছে কোম্পানীর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আর এসব কোম্পানীর জন্য ওয়েব সাইট প্রয়োজন। তাই ওয়েবসাইটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ODESK, Freelancer.com এসব ফ্রীল্যান্সিং সাইট গুলো তে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে খুব সহজেই প্রতিষ্টিত করে নিতে পারেন ।তবে এর জন্য আপনাকে সময় দিতে হবে।

আমি নিজে এক সপ্তাহে ৭ টি ওয়েবসাইটের অর্ডার পেয়েছি ।তবে সেটি যে ODESK, Freelancer.com থেকে তা নয়। অনেক পরিচিত -আপরিচিত কোম্পানী এর কাজ ও পেয়েছি।

তাই আমি বলবো ওয়েব ডেভেলপিং কে পেশা হিসেবে নেয়া টা সঠিক বলে মনে করি।

কিভাবে কাজ পাবো?

প্রথমেই আপনাকে ওয়েব এর কাজ গুলো সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। এরপর আপনার নিজের একটি পোর্টফোলিও সাইট বানিয়ে নিতে পারেন যেখান থেকে কোন ক্লায়েন্ট আপনার সম্পর্কে ভালো ধারনা পেতে পারে ।

এরপর ODESK, Freelancer.com এসব ফ্রীল্যান্সিং সাইট গুলো তে কাজের জন্য বিড করতে পারেন অথবা social networking /email marketing এর মাধ্যমে ও ভালো ফল পেতে পারেন।

কিভাবে শুরু করবেন?

আজকাল অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার বেসিক টা কে ঝালিয়ে নিতে পারেন। এরপর এডভান্স লেভেল এর কাজের জন্য কোন ভালো প্রতিষ্টান অথবা ব্যক্তিগতভাবে কার কাছে শিখতে পারেন

ভালো থাকবেন। আপনাদের প্রয়োজনে আমাকে সব সময় পাবেন।

আগামী তে

facebook id - facebook.com/simantoromel.bd

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wait korun webcoachbd deya hobe

Level 2

http://www.w3schools.com এ offline এ ব্রাউজ করে CSS শিখে Try-It-Yourself! এ ক্লিক করে নিজের শিখা CSS, HTML, PHP কোড লিখে রান করানোর জন্য কোডের ঘরে কোড বসিয়ে Edit and Click Me বাটনে ক্লিক করলে Your Result এর ঘরে ফলাফল আসেনা, File Not Found লেখা আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, Offline এ http://www.w3schools.com এর CSS, HTML, PHP কোড টেস্ট করে ফলাফল দেখার মত কোন উপায় আছে কিনা কারো জানা থাকলে দয়া করে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইল করে জানালে ভীষণ উপকৃত হব।

Level 0

Thanks bro
akta sundor post er jonno. outsorcing er bepar e aro janar jonno FB te akta request pathalam plx accept korben REX MF and RANA KHAN name er 2ta id theke.

Level 0

ami jante chacche WEB digine er kaj ta sekhe ami Freelancer er ke ke kaj korte sokkhom hobo. ba ke vabe ami kaj korte parbo. e bapar e bolle onek onek upokrito hotam plz bro help me

Level 0

আস্সালামু আলাইকুম
প্রথমেই সালাম নিবনে আমার।
শুভ সকাল
টিটি’তে রয়েছে হাজার হাজার ফ্রীল্যান্সার এর আসা-যাওয়া।
আমি নিশ্চত যে কম হলেও অনেকেই পারবেন আমার মত ছাত্রদের পাশে দাড়াতে।
অনলাইনে আয় করার সহজ এবং কঠিন দুটোই আপনাদের যানা।
যারা(আমার মত) অনলাইনে আয় করার মাধ্যম শেখার জন্য প্রস্তুত।কিন্তু কোন পৃষ্ঠপোষকতার অভাবে ঝড়ে পড়ে,আপনাদের কাছে আমার মত অসহায় ছাত্রদের পক্ষে একটাই চাওয়া যে,এমন একটা সহজ কাজ/পদ্ধতি আমাদের দিন যাতে আমরা অন্তত ইন্টারনেট বিলটা পেতে পারি।
PLEASE PLEASE PLEASE একটা পোস্ট করুন আমাদের জন্য।।।।।।।

চমৎকার পরামর্শ, উপকারে আসতে পারে । –ধন্যবাদ