আমরা অনেকেই আউটসোর্সিং এর সাথে জড়িত। অনেকেই আবার এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
কেউ SEO , কেউ graphics design, কেউ programming আবার কেউ web developing করে আউটসোর্সিং করছেন। অনেকে মনে করেন আউটসোর্সিং করতে কত কষ্ট না করতে হয় ! কিন্ত উপরের যে কোন একটি বিষয়ে মুটামুটি দক্ষ হলেই খুব সহজেই আউটসোর্সিং করা যায়।
কেন ওয়েব ডেভেলপিং বেছে নিবেন??
বর্তমানে ওয়েব এর কাজ করে অনেকেই সফলকাম হচ্ছেন খুব সহজেই। আমাদের বাংলাদেশে দিন যতই যাচ্ছে কোম্পানীর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আর এসব কোম্পানীর জন্য ওয়েব সাইট প্রয়োজন। তাই ওয়েবসাইটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ODESK, Freelancer.com এসব ফ্রীল্যান্সিং সাইট গুলো তে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে খুব সহজেই প্রতিষ্টিত করে নিতে পারেন ।তবে এর জন্য আপনাকে সময় দিতে হবে।
আমি নিজে এক সপ্তাহে ৭ টি ওয়েবসাইটের অর্ডার পেয়েছি ।তবে সেটি যে ODESK, Freelancer.com থেকে তা নয়। অনেক পরিচিত -আপরিচিত কোম্পানী এর কাজ ও পেয়েছি।
তাই আমি বলবো ওয়েব ডেভেলপিং কে পেশা হিসেবে নেয়া টা সঠিক বলে মনে করি।
কিভাবে কাজ পাবো?
প্রথমেই আপনাকে ওয়েব এর কাজ গুলো সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। এরপর আপনার নিজের একটি পোর্টফোলিও সাইট বানিয়ে নিতে পারেন যেখান থেকে কোন ক্লায়েন্ট আপনার সম্পর্কে ভালো ধারনা পেতে পারে ।
এরপর ODESK, Freelancer.com এসব ফ্রীল্যান্সিং সাইট গুলো তে কাজের জন্য বিড করতে পারেন অথবা social networking /email marketing এর মাধ্যমে ও ভালো ফল পেতে পারেন।
কিভাবে শুরু করবেন?
আজকাল অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার বেসিক টা কে ঝালিয়ে নিতে পারেন। এরপর এডভান্স লেভেল এর কাজের জন্য কোন ভালো প্রতিষ্টান অথবা ব্যক্তিগতভাবে কার কাছে শিখতে পারেন
ভালো থাকবেন। আপনাদের প্রয়োজনে আমাকে সব সময় পাবেন।
আগামী তে
facebook id - facebook.com/simantoromel.bd
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
w3schools- offline – update on 17 May 13, 10 MB https://www.dropbox.com/s/3u8ycnlmbywu22c/w3schools.7z