Samsung নাকি তাদের নতুন Budget Smartphone, Galaxy A06 5G নিয়ে Market কাঁপাতে আসছে। এখন শুনছি, দাম নাকি এতটাই কম হবে যে, এটা রীতিমতো 'গরিবের Flagship' হয়ে উঠবে! 🤩 শুধু তাই নয়, Samsung কথা দিয়েছে এই ফোনে নাকি ৪ বছরের OS Update দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া যাবে! 🤯 তার মানে, কম দামে লেটেস্ট সব Feature! এই সুযোগ হাতছাড়া করা একদমই উচিত না। চলুন, এই ফোনটা নিয়ে যা যা Information পাওয়া গেছে, সব খুঁটিয়ে দেখে নেই।
আমরা সবাই জানি, Samsung তাদের ফোনগুলোর দাম একটু Premium রাখে। কিন্তু Galaxy A06 5G নাকি Price-এর দিক থেকে সবাইকে Surprise দেবে। নামকরা Tipster Abhishek Yadav সম্প্রতি X -এ এই ফোনের Official Poster Leak করেছেন। সেই Post অনুযায়ী, Samsung Galaxy A06 5G-এর Initial Price শুরু হতে পারে মাত্র 10499 ইন্ডিয়ার রুপি থেকে! 🥳
তবে এখানে একটা ছোট্ট Twist আছে। এই Price-এর মধ্যে Bank এবং Card Offer যোগ করা আছে। তার মানে যাদের নির্দিষ্ট কিছু Bank-এর Card আছে, তাঁরাই সম্ভবত এই দামে ফোনটি কিনতে পারবেন। কিন্তু, Launch Offer-এ সবার জন্যই কিছু না কিছু Discount তো থাকে।
এবার একটু Compare করা যাক, Samsung Galaxy A06 (4G Variant)-এর Base Model (যেটাতে 4GB RAM আর 64GB Storage আছে) তার দাম এখন Market-এ প্রায় 9999 ইন্ডিয়ার রুপি। তার মানে দেখলে বোঝা যায়, 5G Version-এর দাম তেমন একটা বাড়ছে না। Samsung-এর মূল লক্ষ্য হলো, কম Price-এর মধ্যে সবার হাতে 5G Technology পৌঁছে দেওয়া। 💪
শুধু Price-ই নয়, এই Poster-এ আরও অনেক Important Information পাওয়া গেছে। যেমন:
Samsung Galaxy A06 5G তে ৪ বছরের OS Update পাওয়া যাবে। সাধারণত Budget Phone-গুলোতে এত Long Term Support পাওয়া যায় না। Samsung এখানে একটা Masterstroke দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে একটা ফোন Use করতে চান, তাদের জন্য এটা Best Feature হতে পারে। 👍
যাদের ফোনের Screen খুব ভাঙে, তাদের জন্য Samsung Care+ Service তো আছেই! Screen ভেঙে গেলে বা অন্য কোনো Hardware Related Problem হলে, Service Center-এ লাইন দেওয়ার দিন শেষ। 😌 মাত্র 129 ইন্ডিয়ার রুপি এর বিনিময়ে এক বছরের Screen Replacement Service পাওয়া যাবে। যদিও এই Service-টির Original Price 699 ইন্ডিয়ার রুপি কিন্তু Samsung Care+ এর সাথে Offer-এ অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
যাদের একবারে এত টাকা খরচ করতে Problem হয়, তাদের জন্য Samsung নিয়ে এসেছে Easy EMI-এর সুবিধা। কিছু Select Bank এবং Card ব্যবহার করে গ্রাহকরা ৮ মাস পর্যন্ত No Cost EMI-তে ফোনটি কিনতে পারবেন। ফলে, মাসের Budget নিয়ে আর Tension করতে হবে না। 😇
Samsung Galaxy A06 5G ফোনটি হতে চলেছে Samsung-এর Galaxy A Series-এর Entry Level Smartphone। Samsung Company Officially এখনো কোনো Specification জানায়নি। কিন্তু Internet-এ বিভিন্ন Tech Website এবং Famous Certification Platform-গুলোতে এই ফোনটি নিয়ে অনেক Rumor শোনা যাচ্ছে। চলুন, আমরাও সেই Rumorগুলো একবার দেখে আসি:
এই ফোনে থাকতে পারে 90Hz Refresh Rate এর সাথে 6.7-inch HD+ LCD Display। Display-টা বেশ বড় হওয়ার কারণে Movie দেখা বা Game খেলার Experience হবে অসাধারণ। আর 90Hz Refresh Rate থাকলে Screen হবে অনেক Smooth এবং Fast। যারা Social Media Use করেন, তাদের Scrolling-এর Experience-ও ভালো হবে। 🤩
Galaxy A06 5G ফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 6300 SoC। Geekbench নামের একটি Website-এ এই ফোনের Listing দেখা গেছে, যেখানে Processor সম্পর্কে Information দেওয়া ছিল। MediaTek Dimensity 6300 SoC একটি Budget Friendly Processor, যা Daily Task যেমন: Facebook, YouTube Use করা, Normal Game খেলা, Website Browsing করার জন্য যথেষ্ট Powerful। 🚀
ফোনটিতে 4GB RAM থাকতে পারে। তবে বিভিন্ন Website-এ Rumor শোনা যাচ্ছে, ফোনটি Different Storage Option-এ পাওয়া যেতে পারে। যেমন: 64GB, 128GB। যাদের বেশি App Use করার প্রয়োজন পরে, তারা Higher Storage Option Select করতে পারবেন। 💾
ফোনটি Latest Android 15 ভিত্তিক One UI 7 দিয়ে Launch হতে পারে। Samsung-এর One UI Interface দেখতে যেমন সুন্দর, তেমনই Use করাও খুব Easy। Plus, অনেক Useful Feature-ও রয়েছে। ⚙️
Internet-এ আরও শোনা যাচ্ছে যে, Samsung Galaxy A06 5G ফোনটির Design এবং Feature-গুলো অনেকটা Samsung Galaxy F06 5G ফোনের মতোই হবে। Samsung Galaxy F06 5G ফোনটি সম্প্রতি Market-এ Launch হয়েছে, এবং সেটি Currently শুধুমাত্র Flipkart-এই পাওয়া যাচ্ছে।
তবে একটা Disappointing News হলো, অন্যান্য ফোনের মতো Samsung Galaxy A06 5G ফোনের সাথে Company কোনো Charger দেবে না। 😔 আপনাকে আলাদা করে Charger কিনে নিতে হবে। এটা Environment Save করার জন্য Company-র একটা Step হতে পারে, কিন্তু Customer হিসেবে আমাদের একটু Problem তো হবেই।
Samsung Galaxy A06 5G নিয়ে এই ছিল Latest News। ফোনটি Launch হওয়ার পরে কেমন Perform করে, সেটাই এখন দেখার বিষয়।
আপনার কী মনে হয়, এই ফোনটি Market-এ কেমন Impact ফেলবে? টিউমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর Technology Related Latest টিউন পেতে টেকটিউনসের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, ধন্যবাদ! 😊
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 611 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।