বিনোদনের মাধ্যম হিসাবে মুভি আমাদের মনের খোরাক কিছুটা হলেও পুরন করে। ছুটির দিনে কিংবা অবসর সময়ে আমরা থ্রিলার, ক্রাইম, হরর, একশন, সায়েন্স ফিকশন সহ বিভিন্ন জনরার মুভি দেখে থাকি। দর্শকদের রেটিং, দুর্দান্ত চিত্রনাট্য আর অসাধারন গল্পের উপর নির্ভর করে জনপ্রিয় সর্বকালের সেরা কিছু সায়েন্স ফিকশন মুভি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
১.INCEPTION
IMDB লিস্টে থাকা সর্বকালের সেরা সায়েন্স ফিকশন মুভিটি হলো ইন্সেপশন। দুর্দান্ত এই সায়েন্সফিকশন মুভিটি ২.৬ মিলিয়ন দর্শকের ভোটে IMDB রেটিং হলো ৮.৭ এবং মেটাস্কোর ৭৪। ক্রিস্টোফার নোলান পরিচালিত এই মুভিতে অভিনয় করেছে লিওনার্দো ডিক্যাপ্রিও, জোসেফ গর্ডন-লেভিট, এলিয়ট পেজ সহ অনেকেই। ৪ টি অস্কার সহ অনেক পুরস্কার পেয়েছে এই অসাধারণ সায়েন্স ফিকশন মুভিটি। ডম কোব (লিওনার্দো ডিক্যাপ্রিও) একজন চোর যে মানুষের স্বপ্ন থেকে গোপনীয় আইডিয়া চুরি করতে পারে। কোব তার সহোযোগী আর্থার এবং ড্রিম আর্কিটেক্ট ন্যাশ এই তিনজন Cobol Engeneering এর আদেশক্রমে সাইতোর যে কিনা একজন জাপানিজ ব্যবসায়ী মাইন্ড থেকে কিছু ইনফরমেশন ও আইডিয়া চুরি করতে আসে। সাইতো তাদের তিনজনকেই ধরে ফেলে। এদের মধ্যে ন্যাশ কে তাৎক্ষণিকভাবে মেরে ফেলে আর কোব ও আর্থার কে এক রকম প্রস্তাব দেয়। প্রস্তাবটা ছিল অনেকটা এরকম যে সাইতোর বিজনেস রাইভাল Maurice Fisher এর একমাত্র ছেলে Robert Fisher এর মধ্যে এমনভাবে স্বপ্নের মধ্যে আইডিয়া প্রবেশ করাতে হবে যেন সে তাদের ফ্যামিলি বিজনেস টেক-ওভার না করে অর্থাৎ সাইতোর সমকক্ষ কেউ যাতে না থাকে।
২.INTERSTELLAR
২০১৪ সালে মুক্তি পাওয়া এই মুভিটি পরিচালনা করেছে ক্রিস্টোফার নোলান আর অভিনেয়ে ছিলেন ম্যাথু ম্যাকনাহে, অ্যান হ্যাথাওয়ে, জেসিকা চ্যাস্টেইন, ম্যাকেনজি ফয়, জন লিথগউ, মাইকেল কেইন প্রমুখ। ২.২ মিলিয়ন দর্শকের ভোটে IMDB রেটিং৮.৭। ইন্টারস্টেলার হল একজন প্রাক্তন NASA পাইলটকে নিয়ে একটি সায়েন্স ফিকশন মুভি। ২০৬৭ সালে পরিবেশ-হত্যার কারণে মানবসভ্যতা বিলুপ্তির মুখোমুখি, তাই বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণের মতো বৈজ্ঞানিক কর্মকাণ্ড ও গবেষণা করছে। একটি নতুন আবিষ্কৃত ওয়ার্মহোলের মাধ্যমে একটি মহাকাশযান পরিচালনার জন্য একজন পাইলট নিয়োগ করা হয়। একটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহের সন্ধান করার জন্য, যখন মানবতা একটি মৃত পৃথিবীতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে।
৩.THE MATRIX
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান-অস্ট্রেলিয়ান সায়েন্স ফিকশন নির্ভর মারকুটে মুভি। যার লেখক ও পরিচালক ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, এবং এতে অভিনয় করেছেন কিয়ানু রিভস, লওরেন্স ফিশবার্ন, ক্যারি-অ্যান মস, জো পান্তলিয়ানো, ও হুগো ওয়েভিং। অসাধারণ এই মুভিতে একটি ভবিষ্যতকে দেখানো হয়েছে যেখানে মানুষ যে বাস্তবতাকে ধারণ করে সেটি আসলে একটি নকল বাস্তবতা যার নাম ম্যাট্রিক্স, যেটি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্ররা। মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং মানুষের শরীরের তাপীয় এবং বৈদ্যুতিক ক্রিয়াকে তাদের শক্তির উৎস হিসেবে ব্যবহার করার জন্য। নিও নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এই সত্যটি জানতে পারে এবং যন্ত্রগুলোর বিরুদ্ধে বিদ্রোহে জড়িয়ে পড়ে। এতে আরও অনেক মানুষ জড়িয়ে পড়ে যাদের ম্যাট্রিক্স নামক "স্বপ্ন জগত" থেকে মুক্ত করা হয়। ২.১মিলিয়ন দর্শকের ভোটে IMDB রেটিং৮.৭। ৪টি অস্কার পুরুস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছে দুর্দান্ত এই সায়েন্সফিকশন মুভিটি।
৪.STAR WARS (V)The Empire Strikes Back
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত এপিক মহাকাশ যাত্রার ওপর নির্মিত একটি আমেরিকান সায়েন্স ফিকশন মুভি। লুক স্কাইওয়াকার (মার্ক হ্যামিল), হ্যান সোলো (হ্যারিসন ফোর্ড), প্রিন্সেস লেইয়া (ক্যারি ফিশার) এবং চেউবাকা (পিটার মেহেউ) বরফ গ্রহ হথের ইম্পেরিয়াল বাহিনী এবং এর AT-AT ওয়াকারদের আক্রমণের মুখোমুখি হন। হান এবং লিয়া মিলেনিয়াম ফ্যালকনে পালিয়ে যাওয়ার সময়, লুক ইয়োদার সন্ধানে দাগোবাতে যান। শুধুমাত্র জেডি মাস্টারের সাহায্যে লুক বেঁচে থাকে যখন ফোর্সের অন্ধকার দিক তাকে ডার্থ ভাডারের (ডেভিড প্রুস) সাথে চূড়ান্ত দ্বন্দ্বে ইশারা জড়িয়ে যায়। ১.৪মিলিয়ন দর্শকের ভোটে IMDB রেটিং৮.৭। ১টি অস্কার পুরুস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছে দুর্দান্ত এই সায়েন্সফিকশন মুভিটি।
৫.STAR WAR (IV) A New Hope
ইম্পেরিয়াল বাহিনী - নিষ্ঠুর ডার্থ ভাডারের (ডেভিড প্রুস) আদেশে - গ্যালাকটিক সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ দমন করার জন্য প্রিন্সেস লিয়াকে (ক্যারি ফিশার) জিম্মি করে। সহস্রাব্দ ফ্যালকনের অধিনায়ক লুক স্কাইওয়াকার (মার্ক হ্যামিল) এবং হ্যান সোলো (হ্যারিসন ফোর্ড), সুন্দরী রাজকন্যাকে উদ্ধার করতে সহচর ড্রয়েড জুটি R2-D2 (কেনি বেকার) এবং C-3PO (অ্যান্টনি ড্যানিয়েলস) এর সাথে একসাথে কাজ করে, সাহায্য করে বিদ্রোহী জোট, এবং গ্যালাক্সিতে স্বাধীনতা ও ন্যায়বিচার পুনরুদ্ধার করে। ১.৫মিলিয়ন দর্শকের ভোটে IMDB রেটিং৮.৬। ৬টি অস্কার পুরুস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পেয়েছে দুর্দান্ত এই সায়েন্সফিকশন মুভিটি।
তাই সময় নস্ট না করে দুর্দান্ত গ্রাফিক্স আর অসাধারন গল্পের মুভি গুলো প্রিয়জন কে সাথে নিয়ে আজই উপভোগ করতে পারেন।
আমি শেখ লাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা সবাই কে জানাতে চাই