২০২৫ সালে “চ্যাটবট অ্যাফিলিয়েট মার্কেটিং” করে আয় করার সেরা পদ্ধতি

সারা বিশ্বে বাড়ছে  অ্যাফিলিয়েট মার্কেটিং এর বাজার, এটি মূলত ডিজিটাল মার্কেটিংয়ের একটি জনপ্রিয় সেক্টর, ২০২৫ সালে এই ক্ষেত্রটি আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে, তবে পাল্লাদিয়ে বৃদ্ধি পাবে প্রতিযোগিতাও।  সাম্প্রতিক সময়ে “চ্যাটবট অ্যাফিলিয়েট মার্কেটিং” যা অ্যাফিলিয়েট মার্কেটিং এরই একটি নতুন ক্ষেত্রে;  অল্প সময়ে একটি ভালো রেভেনিউ নিয়ে এনে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক অ্যাফিলিয়েট মার্কেটিং কি? ২০২৫ সালে এই পদ্ধতিতে কতটুকু আয় করা সম্ভব এবং BotSailor অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর আদ্যোপান্ত।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি তৃতীয় পক্ষ হিসেবে কোনো কোম্পানি বা ওয়েবসাইটের পণ্য বা সেবা প্রচার ও বিক্রয়ের মাধ্যমে কমিশন আয় করেন। এতে নিজস্ব পণ্য বা পরিসেবা থাকার কোন প্রয়োজন পড়েনা। ফলে অগ্রিম ইনভেস্টমেন্ট ছাড়াই অতিসহজে আয় করা যায়।

২০২৫ সালে সফল অ্যাফিলিয়েট মার্কেটিং

২০২৫ সালে অন্যান্য সকল অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর তুলনাই “চ্যাটবট অ্যাফিলিয়েট মার্কেটিং” নিয়ে কাজ করার থেকে ভাল কোন পথ আর হয় না, কারণ দিন দিন বড় বাবস্যা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ক্ষেত্রে ক্রেতাদের ভালো পরিষেবা প্রদানে অটোমেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এখানেই কাজে আসে চ্যাটবট, এটি অনেক সহজে ক্রেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে, দ্রুত যেকোনো প্রশ্নের উত্তর দিতে ও ২৪/৭ অনলাইন থাকতে পারে। বাংলাদেশেও চ্যাটবট ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, যা কেবল শুরু মাত্র।

২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী চ্যাটবট অটোমেশন টেকনোলজির বাজার মূল্য ১৯.৫৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা পূর্বের বছরগুলোর  তুলনায় ২৩.৩% বেশি। চ্যাটবট প্ল্যাটফর্মগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম কাজে লাগিয়ে এই খাত থেকে উল্লেখযোগ্য রেভেনিউ আয় সম্ভব। এখানেই কথা আসে BotSailor অ্যাফিলিয়েট প্রোগ্রামের।

 

BotSailor অ্যাফিলিয়েট প্রোগ্রাম

BotSailor একটি চ্যাটবট প্ল্যাটফর্ম, যা WhatsApp, Telegram, Facebook Messenger, এবং Instagram-এর জন্য নো-কোড চ্যাটবট তৈরিসহ Shopify এবং Woocommerce অটোমেশন সুবিধা প্রদান করে। BotSailor-এর অ্যাফিলিয়েটে আপনার মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি সাবস্ক্রিপশন প্যাকেজ এর জন্য ২৫% রিকারিং কমিশন হিসেবে দিয়ে থাকে, অর্থাৎ একটি ইউজার যতদিন BotSailor এর সাবস্ক্রিপশন নবায়ন করবে, সেটির ২৫% হিসেবে আপনি পেতে থাকবেন। এবং অ্যাফিলিয়েট আকাউন্ট ব্যালেন্স ৫০$ হলে কমিশন উত্তোলন করতে পারবেন।

কীভাবে BotSailor-এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আয় শুরু করবেন?

শুরুতে আপনাকে যেতে হবে  BotSailor অ্যাফিলিয়েট প্রোগ্রাম পেইজে, সেখানে বিস্তারিত উল্লেখ আছে যে কিভাবে তাদের BotSailor অ্যাফিলিয়েট শুরু করতে হবে।

উক্ত পেইজে Apply Now বাটন এ ক্লিক করে সরাসরি অ্যাফিলিয়েট হিসেবে আবেদন করা যাবে। যদি আপনার BotSailor Account না থেকেথাকে তাহলে আপনাকে সাইন ইন পেইজ থেকে নতুন একাউন্ট খুলে নিতে হবে এবং ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। একাউন্টের ডানে থাকা একাউন্ট আইকনে ক্লিক করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অপশন্‌স থেকে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে -

 

অ্যাফিলিয়েট হিসেবে আবেদনের জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং আপনার ওয়েবসাইট এর লিঙ্ক দিতে হবে। তারপরের ধাপে How You Will Promote বক্সে উল্লেখ করতে হবে যে আপনি একজন মার্কেটার হিসেবে কিভাবে BotSailor এর প্রোমোশন করবেন। অ্যাফিলিয়েট রিকুয়েস্ট সাবমিট করার কিছু সময়ের মধ্যেই আপনি আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, ওয়েবসাইটের জন্যে অ্যাড ব্যানার পেয়ে যাবেন যেগুলো আপনাকে ব্যবহার করতে হবে।

মূলত অ্যাফিলিয়েট লিঙ্ক টি  আপনাকে ব্যবহার করতে হবে যেটি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের সেটিংস অপশন থেকে পাওয়া যাবে।

 

BotSailor অ্যাফিলিয়েট থেকে কমিশন উত্তোলন

অ্যাফিলিয়েট আকাউন্টের ব্যালেন্স ৫০$ হলে কমিশন উত্তোলন করা যাবে। তার জন্যে BotSailor অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের Withdrawal Methods এ গিয়ে পাশে থাকা Create বাটন থেকে  বিকাশ অথবা পেপাল অ্যাড করে নিতে হবে এবং Withdrawal Requests থেকে অ্যাডকৃত বিকাশ বা পেপাল টি সিলেক্ট করে রিকোয়েস্ট টি সাবমিট করতে হবে।  ১-২ কার্যদিবস এর মাঝেই সাধারণত পেমেন্ট টি আপনার নির্ধারিত বিকাশ অথবা পেপাল একাউন্ট এ চলে যাবে।

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এ দ্রুত ও অল্প সময়ে আয় করা যায়?

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে দ্রুত ও অল্প সময়ে আয় বাড়ানোর জন্য নিম্নলিখিত কৌশলগুলো অনুসরণ করা যেতে পারে:

  • মাল্টি চ্যানেল মার্কেটিং পদ্ধতি ব্যবহার করুন: সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং, ব্লগিং এবং ভিডিও কনটেন্টের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এর মাধ্যমে সেল জেনারেট করুন, তাদের টার্গেট করুন যারা মার্কেটিং এজেন্সি, ই-কমার্স ব্যবসা, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
  • সোশ্যাল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলুন: নতুন ট্রেন্ডের সম্পর্কে আপডেট থাকুন এবং সেই অনুযায়ী আপনার মার্কেটিং কৌশল সমন্বয় করুন, যাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।
  • চাহিদা তৈরিঃ  কোন পণ্য বা পরিষেবার চাহিদা তৈরি করতে পারলে সেটির বিক্রি  বাড়বে তেমন আপনি কমিশনও বেশি পাবেন। তাই ডিজিটাল চ্যানেলগুলোর মাধ্যমে চাহিদা বাড়াতে হবে।
  • কনটেন্ট মার্কেটিংয়ে গুরুত্ব দিন: তথ্যবহুল ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে সম্ভাব্য গ্রাহকদের আস্থা অর্জন করুন। শর্ট ভিডিও কন্টেন্ট বর্তমানে অনেক জনপ্রিয় তাই ইউটিউব শর্ট, বা ফেসবুক রিলস এর মতো ভিডিও কনটেন্ট পাবলিশ করুন।

সর্বোপরি “চ্যাটবট অ্যাফিলিয়েট মার্কেটিং” ২০২৫ পরবর্তী বছরগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হয়ে উঠবে। BotSailor -এর মতো চ্যাটবট তৈরির প্ল্যাটফর্মগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম নতুন এবং অভিজ্ঞ উভয় মার্কেটারদের জন্য আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে। সহজে অ্যাফিলিয়েট হিসেবে  আবেদন করার প্রক্রিয়া, অন্যান্য অ্যাফিলিয়েট প্রোগ্রামের থেকে তুলনামূলক বেশি কমিশন, এবং বিকাশ পেমেন্ট সিস্টেম থাকাই BotSailor-এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম নতুন অ্যাফিলিয়েট মার্কেটারদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে।

চ্যাটবট প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা এবং এর সম্ভাব্য বাজারমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায়, এখনই BotSailor-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার উপযুক্ত সময় বলে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটারদের ধারনা। সঠিক পরিকল্পনা ও মার্কেটিং পদ্ধতি অনুসরণ করলে ক্রমবর্ধমান এই সেক্টরে অনেক দ্রুত বেশ ভালো পরিমাণ রেভিনিউ আয় করা সম্ভব।

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস