সহজ পরমাণুর গঠন

পরমাণুর গঠন পর্যালোচনা করলে দেখা যায়, পরমাণু তিনটি মৌলিক কণিকা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন দ্বারা গঠিত।
এদের মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণিকা, ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণিকা আর নিউট্রন হলো আধান নিরপেক্ষ কণিকা।
এদের মধ্যে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে।
নিউকিয়াসের ধণাত্মক আধান আর ইলেকট্রনের ঋণাত্মক আধানের সমতার কারণে একটি পরমাণু আধান নিরপেক্ষ থাকে।
কিন্তু কারো কারো পরমাণুর ভেতর মৌলিক কণিকাগুলোর
অবস্থান মনে রাখাটা একটু জটিল মনে হয়।
সেজন্য একটা শর্ট টেকনিক আয়ত্ত করলেই আর ভুল হবে না।
আমরা সবাই কলম বা পেন ব্যবহার করি। সেই পেন শব্দ দিয়েই খুব সহজে মনে রাখা যায়।
P=Proton, E=Electron, N=Neutron এর মধ্যে প্রোটন আর নিউট্রনের মাঝে চাপে পড়ে ইলেকট্রন বেচারা কেন্দ্রে জায়গা না পেয়ে কক্ষপথে ঘুরে আর প্রোটন ও নিউট্রন কেন্দ্র দখল করে বসে থাকে।
আশাকরি আমার নিজের এই ইউনিক আইডিয়াটা অনেকের কাজে লাগবে।

Level 0

আমি নন্দ কিশোর দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস