সিপিইউ কি
সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি প্রসেসর বা মাইক্রোপ্রসেসর হিসেবেও পরিচিত। একে কম্পিউটারের ব্রেইন বলা হয়। সিপিইউ হলো একটি কম্পিউটারের প্রাথমিক উপাদান যা তার কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করে থাকে।
একটি ইনপুট ডাটাকে আউটপুট ডাটাতে রুপান্তর করতে সিপিইউ অ্যারিথমেটিক, লজিক, এবং অন্যান্য অপারেশনাল কাজ করে থাকে। সিপিইউতে কমপক্ষে একটি কোর থাকতে হবে, তবে এর বাইরে একাধিক কোরও থাকে। বর্তমানে প্রসেসরগুলি একাধিক কোর এর হয়ে থাকে।
একটি সিপিইউ এর উপাদানসমূহ
একটি সিপিইউ এমন এক ধরনের সার্কিট যা অনেকগুলি উপাদান নিয়ে গঠিত হয়ে ডাটা প্রসেস করে এবং নির্দেশনা চালায়। এটিতে প্রধানত তিনটি উপাদান রয়েছে যেমন মেমরি, কন্ট্রোল ইউনিট এবং এএলইউ (অ্যারিথমেটিক লজিক ইউনিট)
মেমরি ইউনিট
এই ইউনিট সাধারণত ইনস্ট্রাকশন, ডাটা এবং মধ্যবর্তী ফলাফল সংরক্ষণ করে থাকে। প্রয়োজনের সময় এই ইউনিট অন্যান্য ইউনিটে ফলাফল সাপ্লাই করে থাকে। এটাকে ইন্টারনাল স্টোরেজ ইউনিট বা মেইন মেমরি বা প্রাইমারি মেমরি হিসেবেও উল্লেখ করা হয়, যেমন র্যাম।
প্রাথমিক এবং সেকেন্ডারি মেমরি কম্পিউটারের জন্য দুই ধরনের মেমরি। মেমরি ইউনিটের কাজগুলি হলো:
কন্ট্রোল ইউনিট
সিপিইউ এর এই অংশটি কম্পিউটারের সমস্ত অপারেশনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কিন্তু প্রকৃতপক্ষে নিজে কার্যকলাপ পরিচালনা করেনা। এটি সাধারণত অ্যারিথমেটিক অংশ লজিক অংশ কি কাজ করবে তার নির্দেশন প্রদান করে। কন্ট্রোল ইউনিটের কিছু বৈশিষ্ট নিচে উল্লেখ করা হলো:
এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট
এই ইউনিটকে আবার দুটি ভাগে ভাগ করা যায় যথা: অ্যারিথমেটিক সেকশন এবং লজিক সেকশন।
অ্যারিথমেটিক সেকশন
এএলইউ এর এই অংশটি সাধারণত গাণিতিক কাজ করে থাকে যেমন যোগ, বিয়োগ, গুন এবং ভাগ। সকল ধরনের কমপ্লেক্স অপারেশন এবং এর সঠিক ব্যবহার এই অংশটি নিশ্চিত করে থাকে।
লজিক সেকশন
এএলইউ এর এই অংশটির কাজ হলো যাবতীয় লজিক অপারেশনের কাজ করে থাকা। যেমন ডাটা তুলনা, সিলেক্টিং, ম্যাচিং এবং মাজিং করা।
উল্লেখিত আর্টিকেলটি লিখা হয়েছে itknowledgebd এর সৌজন্যে।
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।