মোবাইল ফোনে নতুন চমক

স্মার্ট ফোন আমাদের জীবনের একটা অংশ হয়ে দারিয়েছে। বর্তমান এই যুগে আমাদের স্মার্ট ফোন ছাড়া থাকাটা অনেক কস্টকর। স্মার্টফোন প্রযুক্তি এতটাই এগিয়েগেছে যে প্রথম স্মার্টফোনগুলি এখন আদিম বলে মনে হয়৷ স্মার্ট ফোনের মাধ্যমে আমরা আজ সহজেই তথ্য হাতের নাগালে পেয়ে যাচ্ছি। কয়েক বছর আগেও আমরা আবহাওয়া পরীক্ষা করতে, ফটো তুলতে, ইমেল পড়তে বা গান শুনতে অগণিত ডিভাইস ব্যবহার করতাম। যাইহোক, আজ আমরা আমাদের স্মার্টফোনে সবকিছু খুঁজে পাই। যদিও স্মার্ট ফোন টেকনোলজি বিকাশের গতি সম্প্রতি মন্থর হয়েছে বলে মনে হচ্ছে তারপরেও ফোন কম্পানি গুলো নিত্যনতুন ফিচার নিয়ে আসার চেস্টা করছে। আসুন জেনে নেই কি কি নতুন টেকনোলজি আমাদের পরিচিত স্মার্টফোন কে পালটে দিতে যাচ্ছে।
১.সিম কার্ড:
বর্তমানে আমরা মোবাইলে যে সিম কার্ড ব্যবহার করছি আগামী দিন গুলোতে এই সিম কার্ড গুলো আর ফোনে ব্যবহৃত হবে না। তার বদলে মোবাইলে থাকবে প্রোগ্রামেবল সিম কার্ড। নির্মাতারা অনেক দিন ধরেই সিম কার্ড হীন মোবাইল বাজার জাত করার চেস্টা করে আসছে। বর্তমানে apple এবং samsung কোম্পানি সিম কার্ডের পরিবর্তে ইলেকট্রনিক সিম কার্ড এর মাধ্যমে মোবাইল ফোন মার্কেটে নিয়ে এসেছে। ইলেকট্রনিক সিম কার্ড বা ইম্বেডেট eSIM কার্ড সাপোর্টেড মোবাইলের সুবিধা হলো আপনি ইচ্ছে করলে যে কোন মোবাইল অপারেটর সহজেই চেঞ্জ করে কল, টেক্সট, বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এমন কি আপনি বিদেশে গেলেও আপনার নতুন সিম কার্ডের প্রয়োজন হবে না।

২. হলোগ্রাফিক ডিসপ্লে:
অদূর ভবিষ্যতে বর্তমানে ব্যবহৃত ফোনের ডিসপ্লের পরিবর্তে জায়গা করে নিবে হলোগ্রাফিক ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। এই ধরনের ফোন ব্যবহারকারীদের 3D হলোগ্রাফিক ইমেজ দেখতে এবং ইন্টারঅ্যাক্ট করার অনুমতি দেবে, গেমিং, শিক্ষা এবং বিনোদনের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে যা সম্ভাব্য ভার্চুয়াল বাস্তবতা এবং অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হবে।

৩ ব্যাটারি :
মোবাইল ফোনের ডিজাইন, প্রেসেসর, ক্যামেরা, ডিসপ্লে কিংবা অন্যান্য হার্ডওয়্যার বা সফটওয়্যার যে ভাবে পরিবর্তন হচ্ছে সেই ভাবে ব্যাটারি টেকনোলজির উন্নতি হয়নি। তবে আশার কথা হলো খুব শিগগির ব্যাটারি তে বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। লিথিয়াম- আয়ন ব্যাটারির পরিবর্তে আমরা গ্রাফিন ব্যাটারি অল্প কিছু দিনের মধ্যেই হয়ত ফোন গুলোতে ব্যবহার করতে দেখতে পাব। গ্রাফিন, কার্বন পরমাণুর একটি পাতলা স্তর, ব্যাটারির কর্মক্ষমতা উন্নত করার ক্ষেত্রে দুর্দান্ত প্রতিশ্রুতি দেখিয়েছে। ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় গ্রাফিন ব্যাটারি উচ্চ শক্তির ঘনত্ব, চার্জ হতে কম সময় নেয় এবং দীর্ঘক্ষন চার্জ ধরে রাখতে পারে।

৪.চার্জিং সিস্টেমে পরিবর্তন :
কল্পনা করুন যে আপনার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে এবং আপনার কাছে চার্জার নেই তখন আপনি কি করবেন? আগামী কয়েক বছরের মধ্যে এই সমস্যা আর থাকবে না। কারণ আশা করা হচ্ছে যে পরবর্তী স্মার্ট ফোন বাতাসে তারবিহীনভাবে চার্জ করার মত প্রযুক্তি আসতে চলছে। রেডিও তরঙ্গ ব্যবহার করে স্মার্ট ফোন চার্জ দেওয়া যাবে। আর এই প্রযুক্তি পরিবেশের জন্যও ভালো।

৫ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন মানুষের মত জটিল সিদ্ধান্ত নিতে পারছে। এটি বিনোদন, গাড়ি বা হোম অটোমেশনের মতো স্মার্ট ডিভাইসগুলির একটি কেন্দ্রে সংযুক্ত করতে পারে। আপনার জন্য রেস্তোরাঁ রিজার্ভেশন করতে, নতুন অভিজ্ঞতার সুপারিশ করতে, বাচ্চাদের ঘুমানোর সময় গল্প পড়তে, আপনার সময়সূচী পরিচালনা করতে এবং আপনার কেনাকাটাগুলি সংগঠিত করতে সক্ষম। অদূর ভবিষ্যতে, কৃত্রিম বুদ্ধিমত্তা AI এমনকি আমাদের আবেগ বুঝতে পারবে। হুয়াওয়ে ইতিমধ্যে এটি নিয়ে কাজ করছে। আপনার ডিভাইসটি একজন মনোবিজ্ঞানী হিসাবে কাজ করবে। আপনি যদি দুঃখ বোধ করেন তবে এটি আপনাকে উত্সাহিত করবে এবং আপনি অভিভূত বোধ করলে আপনাকে পরামর্শ দেবে। এমনকি এটি আপনার বন্ধু বা বিশ্বস্ত হতে পারে।

৬.কোনও বাটন থাকবে না:
আগামী বছরগুলিতে আরেকটি প্রবণতা হল পোর্ট বা বোতাম ছাড়াই মোবাইল ডিভাইস তৈরি করা, শুধু স্ক্রিন। প্রকৃতপক্ষে, আজকের স্মার্টফোনগুলির মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই 3.5 মিমি হেডফোন জ্যাকটি সরিয়ে ফেলেছে এবং পরিবর্তে ব্লুটুথ ব্যবহারকে উত্সাহিত করেছে৷
মোবাইল ডিভাইসে ইউএসবি পোর্ট সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। Vivo এবং Meizu ইতিমধ্যেই Vivo's 2019 Apex প্রথম এই সম্পর্কে ধারণা দিয়েছে।

Level 0

আমি শেখ লাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা সবাই কে জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস