শিশুর কান্না থামানোর উপায়

শিশুর কান্না থামানোর উপায়ঃ ছোট শিশুর কথা বলার বা তাদের মনের ভাব প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কান্না। যেহেতু ছোট বাচ্চারা কথা বলতে পারে না তাই তারা কান্নার মাধ্যমেই তাদের না পাওয়ার অথবা দুঃখ কষ্টের অভিব্যক্তি প্রকাশ করে থাকে। এই কারণে বাচ্চার কান্না থামানোর জন্য প্রথমেই কান্নার কারণটি খুঁজে বের করা চাই। শিশু কান্নার সঙ্গে সঙ্গেই দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত হওয়া উচিত নয়।

প্রথমেই বের করা উচিত কেন শিশু কাঁদছে? শিশু সাধারণত যে সকল কারণে কান্না করে থাকে সেগুলোর ভেতরে অন্যতম হলো শিশুর হয়তো ক্ষুধা লাগতে পারে, শিশু ঘুমাতে চাইতে পারে, শিশু হয়তো প্রস্রাব বা পায়খানা করেছে পরিষ্কার করার কথা বলতে পারে, সে হয়তো অন্য কোন বায়না করছে সেটি পূরণ করার কথা বলতে পারে, সে হয়তো বাড়তি আদর চাইছে! সুতরাং কান্নার আসল কারণটি বের না করে শুধু দুধ খাওয়াতে ব্যস্ত হলেই হবে না। সাধারণত নতুন নতুন বাবা মা এই সকল ক্ষেত্রে ভুল করে থাকে। তাই শিশুর কান্না থামানোর উপায় এই সকল বিষয়ের উপর নজর রেখে নিজেকেই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

ডাঃ দীপংকর মন্ডল।
রেজিস্টার্ড হোমিওপ্যাথ।

ঘুরে আসুন আমার হোমিওপ্যাথি ব্লগ থেকেঃ https://bn.iteachhealth.com/

Level 0

আমি ডাঃ দীপংকর মন্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ডাঃ দীপংকর মন্ডল। রেজিস্টার্ড হোমিওপ্যাথ। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থের যত্ন নিন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস