রিলস ভিডিও ভাইরাল হবে তিনটি উপায়ে। ফেসবুক পেইজের রিলস ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয়?
আপনি কি ফেসবুক পেইজে নিয়মিত রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার রিলস ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না বা ভিউ কম হচ্ছে। আপনাদের অনেকেরই হয়তো বা রিলস ভিডিও তে ১০০, ২০০, ৫০০ অথবা ১০০০ ভিউ হয়। এর পর আর কোনো ভিউ হয় না। ভিউ হওয়া থেমে যায়। তখন অনেকেই হয়তো চিন্তায় পরে যান। কি ঠিক বললাম তো! তাহলে আজকের এই কনটেন্টিই আপনার জন্য। আজকের এই কনটেন্ট টিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তিন টি টিপস এন্ড ট্রিকস। যেটার মাধ্যমে আপনি খুব সহজেই রাতারাতি, মাত্র কয়েক মিনিটের মধ্যেই অর্গানিক ভাবে আপনার আপলোড করা রিলস ভিডিও গুলোতে প্রচুর পরিমানের ভিউ আনতে পারবেন। কোন রকম টাকা এবং ঝামেলা ছাড়াই। টিপস তিনটি নিচে উল্লেখ্য করা হল। চলুন শুরু করা যাক।
আপনি একটা রিলস ভিডিও কিন্তু সর্বোচ্চ ষাট সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে এবং আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে, রিলস ভিডিওটা যেন ষাট সেকেন্ড এর নিচে থাকে। রিলস ভিডিও গুলো যত ছোট হবে এবং যত ইনফরমেটিভ হবে এবং যত বিনোদন মূলক হবে ততো মানুষ আপনার ভিডিওটা বেশি করে দেখবে এবং আপনার ভিডিওতে ভিউ বেশি হবে। এবং এডিটিং করার সময় আরো একটা বিষয় মনে রাখতে হবে এই রিলস ভিডিওতে টেক্সট এড করে থামবেল হিসাবে ব্যবহার করতে হবে। তবে এই টেক্সটি অবশ্যই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। এর বেশি সময় ধরে রাখবেন না। তবে ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রেই থামবেল ব্যবহার করবেন। বিনোদন মূলক ভিডিওতে থামবেল ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই।
আমরা অনেকেই একটি কাজ করি সেটা হলো ফেসবুক পেইজ অপেন করে যে ক্রিয়েট রিলস নামের অপশন পাই সেখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করে ফেলি। তবে এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। এই কাজ কখনোই করবেন না। যথাসম্ভব এড়িয়ে চলবেন। রিলস ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি হচ্ছে ফেসবুক পেইজ অপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের অপশন এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর Achievement নামের অপশন এ ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে চলে আসবে রিলস নামের বেশ কিছু অপশন। সেখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন One time achievement নামের অনেকগুলো অপশন। সেই অপচন গুলো থেকে আপনি রিলস ভিডিও আপলোড করবেন। এতে করে আপনার রিলস ভিডিও ফেসবুক কোম্পানি ভাইরাল করবে। এটিই হচ্ছে সঠিক পদ্ধতি রিলস ভিডিও আপলোড করার।
আপনাকে রিলস ভিডিও আপলোড করার সময় অবশ্যই একটি সুন্দর টাইটেল ও কিছু হ্যাস ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যেই ট্যাগ ব্যবহার করবেন সেই ট্যাগ এ ইন্টারেস্টেড মানুষের কাছে আপনার রিলস টি ফেসবুক কোম্পানি পৌঁছে দিবে। এতে করে আপনার রিলস ভিডিও তে ভিউ অনেক বেরে যাবে। তবে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির চেষ্টা করবেন ঐ ক্যাটাগরির ট্যাগ দেওয়ার। অন্য কোনো আবেল তাবোল ট্যাগ দিলে রিচ ভালো আসবেনা। যেমনঃ আপনার রিলস ভিডিও টি যদি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া নিয়ে হয় তাহলে আপনি আপনার রিলস ভিডিও তে #কক্সবাজার #ভ্রমন #সমুদ্র এভাবে দিবেন।
তো বুঝলেন তো। মাত্র তিনটি টিপস ফলো করে ভিউ বাড়ানো যায় কতটা সহজ উপায়ে। কোনো ঝামেলা নেই। বেশি সময় এর প্রয়োজন নেই। আশাকরি বুঝতে পেরেছেন।
আমি আয়শা আক্তার দিপা। প্রথম বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।