আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম কোন প্রকার ইয়ারফোন বা হেডফোন ছাড়াই fm radio শুনার জন্য দারুন একটি অ্যান্ড্রয়েড apk।
এমন এপ্লিকেশনের সাথে ইতিমধ্যে অনেকেই পরিচিত কিন্তু আমার কাছে এটি ভালো লাগার অন্যতম কারন এটি খুবই স্মুথ এবং স্লো ইন্টারনেটেও খুব ভাল ভাবেই শুনা যায়।
আমরা প্রায় সবাই কম বেশ এফএম শুনি। বিশেষ করে FM Radio এর ভক্ত একটু বেশিই। তো, ঢাকার বাইরে অনেক জায়গায় এই এফএম শোনা টা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ ফ্রিকুয়েন্সি ভালো ভাবে পাওয়া যায় না। অনেক লাইভ প্রোগ্রাম আর শোনা হয়ে উঠে ওঠে না। আজ আপনাদের সকল সমস্যার কথা ভেবেই আজকের টিউন।
এবার আসি এখানে কি কি আছে :
এখানে আপনি শুধু বাংলাদেশের সব কটি চ্যানেল পাবেন এমন না। এখানে বাংলাদেশের সকল চ্যানেল সহ বিভিন্ন দেশের চ্যানেল পাবেন মানে এক কথায় আপনি চাইলে যে কোন দেশের যে কোন চ্যানেল শুনতে পারবেন।
প্রথমেই এপ টি ডাউনলোড করে নিন Download
এবার এপটি ওপেন করলে দেখবেন অনেক গুলো দেশ দেখাবে মানে আপনি কোন দেশের এফএম শুনতে চান সেই দেশ সিলেক্ট করে নিতে পারবেন অথবা উপরে সার্চ বক্সে বাংলাদেশ লিখলে বাংলাদেশের সকল চ্যানেল চলে আসবে।
আমি বাংলাদেশ সিলেক্ট করেছি এবং বাংলাদেশের সকল চ্যানেল শো হচ্ছে
এবার এখান থেকে আপনার পছন্দের চ্যানেলে ক্লিক করলেই লাইভ শুনতে পাবেন।
এটি খুবই সহজ এবং আপনি ২ জি নেটওয়ার্ক এর আওতায় থাকলেও আশাকরি কোন রকম সমস্যা ছাড়াই শুনতে পারবেন।
আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com