খুব সহজেই ব্যবহার করুন Iruin Webcam, উপভোগ করুন আপনার ভিডিও কল এবং অনলাইন ক্লাস বা মিটিং

আসসালামুআলাইকুম,
আমাদের মধ্যে যারা ডেক্সটপ কম্পিউটার-এ ভিডিও কল বা অনলাইন ক্লাস করি, তখন আমাদের Webcam দরকার হয়। মার্কেটে Webcam cam এর দাম প্রায় হাজারেরও উপরে। তাই এর বিকল্পে আমরা আমাদের ফোন ক্যামেরাটি Webcam হিসেবে ব্যবহার করতে পারি।

এরজন্য আমরা আমাদের ফোন এবং ডেস্কটপে Iruin Webcam সফটওয়্যারটি ইন্সটল করে নিব।
ডেক্সটপ এর জন্য গুগল এই অ্যাপ পাওয়া যায়। আর play store থেকে ফোন এর জন্য iruin webcam সফটওয়্যার পেয়ে যাবেন।
এখন, ক্যামেরা সেটাপ করার পদ্ধতি হলো -
১। ফোন এবং ডেস্কটপ একই ওয়াই-ফাই কানেক্টেড থাকবে।
২। ফোন এবং ডেস্কটপ হটস্পট কানেক্টেড থাকবে।
৩। ফোন এবং ডেস্কটপ USB কানেক্টেড থাকবে।

উপরোক্ত ৩ টি থেকে যেকোনো একভাবেই ক্যামেরা কনেক্ট হয়ে যাবে।


-ধন্যবাদ

Level 2

আমি রিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস