ভ্যাকুয়াম ক্লিনার কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী

আমাদের দৈনন্দিন কাজগুলো অনেক বেশী সহজ করে তুলতে যে কয়েকটি যন্ত্রের ভূমিকা রয়েছে, তাঁর মধ্যে ভ্যাকুয়াম ক্লিনার অন্যতম। এই মিনি রোবটের আশীর্বাদে আমাদের ঘর পরিষ্কার হয়ে উঠেছে সহজ এবং দ্রুততর। তাই, দিন দিন অনেকেই এই মেশিনের উপর নির্ভরশীল হয়ে উঠছে। আমরা যারা প্রথমবারের মত কিনতে চাই, তাদের কিছু বেসিক জিনিস অবশ্যই জানতে হবে।

বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে। কোনটি আপনার জন্য সেরা তা নির্ধারণ করতে হলে প্রথমে ভাবতে হবে, আপনি যেখানে ব্যবহার করবেন সেই জায়গাটি কেমন। অফিসে ব্যবহার করলে সেখানে ছোট ছোট কাগজের টুকরা থেকে শুরু করে এমন জিনিসগুলো থাকতে পারে। আবার কিচেনে ব্যবহার করলে সেখানে তেল মসলার ছিটেফোটা। এছাড়া ধুলা ময়লা ইত্যাদিতো রয়েছেই। তাই কেনার আগে দেখে নেয়ার ভালো পদ্ধতি হচ্ছে, আপনার বাসায় যে ধরনের ময়লা রয়েছে, সেই ধরনের ময়লা মেঝেতে ছড়িয়ে দিয়ে পরিক্ষা করা যে, এই ক্লিনারটি সেই ময়লা তুলে নিচ্ছে কি না।

কিছু কিছু নির্দিষ্ট কাজের জন্য ভ্যাকুয়াম ক্লিনার

  • কার্পেট পরিস্কারের জন্য Upright Vacuums ভালো কাজ করে
  • মেঝে, সিড়ি, আসবাবপত্র পরিস্কারের জন্য Canister Vacuums সেরা
  • হাল্কা ওজনের Corded Stick Vacuums মেঝেতে ভালো
  • গৃহসজ্জার সামগ্রী, এমনকি গাড়ি পরিস্কারের জন্য Handheld Vacuums ব্যবহার করা হয়
  • নিজে থেকে ময়লা খুঁজে পরিষ্কার করতে Robotic Vacuums এর জুড়ি নেই

আশাকরি এই পর্যায়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ভ্যাকুয়াম ক্লিনার (Vacuum Cleaner) বাছাই করে নিতে পারবেন। ভ্যাকুয়াম ক্লিনার এর দাম বাজারে বিভিন্ন ধরনের হয়। অনেকগুলো ইমপোর্টার বাংলাদেশে এই যন্ত্র আমদানি করে। তার মধ্যে থেকে গুগল ইউটিউব সার্চ করে রিভিউ দেখে ভালো ব্র্যান্ডের সেরাটি নেয়াই বুদ্ধিমানের কাজ হবে।

কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখবেন?

ম্যানুয়াল বই বুঝে নেবেন। প্রতিটি পার্টস খুলে লাগিয়ে পরিক্ষা করে দেখবেন ঠিকঠাক কাজ করছে কি না। গ্যারান্টি এবং ওয়ারেন্টির কি কি শর্ত রয়েছে তা সঠিকভাবে জেনে নিন। আপনার নির্বাচিত ভ্যাকুয়াম ক্লিনারে ডাস্ট ব্যাগ রয়েছে কি না জেনে নিন।

Level 2

আমি কাজী নিশাত। CEO, Kazi Nishat IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

We provide everything you need to grow your business through online platforms. Firstly, You need a website to make your online presence. We will make the website for you


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস