কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে Page Redirect নিয়ে ছোট্ট একটি আর্টিকেল লিখছি। যারা নতুন ওয়েবসাইট ডেভেলপ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য দরকারি একটি টিপস।
অনেক সময় আমরা কোন আর্টিকেল টিউন করে থাকি এবং সে আর্টিকেল গুগলে ইনডেক্স হয়। পরবর্তীতে বিশেষ কারণে সে আর্টিকেলের লিংক সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। যেমন- পূর্বে ব্যবহৃত ওয়েবসাইট abc.xyz লিংকে কেউ ক্লিক করলে http://www.kabirhat.com ওয়েবসাইট ওপেন হবে। এ জন্য ভিজিটরকে নতুন লিংকে রিডাইরেক্ট করানোর জন্য আপনার পুরাতন লিংক এ নিম্নোক্ত html কোড লিখে দিন।
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<meta http-equiv="refresh" content="0; url=http://www.kabirhat.com ">
<script type="text/javascript">
window.location.href = "http://www.kabirhat.com "
</script>
<title>Page Redirection</title>
</head>
<body>
<!- Note: don't tell people to `click` the link, just tell them that it is a link. ->
If you are not redirected automatically, follow this <a href='http://www.kabirhat.com'> kabirhat </a>.
</body>
</html>
আশাকরি উপরিউক্ত কোড ব্যবহার করে পেইজ রিডাইরেক্ট করা যাবে। ধন্যবাদ।
আমি শহীদ চৌধুরী। , Upwork বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
I am a freelancer at Upwork.