মনে পড়ে কী, ছোট বেলায় গেমসের দোকানে আমরা কতটা সময় কাটিয়েছি ? বাবা-মা-ভাই-বোনদের হাতে কত মাড় খেয়েছি। স্কুল পালিয়ে, টিফিনের টাকা জমিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম সেখানে। 3 টাকা করে কয়েন, এর পর 5 টাকায় দুই কয়েন, এরপর এক কয়েন 2 টাকা, তারপর 5 টাকায় তিন কয়েন, এরপর 1 টাকা কয়েন এবং শেষমেস বের হলো 10 টাকায় গেমওভার। আরো কত কী ? আমাদের পাড়ায় টুর্ণামেন্ট হতো। কে কত স্টেজ গেল, কত পয়েন্ট করলো, কতবার কে কাকে হারালো ইত্যাদি ইত্যাদি। সে সময় কম্পিউটারের ব্যবহার আমাদের দেশে অতি নগন্য ছিল। পাড়া মহল্লার গেমসের সেই দোকানগুলোই ছিল মজার একটা অভিজ্ঞতা। আজ অনেকদিন পর মনে পড়ে গেল সে সময়ের দিনগুলোর কথা। অনেকে এখনো সেই গেমসগুলো খেলে। আমিও দাড়িয়ে দাড়িয়ে দেখি। কালবিলম্বে খুবই সংখ্যা কমে গেছে এই দোকানগুলোর। কিন্তু জনপ্রিয়তা এখনো কমেনি। টেকটিউনসের অনেকেই সেই গেমসগুলো খেলে থাকবেন। আর যারা খেলেননি বা নিজের পিসিতে খেলতে চান তারা এই টিউনসে কমেন্ট করুন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি সেই গেমগুলো আপলোড করব। লিখুন আপনাদের প্রিয় গুলোর নাম।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোস্তফা গেম। কত খেলেছি। কান ধরে কতবার যে গেমসের দোকানথেকে আমাকে বের করেছে….হা হা হা………….তবে শিক্ষনীয় অনেককিছুই ছিল।