বহু ক্ষেত্রে কাজের জায়গায় পরিষ্কার, পরিচ্ছন্ন থাকাটা একটা নিয়ম।
এই নিয়ম অনুযায়ী, দাড়ি কেটে পরিষ্কার চেহারায় অফিসে যাওয়ার অভ্যাস অনেকের। কিন্তু দাড়ি কাটলেই গলায় কিংবা গালে জ্বালা করে অনেকের। ব্রণর সমস্যাও দেখা যায় অনেক সময়। যা থেকে গাল লাল হয়ে থাকে। জ্বালার অনুভূতি কমাতে কিংবা ব্রণর সমস্যা মেটাতে দাড়ি কাটার আগে নিয়মিত কিছু সহজ টিপস মেনে চলা জরুরি। সেগুলো কী কী?
১. মনে রাখবেন, ত্বক শুষ্ক ও রুক্ষ থাকলে দাড়ি কাটার পর জ্বালা করবেই। তাই ত্বক সবসময় আর্দ্র রাখার চেষ্টা করুন। দাড়ি কাটার অন্তত ৬ ঘণ্টা আগে ভাল ময়শ্চারাইজার ব্যবহার করুন। এর ফলে ত্বকের শুষ্ক ভাব দূর হবে।
২. লম্বা দাড়ি ব্লেড দিয়ে কাটার আগে কাঁচি দিয়ে খানিকটা ট্রিম করিয়ে নিন। এরপর ব্লেড ব্যবহার করুন। এর ফলে ত্বকের উপর কম চাপ পড়ে। রুক্ষ হওয়ার সম্ভাবনা কমে যায়।
৩. দাড়ি যেদিকে বাড়ছে, সেই দিকেই ব্লেড ব্যবহার করুন। উল্টোদিকে ব্লেড চালালে আরও জ্বালা করতে পারে।
৪. সাবান বা খালি পানি নয়, দাড়ি কাটার আগে ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এর ফলে ত্বক আরও কোমল থাকবে।
৫. অবশ্যই আফটার শেভ লোশন ব্যবহার করবেন। এর আরও কিছুক্ষণ পর হালকা ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এর ফলে দাড়ি কাটার পর জ্বালা করবে না আর।
আমি Ali Sagar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।