ওয়াইম্যাক্সঃ বাইট! বিট নয়!! প্রমান আছে!!!

 ওয়াইম্যাক্সঃ বাইট! বিট নয়!! প্রমান আছে!!!

Dear Mr ..,

comapanies told us 128 kilobyte per second. we asked them is it kilo bit or byte? they said kilobyte.

so from our end, we publish information which supplied by providers.
After launching the service we know the actual facts...
thanks

Pallab Mohaimen
Assistant Editor (Feature)
The Daily Prothom Alo
tel:+88-02-8110078 to 81 Ext 1660

সূত্রঃ http://forum.projanmo.com/viewtopic.php?id=12372

আর কোন বিতর্কের প্রয়োজন আছে বলে মনে করিনা।

Level 0

আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেরাজ ভাই 600 টাকায় 128KBPS।ডাউনলোড স্পিড কি করে সম্ভব ?যেখানে এক মেগা ব্যান্ডউইথ এর দাম ১৮০০০ টাকা।দেখা যাক আসুক আর বির্তক করতে চাইনা আগে আসুক ।তারপর না হয় কিছূ বলব।

আমাদের সবার মধ্যে কিন্তু বির্তকের শুরু ৬০০ টাকায় কি ১২৮ কিলোবাইট না কিলোবিট ।কারণ ওয়াই কিন্তু প্রতিসেকেন্ডে ৫-৬ মেগাবাইটের উপরে ডাউনলোড স্পিড দিতে পারে।সেক্ষেতে হয়ত অনেক টাকা দিতে হবে।

Level 0

আগে আসুক তারপর………………………..

Level New

১২৮ কিলোবাইট দিলে তো আলহামদুলিল্লাহ !

Level 0

600 টাকায় 128 কিলোবাইট/সে.!!! তাইলে তো ঘোড়া! আইলেই হয়।

দেখি শেষ মেশ কি হয়! আগে ওয়াইমাক্স আসুক তারপর ………।

Level 0

128kByte kisutei na.
manus k dhoka dewa hoitese.

oder site a sposto likha ase 128kbps.
jar mane amra bujhi.

banglalion er customer care a kotha boleo jansi.
its 128kbps.
mane 16KB.

Level 0

কবে যে আসবে !!! আগে আসুক তারপর বোঝা যাবে

Tara kobe asbe

Level 0

আসলে ব্যাপার হইল যেই ব্যাটা campain করসে তারে KB আর kb পার্থক্য বুঝাইতে হইবো 😛

ভাই আপনাদের ওখানে কি নেটের অবস্থা খুবিই খারাপ। এ রকম টিউন চলছে। আমদের এখানে ১mbps ৮০০ (১৩০০ বাংলাদেশি টাকায়) টাকায় দেয়। আনলিমিটেড সাফিং এবং ডাউনলডিং। আপনারা চাইলে এ ব্যাপারে বিস্তারিত টিউন করতে পারি।

হুমম… নেট্‌ এর অবস্থা খারাপ মানে খুবই খারাপ… এক মাত্র ঐ ওয়াইমাক্স এর আশায় বসে আছি। দেখি ওয়াইমাক্সে ভালো স্পীড্‌ পাই কিনা।।

Level 0

ranykolkata ভাই আপনি টিউন করেন আমাদের এখানে নেট এর অবস্থা খারাপ মানে খুবই খারাপ ডাউনলডিং মাত্র 15-17 KB/s

600 টাকায় ওরা ১২৮কেবিপিএস দিলে আপনাদের সমস্যাটা কোথায় সেটাই বুঝতেছিনা। ওদের দেয়ার ক্ষমতা আছে তাই দিচ্ছে।

আর এটা বাংলালায়ন না। “আজেরি”। বাংলাবিলাই তো জুনের কথা বলেও আগামি বছরে লাইন দিবে। কি ফালতু।
আজেরি(Augere) এর লাইন 600 টাকায় ওরা ১২৮কেবিপিএস দিবেনাকি সেটা আপনি ওদের কাস্টোমার কেয়ারে জানসেন?

পল্লব মোহাইমেন একজন সম্মানিত ব্যাক্তি। তিনি ভুল করবেন এটা ঠিক না। নিশ্চই তথ্য প্রমান আছে।

যাই হোক আসুক তাহলেই সব প্রমান হবে। আর ভুল যে কারো হতে পারে। ভাই আমার স্পীড মাঝে মাঝে বাইটেও নামে।

Level 0

পল্লব সাহেব নিজের তথ্য ভ্যালিডেট করতে ব্যস্ত। সাধারন মানুষের যে প্রশ্ন, সেটা পল্লব সাহেবের মাথাইয় কেন আসলো না বুঝি না। যতদুর জানি সাংবাদিকদের কৌতুহল সাধারন মানুষদের থেকে বেশী। কোম্পানীর স্লাইডে নাকি ১২৮এমবিপিএস লেখা ছিল। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বিভিন্ন ব্লগে-ফোরামে। ব্যবসায়ী একটা আকাশ কুসুম স্বপ্ন দেখালো আর আমাদের সাংবাদিকরাও তাই লিখে দিলো। কে জানে এটাও কোম্পানীর একটা বিজ্ঞাপন কি না!

তবে প্রথম আলো যে কারো মেইলের উত্তর দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে, সত্যিই বাংলাদেশ ডিজিটাল হবার পথে।।
কটু মনে হলে ক্ষমা চাই আগাম। আমরা সাধারন মানুষ এত বেশি প্রতারিত যে কাউকেই সহজে আর বিশ্বাস করতে ইচ্ছা করে না।

Level 0

thik oi bolcen bhai ami akon phone kore jiggas kore deklam deki ora bole(banglalion) 128kbps karon 600 takay ar theke besi deya sombhob na amader deser media ar tech somporke darona bodhoy kom tai tara barbar amader vhul totho dey