আপনার শিশু - কিশোরক- সন্তানদের জন্য সেফ- সার্ফিংয়ের ১০ টি টিপস
১. কখনো ব্যাক্তিগত তথ্যাদি দেয়া যাবেনা ।
২.অলৈঙ্গিক (জেন্ডার নন-স্পেসিফিক ) নাম ব্যবহার করাই উত্তম ।
৩. আজকে তারা ইন্টারনেটেকী করেছে সেসব নিয়ে আলোচনা করবেন । ওদের কে বুঝিয়ে দিন যে অনলাইনে তারা যা করে তা মোটেও ব্যাক্তিগত নয় বরং বাস্তব জগতের মতই সর্বজনীন ।
৪. অন্তত প্রথমবারের মত চ্যাটরুমে যাবার সময়ে আপনার সন্তানের পাশে থাকুন।
৫. নিউজগ্রুপ বা চ্যাটরুমে যে কোন আপত্তিকর বা ক্ষতিকর বিষয় লক্ষ্যে করার সাথে সাথে সংশি-ষ্ট সংস্থাকে অবহিত করুন।
৬. কম্পিউটারটিকে পারিবারিক বা সবার ঘর বা ফ্যামিলি লাউঞ্জে স্থাপন করুন ।
৭. আপনার সন্তানের ই-মেইল এবং ব্রাউজারের হিস্ট্রি পরখ করুন।
৮. ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন। তবে মনে রাখবেন সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেবেনা ।
৯. আপনার স্তনকে সহায়তা প্রদান করুন এবং সার্ফিয়ে সম্ভব্য বিপদ সম্পর্কে অবহিত করুন।
১০. আপনার শিশু সন্তানকে কখনই এক একা অনলাইনে পরিচিত ব্যাক্তির সাথে দেখা করতে দেবেন না ।
আমি rongmohol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বানান ভুল আছে ।