রেপিডশেয়ার কে ধোকা দিয়ে ডাউনলোড করুন

আমরা যে কোন কিছু ডউনলোড করতে গেলে রেপিডশেয়ার , মেগাশেয়ার , মেগাআপলোড , হটফাইল , ডিপোজিট ফাইল ইত্যাদি থেকেই ডাউনলোড করা হয় । কিন্তু যদি শান্তিমত ডউনলোড করা যেত তাহলে কথাছিল না । সমস্যাটা হল প্রত্যেক টা ডাউনলোডের ওয়েব সাইটই real ip হিসেব করে । ফলে আপনার সার্ভারের কেউ যদি ডাইনলোড করে তাহলে ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন না এবং একটি নির্দিষ্ট মেগাবাইট এর উপরে ডাউনলোড করতে দেয় না । কিন্তু hide ip browser ব্যবহার করলে আপনি যে কোন সময় ইচ্ছামত ফাইল ডাউনলোড করতে পারবেন ।
dsf

ব্যবহারের নিয়মঃ
এখান থেকে আগে সফটওয়ারটি ডাউনলোড করে নিন । এখানে সফটওয়ারটিতে কোন সিরিয়াল কে নেই কিন্তু আমার কাছে ভাইরাস ও মেলওয়ার মুক্ত ক্র্যাক আছে । লগলে অবশ্যই জানাবেন ।

প্রথমে hide ip browser টি ওপেন করুন পরে প্রক্সি সার্ভারে ক্লিক করুন যেকোন একটি দেশের নাম সিলেক্ট করুন । পরে পাশের ঘরে যেকোন একটি এরিয়া সিলেক্ট করুন । পরে পাশের ঘরে যেকোন একটি আইপি এ্যাডড্রেস সিলেক্ট করুন । দেখুন আপনার রিয়েল আইপিটি বদলে গেছে ।

যদি কারও মাইক্রোসফটের জেনুইন সিরিয়াল দরকার হয় তাহলে এখান থেকে ডাউনলোড করুন । আর ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে ।

বিদ্রঃ এটা দিয়ে শুধুমাত্র আইপি চেন্জ করে । এই সফটওয়ার দিয়ে ফাইল ডাউনলোড করতে গেলে সমস্যা দেখা দিতে পারে । তাই মজিলা বা এক্সপ্লোরার দিয়ে ফাইল ডাউনলোড করুন । আইপি ধরে ফেললে একই নিয়মে অন্য আইপি ব্যবহার করুন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

LOTUS vhai, ami sound dilam. amar ‘crack’ lagbe.

Level 0

sorry vhai ,email address dea hoy ni. email: sumon_078@yahoo.com

Level 2

আমারো creak লাগবে।
E-mail: lanju_gp@yahoo.com

ভাই আপনি আমার মনের কথা বু্ঝলেন কি করে? আমি টেক টিউন এ আসলাম IP সমস্যার জন্য। আপনি সমাধান করে দিলেন।। crack টা দিলে অনেক ভাল হত…। আপনার মেইল এর অপেক্ষায় থাকলাম,
arafienstar@yahoo.com

মনে অনেক কষ্ট পাইলাম ।। ডাউন লোড করতে গেলাম…{.Your IP address 202.148.56.107 is already downloading a file. Please wait until the download is completed. } এইতা দেখায় ।। তাই যদি মেইল করে setup+crack তা দিয়া দিতেন ।। অনেক উপকার হত… (যদি সাইজ খুব বেশি বড়ো না হয়।)
arafienstar@yahoo.com

আমিও একটু ট্রাই করে দেখি

sohanboy@gmail.com

Level 0

amar 1 copy lagbe vai
fanush22@yahoo.com

আমার তো অবশ্যই লাহগবে। দয়াকরে তারাতারি পাঠান।
marufahmad2005@gmail.com

আর সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

Level 2

আমার আছে rad 3.6.1 আর আছে RapidLeecher হাঃ হাঃ হাঃ………….

প্রথমেই পস্টর জন্য ধ্ণ্যবাদ। আমিও আপনার এই সফটয়াটির crack আশা করচি, আমি ইতোমধ্য সফটয়ারটি রেপিড শেয়ার থাকে নামিয়ে নিয়েছি।
আমার মেইল আড্রেস
rumarcarts@gmail.com

ভাল থাকবেন।

মাহাবুব
মার্কেট্টিং চ,বি।

@ HEERA_81
ভাই, আমি যেন কোন সাইট থাকে rad 3.6.1 নামিয়ে নিয়েছিলাম, কিন্তু কিভবে ব্যব্যার করে তা পরিষ্কার না, যদি আপনি এর ব্যবহার টা একটু ডিটেইলস বলতেন তাহলে আমার খুব ভাল হই।
আমার মেইল আড্রেস
rumarcarts@gmail.com

ভাল থাকবেন। আপনার মেইলের অপেক্ষায় রইলাম।

মাহাবুব
মার্কেট্টিং চ,বি।

Level New

lolz…রেপিড শেয়ারকে ধোকা দেয়ার সফট রেপিডশেয়ার থেকে ডাউন লোড করতে হচ্ছে।

munnarko@gmail.com

Robayeth সাহেব
টেকটিউনস্-এ ক্র্যাক, টরেন্ট এসব নিয়ে আলোচনা না করাই বোধহয় ভালো… টার্মস এন্ড কন্ডিশন কিন্তু তাই বলে। প্রয়োজনে আপনার ই-মেইল এ্যাড্রেস ব্যবহার করুন

Level 0

ভাই সাহেব,
সবাই যখন এত করে বলছে তাই আলাদা করে মেইল না করে একবারে এখানেই পোষ্ট করে দিন না প্লিজ। আপনার সময় কিছুটা সাশ্রয় হবে। অনেক ধন্যবাদ।

Level 0

rongmohol@yahoo.com সিরিয়াল বা ক্রাক দিলে উপকৃত হতাম ।

Level 0

আমার জন্য এক পিস। pranto770@gmail.com

1 কপি দিবেন প্লিজ!
mofarukbd@gmail.com

Level 0

আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভালো একটি টিউন করার জন্য এবং আরেকবার ধন্যবাদ জানাচ্ছি H.S.C তে ভালো result এর জন্য।
দয়া করে আমাকে 1 কপি দিন plzzzzzzzzzzzzzzzz
omarfaruq100@yahoo.com

Level 0

amakeo 1 copy plz……..
masud1799@gmail.com

Level 0

ধন্যবাদ ভালা লাগছে…………. এগিয়ে যান। আমি আসছি।

xtrime@ymail.com আমার ও crack লাগবে।

Level New

মামুন সৃজন ভাই, crack নিয়ে আলোচনা টিউনে করা হয়েছে।
আর, টরেন্ট সম্পকে কথা বলা যাবেনা কে বলেছে আপনাকে?
এত বছর পর এই গুলা শিখান……………………………

Amar lagbe vai awaz dilam. email blue.boiling1805@gmail.com

ভাই আমারে একপিছ পাঠাইয়েন
zia.tushar@googlemail.com

Level 0

আশা করি সবাই পেয়েছেন । ধন্যবাদ

Level 0

লোটাস ভাই,
আমি ডাউনলোড করতে পারলাম না। একটু যদি হেল্প করতেন।

Level 0

vai thanks ineed the crack plz?????????? my email ruhel1969@gmail.com

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ভালো একটি টিউন করার জন্য।
ভাই আমারে এক কপি। e-mail address: anupkarmakar7@gmail.com

Level New

যদি কেউ না পেয়ে থাকেন তাহলে অবশ্য্ জানাবেন ।

Level 2

ভাই, kingtoon@gmail.com
একটু খেয়াল রাইখেন…… 🙂

Level 0

আমার লাগবে।
humayun_kabir098@yahoo.com

Level 0

ভাই ক্র্যাকটা দিলে বড়ই উপকার হইত।

bond_linkon@yahoo.com

Level 0

ফাইল এবং ক্র্যাক দুটোই পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ হামিদ হাসিব ভাই কে।

Level 0

ভাই আমার জন্য 1 কপি pls
shagor_018@yahoo.com

Level 0

‘Lotus mama’ many many thankz.Jeidin tune korcen seidin e kaj hoice.
‘mama’ bolate mind korlen na to??
by the way, again thankz

Level 0

ভাই আমাকে কি পাঠানো যায়? zia@ziaurrahman.co.cc

Level 0

plz give me 1 copy plzzzzzzzzzzzzzzzzz abdulmouhit@yahoo.com

Level 0

ভাই লিংকটা কাজ করতেছে না। Rapidshare-এ লোড করেত গেলাম Error আসে।
লিংকটা যদি আবার দিতেন উপকৃত হতাম।

ফাইল এবং ক্র্যাক টা যদি মেইল করতেন তাহলে আমার বড়ই উপকার হইত।

wasuddin@gmail.com

Please Lotus Bhai, Send me.

Level 0

Hamid ভাই Setup File দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
কিন্তু Setup দেয়ার পর এটা 3 দিনের ট্রায়াল ভাসর্ন দেখে মন খারাপ লাগলো।

বস্ ট্রায়াল ভাসর্ন ছাড়া ফ্রী Use করার উপায় আছে কি?

Level 0

VAI CRAC TA AMAKEA PATHALEA KRITOGGO THAKBO.

raselah@yahoo.com

Level 0

I also need broo
add: ashik_badda@yahoo.com

Level 0

Hide my IP+Crack: one copy plz……. jon_jsr@yahoo.com

Level 0

লোটাস ভাই আমার জন্য এক পিচ ক্যাক PLZzzzzzzzzz
অপেক্ষায় থকলাম !!!!!!!!!!!!!
address: ashik75@gmail.com

    Ashik75 ভাই আপনি এই টিউনটি দেখেন । এই টিউনে যতগুলো সাইট দেয়া আছে সেগুলো থেকে আপনি রেপিডশেয়ার থেকে রিজিউম সহ ডাউনলোড করতে পারবেন । https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/10288/ আশাকরি আপনার আর ওই ক্র্যাকের দরকার হবে না ।

Level 0

লোটাস ভাই আমাকে ক্ষমা করবেন অনেক দেরিতে রিপ্লাই করার জন্য। আপনার দেোয়া ক্যাক আমি পেয়ে গেছি। পুরোটা দেথা শেষ করতে পারি নাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই ক্র্যাক টা যদি মেইল করতেন তাহলে আমার বড়ই উপকার হইত।
shakiltvl@yahoo.com

    শাকিল ভাই এগুলো অনেক আগের পদ্ধতি তাই নতুন পদ্ধতিগুলো ব্যবহার করুন। এর ফলে একদিকে যেমন কোন ঝামেলা পোহাতে হবে না তেমনি অন্যদিকে খুব সহজেই আইপি হাইড করতে পারবেন। নিচের টিউনটি দেখুনঃ

    https://www.techtunes.io/internet/tune-id/15186/

    আশা করি আপনার আর কোন সমস্যা হবে না। ধন্যবাদ…………

হাসিব ভাই, ক্র্যাক টা দিলে ভালো হত।

হাসিব ভাই, ক্র্যাক টা,দিলে উপকার পেতাম।।

shafee9002@yahoo.com

Level 0

VAI AMAR CRAC LAGBE….

Level 0

প্রিয় বন্ধু, খুবই সু্ন্দর ও কাজের টিউন শেয়ার করেছেন……শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ.