আমরা যে কোন কিছু ডউনলোড করতে গেলে রেপিডশেয়ার , মেগাশেয়ার , মেগাআপলোড , হটফাইল , ডিপোজিট ফাইল ইত্যাদি থেকেই ডাউনলোড করা হয় । কিন্তু যদি শান্তিমত ডউনলোড করা যেত তাহলে কথাছিল না । সমস্যাটা হল প্রত্যেক টা ডাউনলোডের ওয়েব সাইটই real ip হিসেব করে । ফলে আপনার সার্ভারের কেউ যদি ডাইনলোড করে তাহলে ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন না এবং একটি নির্দিষ্ট মেগাবাইট এর উপরে ডাউনলোড করতে দেয় না । কিন্তু hide ip browser ব্যবহার করলে আপনি যে কোন সময় ইচ্ছামত ফাইল ডাউনলোড করতে পারবেন ।
ব্যবহারের নিয়মঃ
এখান থেকে আগে সফটওয়ারটি ডাউনলোড করে নিন । এখানে সফটওয়ারটিতে কোন সিরিয়াল কে নেই কিন্তু আমার কাছে ভাইরাস ও মেলওয়ার মুক্ত ক্র্যাক আছে । লগলে অবশ্যই জানাবেন ।
প্রথমে hide ip browser টি ওপেন করুন পরে প্রক্সি সার্ভারে ক্লিক করুন যেকোন একটি দেশের নাম সিলেক্ট করুন । পরে পাশের ঘরে যেকোন একটি এরিয়া সিলেক্ট করুন । পরে পাশের ঘরে যেকোন একটি আইপি এ্যাডড্রেস সিলেক্ট করুন । দেখুন আপনার রিয়েল আইপিটি বদলে গেছে ।
যদি কারও মাইক্রোসফটের জেনুইন সিরিয়াল দরকার হয় তাহলে এখান থেকে ডাউনলোড করুন । আর ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে ।
বিদ্রঃ এটা দিয়ে শুধুমাত্র আইপি চেন্জ করে । এই সফটওয়ার দিয়ে ফাইল ডাউনলোড করতে গেলে সমস্যা দেখা দিতে পারে । তাই মজিলা বা এক্সপ্লোরার দিয়ে ফাইল ডাউনলোড করুন । আইপি ধরে ফেললে একই নিয়মে অন্য আইপি ব্যবহার করুন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
LOTUS vhai, ami sound dilam. amar ‘crack’ lagbe.