Adsense নিয়ে আপনার সকল সমস্যার সমাধান ।

 Adsense2005     টেকটিনসে এখন Adsense এর ঝড় বৈইছে। Visitor-Tuner  প্রায় সবার মুখে একটাই প্রশ্ন কিভাবে Adsense ব্যবহার  করে একটা ভাল পরিমান টাকা উর্পাজন করা যায়। কিন্তু এর রহস্য টেকটিনসের Tuner দের খুব কম Tuner-ই জানেন আর যারা জানেন তারাও তা প্রকাশ খুলতে ইচ্ছুক নন। আবার কেউবা প্রকাশ করতে চাইলেও উপযুক্ত তথ্যের অভাবে তা করতে পাড়ছেন না। আর এসব কারনেই প্রতিনিয়নত টেকটিনস্এ বাড়ছে Adsense নিয়ে জটিলতা । বাড়ছে Visitor ও Tuner দের মধ্যে নানা বিভ্রান্তি। আর এ কারনেই আমি আজকে আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেখানে বাংলায় Adsense নিয়ে বিস্তারিত আলচনা কারা আছে । প্রতি মাসে কিভাবে $৪০০-$৫০০ উর্পাজন করা যায় সে সর্ম্পকে অনেক মূল্যবান তথ্য দওয়া আছে। আর সাইটি হচ্ছে জিন্নাত উল হাসান  ভাই-এর সাইট -- http://bn.jinnatulhasan.com   ।

এই সাইটি সর্ম্পকে Tuner দের অনেকেই হয়তোবা যানেন তার পরও যারা জানেন না তাদের  সবাইকে সাইটি ভিজিট করার জন্য অনুরূধ করছি। এর পরও যদি কোন সমস্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাইট:- http://bdblog.orgfree.com and http://mylink.orgfree.com

আমার Email ID: [email protected]

আপনাদের মনে যেকোন প্রশ্ন থাকতে Comment করে জানাবেন।

Level 0

আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন কিছু বলবার মত নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জানতাম। ধন্যবাদ।

Level 0

Thanks A Lot Boss

আমি ওনাকে ব্যাক্তিগত ভাবে চিনি। কিন্তু লন্ডন এবং বাংলাদেশের মানুষের জ্ঞান এবং মনমানসিকতায় অনেক পার্থক্য তাই যেভাবে এসইও এবং পেজ ডিজাইন করলে ওখানে সাফল্য পাওয়া যাবে এখানে একইভাবে পাওয়া যাবে না।

ধন্যবাদ।। তবে আমি উনার ব্লগ অনেক আগেই পড়েছি। উনার টিপস গুলো অতি সাধারন । তবে হ্যাঁ যারা গুগোল এ্যাড্‌সেন্স্‌ এ নতুন তাদের জন্য এগুলো বেশ গুরুত্ব পুর্ন।
তবে শুরুতেই যে আপনার $৪০০-$৫০০ তা কিন্তু নই। ১০০$ হলে সেটাও কি কম নাকি?? তবে একটা ওয়েব সাইট এর বয়স যত বাড়বে সেই সাথে সেই সাইটের পপুলারিটি ও বাড়বে। সুতরং সবাই নির্ভয়ে শুরু করে দিন। এটা তে সাফল্য আসবেই। হয় তো কারও বেশি আবার কারও কম।

সাকিল ভাই এবং http://www.Linkinworld.com আপনাদের কথা ঠিক অাছে তবে এটা নতুন Adsense ব্যবহার কারীদের খুব উপকারে আসতে পারে।
আর সাকিল ভাইকে অনুরূধ করব আপনি অতি শীঘ্রই আপনার Adsense এর উপর টিপস্ গুলো প্রকাশ করবেন।

Level 2

আমিও আগে পডেছি।ওনার টিপসগুলো আনেক হেল্পফুল।

Level 0

ধন্যবাদ, Sayed ভাই।

বেশ কিছুদিন আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে লেখা হয়নি। আজ যেহেতু আমার ব্লগ নিয়ে কথা হচ্ছে, তাই মন্তব্যগুলোর উত্তর না দিয়ে পারলাম না।

@Abdullah Abu Sayed, আমি কেবলমাত্র আমার অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে শেয়ার করে থাকি। আমার কাছে স্বল্প সময়ে কিংবা সহজে পয়সা কামানোর কোনো উপায় নেই। আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মেনে চললে ৪০০ কিংবা ৫০০ ডলার কামাতে পারবেন, এমন কোনো গ্যারান্টি আমি দেই না। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, সাধ্যমতো উত্তর দিতে পারি। শুধুমাত্র এতটুকু করারই ক্ষমতা আমার আছে।

@শাকিল আরেফিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা ব্লগিং কোনো ভৌগলিক রেখায় সীমাবদ্ধ নয়। তাই লন্ডন হোক, আর বাংলাদেশই হোক – সবখানেই গুগল একইভাবে কাজ করে। শুধুমাত্র ভাষার পার্থক্য। আর আপনি যদি নিজেকে কোনো নির্দিষ্ট জনগোষ্টির জন্য আবদ্ধ করে ফেলেন, তাতে আপনি নিজেরই ক্ষতি করবেন।

@www.Linkinworld.com, জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন। আমার টিপসগুলো সত্যিই অতি সাধারন মানের। কারন কি জানেন, আমি খুব একটা বেশি কিছুই জানি না। যা জানি তাই লিখি। আর যাদের জন্য লিখি, তারা ওইগুলোই জানে না। বেশি কঠিন করে লিখলে জ্ঞান শেয়ারের যে উদ্দেশ্যে এত কষ্ট করছি সেটিই অর্জিত হবে না। আর সার্চ ইঞ্জিনের কাজ শুধু আমার ব্লগিংয়েই ব্যবহার করি না, বরং আমি একই কাজে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছি।

আমার মন্তব্য প্রকাশিত হচ্ছে না কেন?

আমার আগের মন্তব্যটির জন্য দু:খিত। গতরাতে কয়েকবার মন্তব্য করার চেষ্টা করেছি কিন্তু মন্তব্যগুলো প্রকাশিত হয়নি, তাই হতাশ হয়ে আজকে যখন মন্তব্য করলাম, দেখি এবার প্রকাশিত হয়ে গেল।

বেশ কিছুদিন আগেই টেকটিউনে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি। আর আজ যখন আমার ব্লগ/ওয়েবসাইট নিয়ে কথা হচ্ছে তখন মন্তব্য না করে পারলাম না।

@Abdullah Abu Sayed, আমার ব্লগে আমি আমার অর্জিত জ্ঞানগুলো অন্যদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। আমি কখনই মাসে হাজার হাজার টাকা আয়ের গ্যারান্টি দেই না কিংবা আমার কাছে কোনো সহজ উপায়ে স্বল্প সময়ে ডলারের মুখ দেবার কোনো স্কিমও নেই। আমি শুধু আমার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে অন্যদের সাহায্য করতে। আমার বাংলা ব্লগটি কোনোরুপ পয়সা কামানোর জন্য সৃষ্টি করা হয়নি। ব্লগটি পড়ুন, এডসেন্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে প্রশ্ন থাকলে আমাকে জানান – আশা করি সাহায্য করতে পারব।

@শাকিল আরেফিন, ইন্টারনেট পৃথিবীর সবদেশেই সমানভাবে কাজ করে, শুধু এর ব্যবহারকারীই কেবল স্থানভেদে ভিন্ন। তাই বলে কোনো ওয়েবসাইট / ব্লগ বানানোর সময় ভৌগলিক সীমারেখায় আবদ্ধ করে ফেললে আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলছেন। একটি সুন্দর ওয়েবসাইট পৃথিবীর সবার জন্যই সুন্দর – তাহলে লন্ডনের জন্য আর বাংলাদেশের জন্য ডিজাইন কেন আলাদা হবে?

@www.Linkinworld.com, জি ভাই, আপনি ঠিকই বলেছেন – আমার টিপসগুলো খুবই সাধারন। কেন জানেন? কারন আমি তেমন কিছুই জানিনা। যা জানি, তাই লিখি। আর আমার ব্লগের যারা পাঠক, তারা ওগুলোই জানতে চায়। অন্যদিকে ওই জ্ঞানকে ভর করেই আমি লন্ডনে একটি প্রতিষ্ঠানে ওয়েবডেলেপার + সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে কাজ করছি।

সবাইকে আমার ব্লগে ( http://bn.jinnatulhasan.com/ ) আমন্ত্রন রইল।

ধন্যবাদ।

@ জিন্নাত উল হাসান —- সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমি আপনার ঐ টিপস কে সাধারন বলেছি বলে হয় তো আমার উপরে রাগ করেছেন। কিন্তু আমি সেটা বুঝাতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যে প্রতি মাসে $৪০০-$৫০০ আয়ের সাপেক্ষে এটা সাধারন। তবে হ্যাঁ চেষ্টা করলে অত বেশি আয় করা যায় কিন্তু আমাদের সমস্যা হল আমরা বলার সময় যতটা সহজ মনে করি আসলে করতে গেলে ততটা সহজ না। যায় হোক মোটামুটি যারা নতুন আছে তাদের জন্য আপনার টিপস গুলো অসাধারন!!!
আমি আশা করবো আপনি গুগোল এ্যাড্‌সেন্স্‌ সম্পর্কে আরও ভালো ভালো তথ্য আমাদের উপহার দিবেন।

হাসান ভাই আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ একমত তবে লন্ডন এর মানুষ যেমন জানে এখানকার মানুষ ততটা জানেনা তাই একই ধরনের লেখা ওখানে যেমন সাফল্য পাবে এখানে তেমন পাবে না আবার এখানে যেটা সাফল্য পাবে ওখানে সেটা পাবে না। আর এখানকার মানুষ খুবই সাধারন তাই তাদের চাওয়া গুলোও খুব সাধারন।অপটিমাইজেশন কেন আলাদা সেটাও আপনার সাথে দেখা হলে ব্যখ্যা করবো।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আর আশা করি এখানে নিয়মিত আসবেন। আপনার লেখা বা মন্তব্য পেলে টেকটিউন আরো সমৃদ্ধ হবে।

@শাকিল আরেফিন,

আমি সবকিছু মানতে রাজি আছি, কিন্তু স্থানভেদে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিন্ন এটা কখনই মানতে পারব না। ভিন্ন হলে হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং … সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের একটি অংশ।

আর বাংলাদেশ নিশ্চয়ই অন্যান্য দেশ থেকে বেশিদিন পিছিয়ে থাকবে না, তাই বাংলাদেশের ব্যবহারকারিদের জন্য Search Engine Marketing (SEM) করে আপনি নিজেকেই পিছিয়ে দিচ্ছেন।

আমি আজকের কথা চিন্তা করি না, আমি আগামীকালকে দেখতে চেষ্টা করি।

@ হাসান ভাই ঠিকই বলেছেন। আমি অতটা বিষদভাবে ব্যাখা করিনি তা আপনি করেছেন ধন্যবাদ। তবে আজকের দিনটা শেষ করেই না আগমীকাল। আজ যদি শূন্যতা থাকে তবে আগমীকাল সাফল্য পাওয়া সম্ভব না। তবে আমি ভবিষ্যতের কথাও চিন্তা করছি কিন্তু বর্তমানকে বাদ দিয়ে নয়। আবারো ধন্যবাদ আপনাকে আর আশা করবো এভাবেই আপনার আগমনে আরো সমৃদ্ধ হবে টেকটিউন।

আচ্ছা যাই হোক, হাসান ভই এবং সাকিল ভাই উভয়ের কথার মধ্যেই যথেষ্ঠ যুক্তি আছে। তবে আমরা যারা সাধারন ব্যবহারকারী আছি তারা এর উপর যতটুকু তথ্য পাইনা কেন সবটুকুকেই খুব মল্যবান বলে মনে করি কারণ এই বিষয়ের উপর বাংলাতে লেখা সঠিক তথ্যের খুব অভাব। আর ইংরেজীতে দেওয়া তথ্য গুলো পালন করা অধিকাংশ ক্ষেত্রেই ঝুকি পূর্ন আর অনেকেই ওইসব ভালভাবে বুঝেনা তাই । তাই Adsense এর উপর যে যতটুকু সঠিক তথ্য দিতে পারবে তাতেই আমাদের অনেক উপকার হবে।

Level 0

এডসেন্স সম্পর্কে আমি প্রথম জানতে পারি সামুর ব্লগার ত্রিভুজ দার পোস্ট পড়ে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারি হাসান ভাইয়ের ব্লগে এসে। আমার মতে, হাসান ভাইয়ের ব্লগ নতুন-পুরাতন সবার জন্যই সমান। একটি উদাহরণ দেখুন_ একটি শিশুকিশোর বই ছোটদের সাথে সাথে বড়রাও পড়তে পারে কিন্তু একটি এডাল্ট বই বড়দের সাথে সাথে ছোটরা পড়তে পারে না। হাসান ভাইয়ের ব্লগটিও এরকম বলেই আমি মনে করি। ওনার টিপসগুলো খুবই সহজ-সাবলীল ভাষায় লেখা। সবচে’ বড় কথা, উনি খুবই হেল্পফুল। অনলাইন ভিত্তিক যেকোনো হেল্পের প্রয়োজন হলে উনার সাথে যোগাযোগ করলেই হয়। হাসান ভাইয়ের কাছে মেইল করে আমি যতো তাড়াতাড়ি একটা বিষয়ের সমাধান পেয়েছি, আর কারও কাছে এমনভাবে সাড়া পাইনি।
হাসান ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ এই পোস্টদাতাকে।

ভাই Tax information update করবো কি দিয়ে? আমার payment hold অবস্থায় আছে। আর PIN আসবে নাকি পোষ্টের মাধ্যমে তা কবে ?