আমি অনেকদিন আগেই একটা কথা শুনেছিলাম "বিজ্ঞাপন হিট তো ব্যবসা বাম্পার হিট!" প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার তাগিদে কোম্পানীর মূল টার্গেট হয়ে দাড়িয়েছে যে কিভাবে সুন্দর এবং সাবলীল বিজ্ঞাপনের উপস্থাপনের মাধ্যমে মার্কেট নেয়া যায়। আমার মতে এটি বর্তমানে বাজারের একটি বড় ক্রেজ এবং নিজের পন্যকে গ্রাহকদের কাছে তুলে ধরার সবচেয়ে শক্তিশালী উপায়। এ্যাড এ ভালো আকর্ষন এবং ক্রিয়েটিভিটি রাখতে পারলে আপনি অন্তত একবার হলেও পন্যটি ব্যবহার করে দেখতে চাইবেন। আবার ভালো মানের বিজ্ঞাপন না হলে অনেক ভালো প্রোডাক্টও বাজার তেমন একটা হোল্ড করতে পারেনা। আমাদের দেশেও আজকাল অনেক ভালো বিজ্ঞাপন হচ্ছে। আবার কিছু বিজ্ঞাপন দেখলে বমি চলে আসে। আবার ভারতের অধিকাংশ বিজ্ঞাপনই দেখার মত।
যাই হোক, আমার দেখা কিছু আন্তর্যাতিক মানের জোসস্ ক্রিয়েটিভ বিজ্ঞাপন তুলে ধরলাম। আশা করি টিউনার বন্ধুরা অনেক মজা পাবেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ভাল লাগল।