পিসি কেনার আগে একটু ভেবে নিন

পিসি কেনার আগে যে বিষয়টির প্রতি আমরা নজর দেই সেটি হলো পিসির কনফিগারেশন। আমরা ধরে নেই RAM আর প্রসেসরের স্পিড বেশি হলেই মেশিনের পারফর্ম্যান্স ভালো পাওয়া যাবে। কিন্তু বিষয়টি আসলে সে রকম নয়। অনেকেই হাই কনফিগারশেনর মেশিন কিনে দেখেন তেমন স্পিড পাচ্ছেন না। কারণটা আসলে কি ?

গতকাল আমার এক বন্ধু আমাকে একটি প্রশ্ন করল- আর আমি আপনাদের তা করছি। প্রশ্নটা হলো : উইন্ডোজ এক্সপি সর্বোচ্চ কত RAM আর প্রসেসর সাপোর্ট করে ?

আমার এই বন্ধুটি (নাম: আসাদুর রহমান সজল) থাকরাল ইনফরমেশস সিস্টেমস লিঃ (আইবিএম, বাংলাদেশ বললে মনে হয় ভালো)-এ সিনিয়র এক্সিকিউটিভ, সাপোর্ট-এ 2 বছর ধরে আছে। তার এমন প্রশ্ন যে কোনো কারণ ছাড়া নয়, উত্তর শুনে বুঝতে পারলা৷ তার ভাষ্য মতে উইন্ডোজ এক্সপি'র আর্কিটেকচারে নাকি বলা আছে যে এই অপারেটিং সিস্টেম সর্বোচ্চ ২টি কোর (ডুয়াল কোর প্রসেসর) এবং ৩জিবি পর্যন্ত RAM সাপোর্ট করে৷ এখন আপনি যদি কোর ২ ডুও (২*২টি কোর) বা এর বেশি প্রসেসর ব্যবহার করেন তাহলে কোনো লাভ হবে না৷ কারণ ওএস থেকে সাপোর্ট আপনি ২টি কোরেরই পাবেন, আর বাকি ২টি অকেজো৷ আর RAM ঠিকই দেখাবে কিন্তু কাজ করবে সর্বোচ্চ ৩জিবি পর্যন্ত৷ এখন হয়তো বুঝতে পারছেন কেন মেশিন স্লো থাকে৷ আর একটি বিষয়, ডুয়াল কোর প্রসেসরে এলটু ক্যাশ হলো ৪ এমবি (২*২) আর কোর ২ ডুওতে ২ এমবি (১*২)৷ এখানেও কিছুটা স্পিড কমে যায়।

এবার আসি ভিসতা নিয়ে৷ এটি সর্বোচ্চ ৪টি কোর (কোর ২ কোয়াড প্রসেসর) এবং ৮-১২ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে৷ তাহলে এভাবেই মেশিন কনফিগারেশ করুন৷

সর্বশেষে, বলতে পারেন কেন এত তাড়াতাড়ি মাইক্রোসফট উইন্ডোজ সেভেন নিয়ে এসেছে ? আমার ধারণা মতে, যদি প্রসেসরের এই কোর-এর উপর ভিত্তি করে ওএস তৈরি হয়, তাহলে ইন্টেল-এর নতুন প্রসেসর কোর আই-৭ এর জন্য উইন্ডোজ সেভেন আসাটা স্বাভাবিকই বলা যায়৷ কারণ এতে ভিসতা বা এক্সপি চালালে পারফরম্যান্স কি পাওয়া যাবে আপনারাই ভেবে দেখুন৷

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুনদোর একটা tune . thank’s মেহেদি ভাই। ওনেক কাজে দিবে

আপনের mail address টা দিবেন?

Level New

মেহেদি ভাই,খুব সম্ভবত আপনার কথায় একটু ভুল আছে।র‌্যাম সাপোর্টের ব্যাপারটা অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে না।এটা নির্ভর করে ওএস কত বিট ডাটা ট্রান্সফার স্ট্রাকচার বিশিষ্ট তার উপর।এক্সপির আমরা যেসব ভার্সন ব্যবহার করি তার সবই ৩২ বিট।আর উইন্ডোজের ৩২ বিট ওএস কখনোই ৩ গিগার বেশি র‌্যাম চিহ্নিত করতে পারে না।ভিসতায় এসে প্রথম ৬৪ বিট ওএস চালু করে মাইক্রোসফট,যা উইন্ডোজ সেভেনেও অব্যাহত আছে।
আর কোর আই সেভেনের পুরো পারফরম্যান্স ভিসতা থেকেও পাওয়া যাবে।
আর উইন্ডোজ সেভেন নিয়ে আমি জানুয়ারী’২০০৯ এ এবং কোর আই সেভেন নিয়ে মার্চ’২০০৯ এ মাসিক টেকনোলজি টুডে পত্রিকায় প্রচ্ছদ রচনা লিখেছিলাম।সেখানে কোর আই সেভেনের স্ট্রাকচার,কর্মপদ্ধতি এবং বাজারে প্রচলিত প্রসেসরের সাথে তুলনা বিস্তারিতভাবে দেয়া আছে।আর পিসি ওয়ার্ল্ড তাদের কোর আই সেভেন বেঞ্চমার্ক পরীক্ষায় কিন্তু ভিস্তা ব্যাবহার করেছে,৬৪ বিটের।
ঘটনা হচ্ছে সিস্টেম হার্ডওয়ার ফাস্ট,কিন্তু ওএস কেও তো ফাস্ট হতে হবে।আপনি কোর আই সেভেন লাগালেন,আর ওএস হচ্ছে উইন্ডোজ ৭ ৩২ বিট,তাহলে কিন্তু হবে না।আর ৬৪ বিট এক্সপি স্পেশাল এডিশনগুলা কোর আই সেভেন সাপোর্ট করে।কেননা ব্যাপারটা ওএস এর প্রশ্ন না,প্রশ্ন হচ্ছে হার্ডওয়ার কি টেকনোলজিতে চলে এবং ওএস কি তা সাপোর্ট করে কিনা।এক লাইনে উত্তর হচ্ছে-কত বিট ওএস ব্যবহার করেন আপনি?
আমার এই কথাগুলা যাচাই করতে চাইলে আমার কাভার স্টোরিগুলা দেখতে পারেন।দৈনিক ইত্তেফাকেও ১১ ফেব্রুয়ারি তা ছাপা হয়েছিল।আর ইন্টেল কিংবা মাইক্রোসফট ওয়েবসাইট!!!লিংক দেয়া লাগবে নাকি?
ধন্যবাদ

Level New

আর কেন উইন্ডোজ সেভেন এত তাড়াতাড়ি?এর সাথে কোর আই সেভেনের যতটা না সম্পর্ক তার চেয়ে বেশি ভিসতার।কেননা মাইক্রোসফট লাভের জন্য ওএস বের করে।আর ভিস্তা কর্পোরেট ব্যবহারকারীরা গ্রহন করেনি কম্পাটিবিলিটির জন্য।তাই এদেরকে এক্সপি থেকে সরিয়ে ৭ এর কপি হাতে তুলে দেয়াই,মানে বিক্রি বাড়ানোই প্রধান উদ্দেশ্য।অন্য প্রতিদ্বন্দ্বীতো আছেই,যেমন-এপল বা গুগল।
এই ব্যাপারেও যেকোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন।আর আমি গত নভেম্বর’২০০৮ থেকেই উইন্ডোজ ৭ ব্যবহার করছি বাসায়।আমি সন্তুষ্ট।এইটা বলাই যায়।

Level New

আরো কিছু তথ্য জানিয়ে রাখি
উইন্ডোজ ভিসতা র‌্যাম সাপোর্ট
সকল ভার্সন(৩২ বিট)/এক্স৮৬ সিপিইউ আর্কিটেকচার
৪ গিগা দেখাবে,৩ অথবা ৩.৩ গিগা ব্যবহারযোগ্য(গ্রাফিক্স মেমোরির উপর নির্ভর করে)
৬৪ বিট/এক্স৬৪ সিপিইউ আর্কিটেকচার
হোম বেসিক- ৮ গিগা,হোম প্রিমিয়াম-১৬ গিগা,বিজনেস/এন্টারপ্রাইজ/আল্টিমেট-১২৮ গিগা

উইন্ডোজ ৭ র‌্যাম সাপোর্ট
সকল ভার্সন(৩২ বিট)/এক্স৮৬ সিপিইউ আর্কিটেকচার
৪ গিগা দেখাবে,৩ অথবা ৩.৩ গিগা ব্যবহারযোগ্য(গ্রাফিক্স মেমোরির উপর নির্ভর করে)
৬৪ বিট/এক্স৬৪ সিপিইউ আর্কিটেকচার
হোম বেসিক/স্টার্টার- ৮ গিগা,হোম প্রিমিয়াম-১৬ গিগা,প্রফেশনাল/এন্টারপ্রাইজ/আল্টিমেট-১৯২ গিগা
এবার একটা কপি পেস্ট তথ্য
উইন্ডোজ ৭ আল্টিমেট ৩২ বিটে ৬ গিগা র‌্যাম লাগাবার পর সিস্টেম ইনফরমেশনটা দেখুন
Installed Memory: 6.00 GB (3.00 GB usable).

Level 0

@সেতু, আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগল। কারণ এর মাধ্যমে অনেকেই আসল বিষয়গুলো বুঝতে পারবেন। তবে যে বিষয়টা আমার খটকা লেগেছে তা তুলে ধরলাম।
1. আপনি বলেছেন, “র‌্যাম সাপোর্টের ব্যাপারটা অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে ওএস কত বিট ডাটা ট্রান্সফার স্ট্রাকচার বিশিষ্ট তার উপর।” বিষয়টা তো একই হলো। আপনি ভেঙ্গে বলেছেন আমি বলিনি। ডাটা ট্রান্সফার স্ট্রাকচার তো ওএস-এরই আর্কিটেকচারের মাঝে।
2. আপনি ভুল বলেছেন। আর তা হলো, উইন্ডোজ এক্সপিরও 64 বিট আছে। এবং আমার অফিসেই তা ব্যবহার হচ্ছে। ভিসতা থেকে তা প্রথম নয়। এবং আমার জানা মতে 2003 সার্ভারও 64 বিট-এর হয়।
3. আমরা যারা হোম ইউজার তারা প্রত্যেকেই 32 বিট ওএস ব্যবহার করি। আপনিও করেন। তাই কোর আই সেভেন যদি 64 বিট দিয়ে বেঞ্চমার্ক পরীক্ষা করা হয় তাহলে তা আমাদের মতো দেশের হোম ইউজারদের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে আশাকরি আপনি তা বুঝতে পারছেন।
4. আপনি একজন আইটি লেখক/সাংবাদিক হয়ে কিভাবে বলেন যে আপনি গত নভেম্বর ২০০৮ থেকে উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন৷ আমি ঠিক বুঝতে পাররাম না৷ আপনি বারবার আপানার নিজের লেখার রেফারেন্স টানছেন৷
সেজন্য উইকিপিডিয়ার এই লিংকটি http://en.wikipedia.org/wiki/Windows_7 দিলাম৷
আর দ্বিতীয় লিংকটিতে http://windows7news.com/tag/windows-7-release-date/ বলা আছে যে বেটা ভার্সন বের হয়েছে ফেব্রুয়ারী ২০০৯-এ৷ কার ইনফরমেশন ভুল একটু জানাবেন ?

ও ভালো কথা, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে বছর পাঁচেক আগে আমিও কম্পিউটার টুমরো এবং টেকনোলজি টুডেতে লেখালেখির সাথে যুক্ত ছিলাম৷

Level New

এক এক করে উত্তর দেই
১. হ্যা ভাই একি কথাই বলেছি।
২ . আমি বলেছি আমরা যেসব এক্সপি ব্যবহার করি…পরে বলেছি এক্সপিরো ৬৪ বিট ভার্সন আছে।আমি ভুল লিখেছি এইটা যে ভিস্তায় এসে প্রথম ৬৪বিট চালু করে।দুঃখিত এই ভুল তথ্যের জন্য।হ্যা আমি জানি।এক্সপি প্রোফেশনাল,সার্ভার ২০০৩,মিডিয়া সেন্টার ২০০৫ এই তিনটির ৬৪বিট ভার্সন আছে।
৩ . পিসি ওয়ার্ল্ড কিন্তু ৬৪ বিট ভিস্তাই ব্যবহার করেছে।আর পারফরম্যান্স?হ্যা ভাই বুঝি,এইটা নিয়ে বলে লাভ নাই।তবে সত্য কথা হচ্ছে এখনো কোর আই সেভেনের সামর্থকে কাজে লাগাতে লাগাতে সক্ষম এমন এপ্লিকেশন/ওএস কই?তাই না?সময় লাগবে।এই যা..
৪. আগে অন্য কথা,সাইটে ভুল আছে!!!!আপনি সাইটের ঐ পেজেরই একটু নিচে নেমে Does It Really Matter When The Windows 7 Beta Will Be Released? এই শিরোনামের আর্টিকেলটা দেখলেই বুঝবেন,বেটা রিলিজ হয়েছে ৯ জানুয়ারী,আর রিলিজ ক্যান্ডিডেট ৫ মে,এবং মেইন কপি বের হবে ২২ অক্টোবর।আর অত্যন্ত সৌভাগ্যের কথা আমি সাইটটির সাথে কাজ করার বেশ কিছু সুযোগ পেয়েছিলাম!!!কেননা আমি নিজেকে সেই অল্প কিছু সংখ্যক ভাগ্যবানের একজন মনে করি যারা ২০০৮ থেকে উইন্ডোজ ৭ ব্যবহার করে আসছে।তাই অনেক আগে থেকে এডমিনের সাথে যোগাযোগ ছিল।

উইন্ডোজ ৭ নির্মানের বিভিন্ন ধাপ ছিল।একেকটি ধাপ শেষ হবার পর ঐ অবস্থাতেই কপিগুলো টেকনিকাল রিভিউর জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মাইক্রোসফট ডেভেলপারদের কাছে পাঠান হয়।এরকম ধাপগুলোর মধ্যে অন্যতম ছিল মাইলস্টোন ১,২,৩,প্রি বেটা,বেটা,প্রি আরসি,আরসি,প্রি আরটিএম,আরটিএম।এর মধ্যে শুধু বেটা ও আরসি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।যেহেতু আগে থেকেই আমার এই ব্যাপারে আগ্রহ ছিল তাই খোজ রাখছিলাম নেটে।কোনো না কোনো পি২পি বা টরেন্টে পাবার পরই!!!!!!!!!!!
যেমন একটা নিউজ বলি।আমি যতটুকু জানতে পেরেছি,উইন্ডোজের ৮ এর মাইলস্টোন ১ এর কাজ শেষ।কিন্তু কপির কোনো খোজ এখনো আমি পাইনি!!!!এটি বাজারে আসবে ২০১১তে!
আরেকটি তথ্য।উইন্ডোজ ৭ এর এমন কতগুলা আলাদা কপি আছে মাইক্রোসফটের কাছে জানেন?প্রায় ১১০০ এর মতো!!!!এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র নেই বলে আমরা আইটি সাংবাদিকরা এসব প্রকাশ করি না বা টেকটিউনের মতো সাইটেও এসব বলি না।কারন বললে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।আর আমি নিজে এর মধ্যে ৬ টি উইন্ডোজ ৭ কপি ব্যবহার করেছি।
কেন আমার লিখার কথা টানা?আমি নিজে লিখেছি,প্রতিটা ৪-৬ পৃষ্ঠা,এবং আমি বাংলায় লিখেছি.।সুতরাং নিজের লিখাকে অগ্রাধীকার দিতেই পারি আমি।তাই না???
আর আমার পুরো নাম মোঃ আবু সাদেক।টেকনোলজি টুডের কোন সংখ্যায় লিখেছেন আপনি?বললে এখনি দেখব।
ধন্যবাদ।

Level 0

হঁ্যা ভাই, আমি আপনার আসল নাম লেখাতে দেখেছি৷ আপনার কিছু লেখাও আমি পড়েছি৷ তবে এখন সেগুলো মনে করতে পারছি না৷ ভাই আমার কথায় মাইন্ড করবেন না৷ আপনি যে লাইনে (আইটি সাংবাদিকতা) আছেন এক সময় আমিও ছিলাম৷ আমি আমার লেখাগুলো আরাফাতুল ইসলাম নয়ন ভাইকে দিতাম৷ তাকে নিশ্চয় চিনেন৷
আমি আপনার সাথে কোনো তর্কে জেতে চাই না৷ কারণ এখন আমার নলেজ আর আগের মতো নেই৷ সাংবাদিকতা করতে গেলে প্রচুর জানতে হয় এবং ঘাটতে হয়৷ আপনারা তা করছেন৷ আমি করছি না৷ তাই গ্যাপ তৈরি হয়েছে৷ এবং আপনার লেখা পড়ে নতুন কিছু জানলাম৷ ধন্যবাদ আপনাকে৷

Level New

হ্যা ভাইয়াকে চিনি।আর কম্পিউটার টুমরোতে পাঠক হিসেবে ২০০০/২০০১ এর দিকে আমার কয়েকটি চিঠি/লিখা ছাপা হয়েছিল।
আসলে আইটিতে সাংবাদিকতা করতে গিয়ে এই ধরনের নিউজ সংগ্রহ করাটা এখন হবি হয়ে গেছে।নেটে ঘন্টার পর ঘন্টা ঘাঁটতেই থাকি।আর গ্যাপ?সেটাও বুঝি।কারন মাঝে ২০০৪-২০০৫ আমিও একটু দূরে ছিলাম সব কিছু থেকে।এবং আবার নতুন করে শুরু করাটা…একটু কষ্টেরই বটে।
ভালো থাকবেন।হয়তো ভবিষ্যতে কোথাও দেখা হয়েও যেতে পারে!

Level 0

ami kuwait a. thaki internet phone dia bangladesh a phone kori. sound clear paina. somadhan dila khushi hobo. thank you

Level 0

বুিঝিিন

Setu vaia ar Mehedi vaiar Kotha gula porlam . valo laglo Onek kisu jante parlam. Thanks A lot both….

ধন্যবাদ

Level 0

win7 32 bit koto core support kore?