স্মার্ট কাজে চাই স্মার্ট ব্যাকআপ

নোটবুকে কেন পোর্টেবল ড্রাইভ জরুরী :
অফিসে কিংবা বাসায় কাজে এবং বিনোদনে নিত্য সঙ্গী নোটবুক৷ নোটবুকে দরকারী তথ্য তো সাথেই থাকে! তাহলে আর পোর্টেবল হার্ডড্রাইভের দরকার কি? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন৷ বাজারে মোটামুটি ক্রয়সীমার মধ্যে যেসব নোটবুক পাওয়া যায় তাতে হার্ডড্রাইভের পরিধি বাড়ানোর কোনো উপায় নেই৷ এই বিল্ট-ইন ৪০-৮০ জিবি হার্ডড্রাইভ আপনার তথ্য ভাণ্ডারকে সীমিত করে ফেলছে৷ সময়ের আধুনিক সফটওয়্যার, প্রেজেন্টেশন, ডিজাইন, গুরুত্বপূর্ণ ফাইলে হার্ডড্রাইভ উপচে গেলে কি করবেন? একদিন সময় বুঝে অপ্রয়োজনীয় ফাইল বেছে ডিলিট করতে থাকবেন? কাজের ফাইলটিও গায়েব হয়ে যেতে পারে! এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে পোর্টেবল হার্ডড্রাইভ৷ যার ধারণক্ষমতা গিগাবাইটের সীমা অতিক্রম করে টেরাবাইট পর্যন্ত পেঁৗছেছে এবং বেড়ে চলেছে প্রতিনিয়ত৷

ডাটা ব্যাকআপ কেন জরুরী :
যাদের হার্ডড্রাইভ একবার ক্র্যাশ করেছে তারা বিশেষ করে ডাটা ব্যাক-আপের গুরুত্ব অনুধাবন করতে পারবেন সহজেই৷ সব হারিয়ে হঠাত্‍ করে যেন শুন্য হয়ে যাওয়া৷ ই-মেইল ব্যাক-আপ, প্রিয় মুহূর্ত, গুরুত্বপূর্ণ ফাইলের একটি ব্যাক-আপ থাকলে আর টেনশন নেই৷ অনেকে বলতে পারেন হার্ডড্রাইভ ক্র্যাশ করলে তা আবার পুনরুদ্ধার করা যায়৷ কিন্তু পরিস্থিতির শিকার যারা তারাই জানেন, বিষয়টি কতটা ঝামেলা এবং ব্যয়সাধ্য৷ স্মার্ট হোন, এখনি ডাটা ব্যাক-আপ রাখুন৷

প্রিয় মুহুর্ত, মুভি, ছবি সব আপনার সাথেই :
প্রিয় গান বা মুভির তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন৷ কিন্তু পর্যাপ্ত জায়গা নেই কম্পিউটারে৷ বাধ্য হয়ে নতুনকে জায়গা দিতে মুছে ফেলতে হচ্ছে পুরাতনকে৷ কিন্তু সাধের ছবি, মুভি বা গান মুছে ফেলতে কার-ই বা ইচ্ছে করে৷ এই সমস্যার সমাধান করতে পোর্টেবল হার্ডডিস্কের কোনো জুড়ি নেই৷ আস্ত নোটবুক নিয়ে কেন ঝামেলা পোহাবেন, প্রিয় মুভিগুলোকে সাথে নিয়ে যেকোনো আনন্দ ভ্রমন হতে পারে আরও আনন্দময়৷

ডাটা নির্ভরতায় ওয়েস্টার্ন ডিজিটাল :
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় ওয়েস্টার্ন ডিজিটাল এবং ১৯৮৮ সাল থেকে তারা হার্ড ড্রাইভ তৈরি করে আসছে৷ প্রতিষ্ঠানের মূল অফিস ক্যালিফোর্নিয়ার লেইক ফরেস্টে৷ দুনিয়াজুড়ে ৪১ হাজার কর্মীবাহিনী কাজ করে যাচ্ছে৷ ম্যানুফ্যাকচারিং সুবিধা আছে ক্যালিফোর্নিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে৷ ডিজাইন হয় ক্যালিফোর্নিয়া এবং থাইল্যান্ডে৷ গত বছর জড়িপে ২য় অবস্থানে ছিল ওয়েস্টার্ন ডিজিটাল৷ ২০০৭ সালে ল্যাপটপ ড্রাইভের জন্য প্রথমবারের মতো তৈরি করে ২৫০ ও ৩২০ জিবি হার্ডড্রাইভ৷ ১ টেরাবাইট হার্ডড্রাইভ নির্মাণে এর অবস্থান দ্বিতীয়৷ কম্পিউটার সোর্স নিয়ে এসেছে দুনিয়াজুড়ে বিখ্যাত ওয়েস্টার্ন ডিজিটাল-এর পণ্য সামগ্রী৷ ওয়েস্টার্ন ডিজিটাল হার্ডড্রাইভে আপনার ডাটা রাখুন নিশ্চিন্তে৷

বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.computersourcebd.com/product_list.php?p=hddext&b=1&mod=0

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

্ধন্যবাদ, এই সবের দাম সম্পকে কিছু জানাবেন্‌্‌্‌্‌্‌,?

Level 0

লিংক যুক্ত করা হলো

ভালই । মেমরীর দাম যেভাবে কমছে আর ধারনক্ষমতা বাড়ছে। মনে হয় কিছুদিনপর টেরাবাইটের পেনড্রাইভই বের হবে। হয়তো হার্ডডিস্ক ফেলেদিয়ে সেমিকন্ডাক্টর চিপ বসিয়েই কম্পিউটার দেদারসে চলবে। ও. এস. সিডির পরিবর্তে হবে বিক্রয় হবে রম চিপসে।
সেদিনের অপেক্ষায়- নাকে তেল দিয়ে ঘুমাই।

@Robayeth
পেপারে পড়ছিলাম দাম 14000-16000 টাকার মধ্যে

Level 0

@sajjathossain
আপনি মিস গাইড করছেন। দাম সর্বনিম্ন 4500/-. plz check link.

Ok আমার ভুল হতে পারে, আমি check করব।