নোটবুকে কেন পোর্টেবল ড্রাইভ জরুরী :
অফিসে কিংবা বাসায় কাজে এবং বিনোদনে নিত্য সঙ্গী নোটবুক৷ নোটবুকে দরকারী তথ্য তো সাথেই থাকে! তাহলে আর পোর্টেবল হার্ডড্রাইভের দরকার কি? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন৷ বাজারে মোটামুটি ক্রয়সীমার মধ্যে যেসব নোটবুক পাওয়া যায় তাতে হার্ডড্রাইভের পরিধি বাড়ানোর কোনো উপায় নেই৷ এই বিল্ট-ইন ৪০-৮০ জিবি হার্ডড্রাইভ আপনার তথ্য ভাণ্ডারকে সীমিত করে ফেলছে৷ সময়ের আধুনিক সফটওয়্যার, প্রেজেন্টেশন, ডিজাইন, গুরুত্বপূর্ণ ফাইলে হার্ডড্রাইভ উপচে গেলে কি করবেন? একদিন সময় বুঝে অপ্রয়োজনীয় ফাইল বেছে ডিলিট করতে থাকবেন? কাজের ফাইলটিও গায়েব হয়ে যেতে পারে! এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে পোর্টেবল হার্ডড্রাইভ৷ যার ধারণক্ষমতা গিগাবাইটের সীমা অতিক্রম করে টেরাবাইট পর্যন্ত পেঁৗছেছে এবং বেড়ে চলেছে প্রতিনিয়ত৷
ডাটা ব্যাকআপ কেন জরুরী :
যাদের হার্ডড্রাইভ একবার ক্র্যাশ করেছে তারা বিশেষ করে ডাটা ব্যাক-আপের গুরুত্ব অনুধাবন করতে পারবেন সহজেই৷ সব হারিয়ে হঠাত্ করে যেন শুন্য হয়ে যাওয়া৷ ই-মেইল ব্যাক-আপ, প্রিয় মুহূর্ত, গুরুত্বপূর্ণ ফাইলের একটি ব্যাক-আপ থাকলে আর টেনশন নেই৷ অনেকে বলতে পারেন হার্ডড্রাইভ ক্র্যাশ করলে তা আবার পুনরুদ্ধার করা যায়৷ কিন্তু পরিস্থিতির শিকার যারা তারাই জানেন, বিষয়টি কতটা ঝামেলা এবং ব্যয়সাধ্য৷ স্মার্ট হোন, এখনি ডাটা ব্যাক-আপ রাখুন৷
প্রিয় মুহুর্ত, মুভি, ছবি সব আপনার সাথেই :
প্রিয় গান বা মুভির তালিকা দীর্ঘ হচ্ছে দিন দিন৷ কিন্তু পর্যাপ্ত জায়গা নেই কম্পিউটারে৷ বাধ্য হয়ে নতুনকে জায়গা দিতে মুছে ফেলতে হচ্ছে পুরাতনকে৷ কিন্তু সাধের ছবি, মুভি বা গান মুছে ফেলতে কার-ই বা ইচ্ছে করে৷ এই সমস্যার সমাধান করতে পোর্টেবল হার্ডডিস্কের কোনো জুড়ি নেই৷ আস্ত নোটবুক নিয়ে কেন ঝামেলা পোহাবেন, প্রিয় মুভিগুলোকে সাথে নিয়ে যেকোনো আনন্দ ভ্রমন হতে পারে আরও আনন্দময়৷
ডাটা নির্ভরতায় ওয়েস্টার্ন ডিজিটাল :
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় ওয়েস্টার্ন ডিজিটাল এবং ১৯৮৮ সাল থেকে তারা হার্ড ড্রাইভ তৈরি করে আসছে৷ প্রতিষ্ঠানের মূল অফিস ক্যালিফোর্নিয়ার লেইক ফরেস্টে৷ দুনিয়াজুড়ে ৪১ হাজার কর্মীবাহিনী কাজ করে যাচ্ছে৷ ম্যানুফ্যাকচারিং সুবিধা আছে ক্যালিফোর্নিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে৷ ডিজাইন হয় ক্যালিফোর্নিয়া এবং থাইল্যান্ডে৷ গত বছর জড়িপে ২য় অবস্থানে ছিল ওয়েস্টার্ন ডিজিটাল৷ ২০০৭ সালে ল্যাপটপ ড্রাইভের জন্য প্রথমবারের মতো তৈরি করে ২৫০ ও ৩২০ জিবি হার্ডড্রাইভ৷ ১ টেরাবাইট হার্ডড্রাইভ নির্মাণে এর অবস্থান দ্বিতীয়৷ কম্পিউটার সোর্স নিয়ে এসেছে দুনিয়াজুড়ে বিখ্যাত ওয়েস্টার্ন ডিজিটাল-এর পণ্য সামগ্রী৷ ওয়েস্টার্ন ডিজিটাল হার্ডড্রাইভে আপনার ডাটা রাখুন নিশ্চিন্তে৷
বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.computersourcebd.com/product_list.php?p=hddext&b=1&mod=0
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
্ধন্যবাদ, এই সবের দাম সম্পকে কিছু জানাবেন্্্্্,?