নকিয়া সকল মডেলের বর্তমান দরদাম

কাজের জন্যই আমাকে নিয়মিত সকল মোবাইলের দরদাম কোম্পানীর কাছ থেকে সংগ্রহ করতে হয়।হঠাত করেই মাথায় আসলো টেকটিউনের পাঠকদের এটা জানালে মন্দ হয় না।তাই এই টিউন।আশা করি সবার কাযে আসবে।মনে রাখবেন এখানে আমদানীকারক কর্তৃক সর্বোচ্চ বিক্রয়মূল্য উল্লেখ করা আছে।আপনি দোকানে কিনতে গেলে দাম এর কিছুটা কমই হবে,বেশি হবার কোনো প্রশ্নই আসে না।

ভালো থাকবেন।আশা করি নিয়মিত এই টিউন আপডেট করতে পারব আমি ইনশাল্লাহ।

 dsc02722.JPG

নকিয়া এন৯৭ সম্পর্কে বিস্তারিত জানতে চান?এর ফিচার,ডিজাইন,পারফরম্যান্স,স্পেসিফিকেশন কিংবা সমস্যা?দেখতে চান এক্সক্লুসিভ ডিজাইন ফটো?তাহলে ক্লিক করুন এখানে

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কােজ অাসেব

Level New

আপনি যদি নিয়মিত আপডেট দিতে পারেন তাহলে তো মজাই হবে

Level New

নকিয়া 6120c & 5360 music express এর দাম জানালে ভাল হয়

Level New

@ Robayeth 6120c এর দাম দিলাম।দেখে নিন।
আর ৫৩৬০???????এইটা কোন মডেল ভাই?আমি আপনার পোস্ট দেখে নকিয়ার সাইট ঘুরে আসলাম।my search result is-

Search
Phone Finder resultsNo phones found!

To try free text search for “5360” in the phone specs

Level New

সরি ,ঐ টা হবে Nokia 5630 XpressMusic …এর দাম
আর 6120 সি এর দাম কই দিলেন? কমেন্ট এ বলেন না.।.।.।.।.।.।.।.।.।

Level New

দামের দিকে খেয়াল করেন।৩৬ নম্বর।
১১৭৫০ টাকা

ভাই জান দয়া করে আইফোন 32gb এর দাম বলতে পারবেন ধন্যবাদ

Level New

@সবাই,যারা যেকোনো ফোন মডেলের দাম জানতে চান
আমাকে কষ্ট করে [email protected]-এ দাম জানতে চেয়ে মেইল করতে আমি যত দ্রুত সম্ভব তা জানাবার চেষ্টা করব।মেইল বলছি কারন হয়তো কোনো ওয়েবপেজে করলে তা একটু পরেই আর খেয়াল থাকে না।
আর ওয়াহিদ ভাই,লেটেষ্ট দাম আমার জানা নেই।আমি জেনে আপনাকে জানাবো।ঠিক আছে?
সবাইকে ধন্যবাদ

please আমাকে এই মেইল এ জানাবেন [email protected] ধন্যবাদ

বুয়েটের ছাত্র, একটি পত্রিকার সম্পাদক, কম্পিউটার আর ওয়েবে বিশাল অভিজ্ঞতা যার তার টিউন তো আরো ভালমানের হওয়ার কথা। আপনার কাছ থেকে আরো ভালমানের টিউন চাই। আপনি মোবাইল বিষয়ক টিউন করতে চাইলে ফয়সাল ভাই এর টিউন গুলো দেখে শিখতে পারেন এ বিষয়ে। ধন্যবাদ আপনাকে।

আপনি মোবাইল বিষয়ক টিউন করতে চাইলে ফয়সাল ভাই এর টিউন গুলো দেখে শিখতে পারেন এ বিষয়ে।

মসকরা করলেন? ….
——————————-
শিখলাম: প্রফাইলে নিজের গুনকিত্তন করতে নাই,

Level New

@ শাকিল ভাই,আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।হ্যা আমি জানি।আপনার অভিযোগ আমি মেনে নিচ্ছি।এইটার কারন হচ্ছে-
আমি শুধু বলা যায় পরীক্ষামূলকভাবে এই টিউনগুলা করছি,আমার পুরানো লিখা থেকেই।এই মাসে আমার টার্ম একটা শেষ হলো,আগামী শনিবার থেকে আমার পরীক্ষা।আমি চাচ্ছি পরীক্ষামূলকভাবে দেখার জন্য কি ধরনের প্রতিক্রিয়া পাই।পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ।
আর আপনি প্লিজ আমার অন্য টিউনগুলা দেখে কমেন্ট করবেন।
ধন্যবাদ

@ সেতু… সমস্যা নেই আপনি চালিয়ে যান।
ধন্যবাদ আপনার টিউন এর জন্য…

Level New

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করবার জন্য

Level 0

সেতু ভাই, কিছু মনে করবেন না , এটা বর্তমান update prize নয়। Thanks for this tunes.

Level New

কিরণ ভাই,এইটা বাজেট পাশ(৩০ জুন) এর ২ সপ্তাহ পরের মূল্যতালিকা।চলতি সপ্তাহে দেশের বাজারে আবার নতুন মূল্যতালিকা আসতে পারে।আর বাংলাদেশে নকিয়া হ্যান্ডসেটের ৩ টি অথোরাইজড ডিস্ট্রিবিউটর আছে। আর ৩ কোম্পানীর নিজস্ব মূল্যে সর্বদাই মডেলভেদে ৫০-২০০/৩০০ টাকার একটা পার্থক্য থাকে।
আর আমি কি জানতে পারি কি কারণে আপনি এক/দেড় সপ্তাহ আগের একটি মূল্যতালিকাকে Updated মানতে পারছেন না?
একটা কথা সবাইকে জানিয়ে রাখি,বাজেটে ১২% মূল্য বৃদ্ধির পর সব বড় আমদানিকারক/কোম্পানীই তাদের বেশিরভাগ মডেলের দাম কিছুটা বাড়িয়েছে।আমার পিসিতে বাজেটের আগের মূল্যতালিকা দেখে আপনাকে বলছি(কিছু মডেল)-
নকিয়া ৩৬০০এস আগে-১১৫০০/- এখন ১২১০০/-
নকিয়া ৫৮০০ আগে ২৩২০০/- এখন ২৪০০০/-
নকিয়া ৫৩২০ আগে ১২৩০০/- এখন ১৩৬৮০/-
নকিয়া ৬৫০০ ক্লাসিক আগে ১৫০০০/- এখন ১৬৬৮০/-
নকিয়া ৭৬১০এস আগে ১৪৫০০/- এখন ১৪৩৫০/-
নকিয়া ই৫১ আগে ১৪৭৫০/- এখন ১৬৪০০/-
নকিয়া এন৮২ আগে ২১৭৫০/- এখন ২৪৪৫০/-
নকিয়া এন৮৫ আগে ২৭৬০০/- এখন ২৯৬৫০/-
নকিয়া এন৯৫(৮ গিগা) আগে ২৯৬০০/- এখন ৩৩৩৫০/-

প্লিজ ভাইয়া আমাকে জানাবেন কোন তথ্যের উপর ভিত্তি করে আপনি এই মন্তব্য করেছেন।আর আমার টিউনে ভুল থাকলে আমি সাথেসাথে তা সরিয়ে নিব।

@ সেতু… আমি ও আপনার সাথে একমত, কারন আমি ও যতদুর জানি আপনার কিছু কিছু মোবাইল সেট এর দাম ঠিক ই আছে। আমি খোঁজ নিয়েছি। অবশা অন্য গুলার দামের অবস্থা কি জানি না। তবে আশা করি কয়েকটা যখন ঠিক আছে বাকি গুলাও ঠিক। আর আগের থেকে সেট এর মুল্য বৃদ্ধি পেয়েছে এটা আমরা সবাই জানি।
@ Kiron আপনার জানা মতে সেট এর বর্তমান দামটা কত সেটা জানালে ভালো হত আর সেটা বেশি নাকি কম সেটাও জানা দরকার ছিল।

@ সেতু আপনি যদি সব ধরনের সেট এর দাম রেগুলার এই রকম আপডেট দিতে পারেন তা হলে ভালো হয়। আমি আপনার কাছ থেকে এই গুলা কালেক্ট করে আমার ওয়েব সাইট এ মোবাইল সেট এর দাম নিয়মিত আপডেট করতে পারবো। দেখি আপনার সাথে কন্ট্যাক্ট করছি।

Level New

আশা করি ইনশাল্লাহ আমি পারব।যেমন এই ফাইলটাও আমার বাসায় পড়েই ছিল।আমি জাস্ট ছবি তুলে,ডিলারদের বিক্রয়মূল্য মুছে পোস্ট করে দিলাম।এই কাজ করতে আশা করছি কোনো সমস্যা হবে না।
@ কিরণ ভাই,আরেকটা নিউজ বলি।আমার জানামতে বাজেট ঘোষণা থেকে নকিয়া এখন পর্যন্ত তাদের দামে ৩ বার বড়সড় পরিবর্তন এনেছে।সুতরাং নকিয়ার দাম এই মুহুর্তে সঠিকভাবে বলাটা একটু কঠিনই বটে।কিন্তু আমার জানামতে এইটাই সর্বশেষ দাম।আর এইমাত্র আমি আরেকটি প্রাইস লিস্ট(এইটা আমার এই টিউনেরও ৪ দিন পরের অন্য ডিস্ট্রিবিউটরের দামের তালিকা) দেখলাম।দাম ঠিকই লিখেছি আমি।