একটি 500 মেগাবাইট ফাইল হার্ডডিস্ক থেকে পেনড্রাইভে বা অন্য কোনো ড্রাইভে কপি করতে কত সময় লাগে একটু কষ্ট করে বের করুন।
এবার এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর তফাৎ টা নিজেই দেখুন।
এটি দিয়ে খুবই দ্রুততার সাথে কাট-কপি করা যায়।
হার্ডডিস্ক থেকে হার্ডডিস্কে ট্রান্সফার রেট প্রায় 100 MB/s
আর হার্ডডিস্ক থেকে 8GB পেনড্রাইভে ট্রান্সফার রেট প্রায় 15 MB/s
আর এই সফটওয়্যারটি ইনস্টল করলে উইন্ডোজের ডিফল্ট কপি স্টাইল পরিবর্তন হয়ে যাবে।
আপনি চাইলে আবার আগের অবস্থাতেও ফিরে আসতে পারবেন।
এছাড়া আরো কিছু ফিচার আছে যা আপনাদের উপর ছেড়ে দিলাম।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান পুরাতন জিনিস না দিয়া একটু নতুন কিছু দেন । কারন এই টিউনের বিষয়টি ইতিপূর্বে আর একটি টিউনে করা হয়েছে ।
https://www.techtunes.io/other/tune-id/7210/