সাহায্য প্রয়োজন ; এডসেন্স চেক ক্যাশ করার জন্য কোন ব্যাংকে একাউন্ট খুলব

আজ মার্কেন্টাইল ব্যাংকে গিয়েছিলাম এডেসন্স চেক জমা দিতে। কিন্তু জানলাম তাদের পক্ষে সম্ভব নয়। আমার অন্য ব্যাংক একাউন্টে জমা দিতেও পারছি না। কারণ এডসেন্স চেক-এর নাম এর সাথে একাউন্ট নাম মিলছে না। নতুন একাউন্ট খোলার জন্য স্ট্যান্ডার্ড চ্যার্টাড ব্যাংকে বন্ধুকে ফোন দিলাম। বলল, কমপক্ষে 25,000/- টাকা লাগবে সেভিংস একাউন্ট খুলতে। আমার চেক হলো 126.87 ডলারের। এখন কি করব বা কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ-এ একাউন্ট খুলব কেউ কি বলবেন ?

শাকিল ভাই, আপনার সাহায্য দরকার এ বিষয়ে। কারণ আপনি আগে চেক ক্যাশ করেছেন। অনুগ্রহ করে সাহায্য করবেন।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ইসলামী ব্যাংকে একাউন্ট খোলেন কারন এখানে খুব কম টাকায় যেমন একাউন্ট খোলা যায় তেমনি খুব কম চার্জেই তারা চেক ক্যাশ করে। আর এসব চেকের কথা শুনলে ব্যাংক গুলো একাউন্ট করতে চায়না তাই একাউন্ট করে তারপর চেক জমা দিলে তখন তারা বাধ্য ক্যাশ করতে। আরো বিস্তারিত জানতে আমাকে ফোন দিতে পারেন। অথবা এই টিউনটি দেখতে পারেন https://www.techtunes.io/other/tune-id/6644/

Level 0

শাকিল ভাই …… দেশে দেখি এডসেন্সের বিপ্লব শুরু হয়ে গেছে ! আপনিতো এডসেন্স গুরু… একটা বই লিখে ফেলেন । মনে হচ্ছে
ভালই বিক্রি হবে ।

Level 0

sakil vai kalka phone dicilam addses ta diban ki

@ সজিব ভাই আসলে অনেকেই আমার কাছ থেকে এ ব্যাপারে বিভিন্ন কিছু শিখতে চাচ্ছে। আর এটা নিয়ে দেশে যে রকম হচ্ছে তাতে ভাবছি এরকম একটা কিছুর ট্রেনিং আমিও দেবো তবে সম্পূর্ণ ফ্রিতে কারো কাছ থেকে কোন টাকা নেব না কারন অনেকেই এসব কমর্শালা করে টাকা নিচ্ছে। আমি কয়েক বার আমার এক বন্ধুর ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্স ফ্রি করিয়েছি। আবারো এমন সেচ্ছাসেবামূলক কাজ শুরু করবো কিনা ভাবছি।

@ khoab ফোন দিয়ে কথা বইলেন। এভাবে কি ঠিকানা দেয়া যায়?

    Level 0

    @শাকিল আরেফিন: খুব ভাল খবর দিলেন। আপনাদের মত স্বেচ্ছাসেবকগন এগিয়ে এলে দেশের আপামর জনগন কিছুটা আলোর মুখ দেখবে। সবাই তো দেখছি- কিছু শিখানোর নাম করে জন প্রতি ৮-১০ হাজার টাকা গুনার ধান্দায় ব্যস্ত। আপনার জন্য দোয়া করি- নিজের অর্জিত জ্ঞানকে বিনে পয়সায় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আগ্রহটা যেন শেষ পর্যন্ত থাকে। ভাল থাকবেন।

শাকিল ভাই, ফোন নম্বরটা দিন।

আমার নাম্বার 1916669991

শাকিল ভাই, দারুন আইডিয়া । আমি আপনার ছাত্র হতে চাই । কি শেখাবেন না?

মেহেদি আপনার সাইট ভিজিট করতে চাই। address pls

@ Amin Mehedi ভাই আপনার নাম্বারটাও দিয়েন।

01727 314928, 01674 615165 (both are open)
[email protected]

Level 0

Amin Mehedi apni “Exim Bank” e Akta Account Khulte paren khub upokar hobe

    @MAHEDI: গতমাসেই আমি আমার ২২৭.৪৫ ডলার এডসেন্স চেক ক্যাশ করিয়েছি পূবালী ব্যাংক মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে। ব্যাংক ফি ৩০০ টাকা + ভ্যাট ১৫% = ৩৪৫ টাকা। আর গত ২০১১ নভেম্বর থেকে নাকি সরকারী প্রজ্ঞাপনে ফি ধার্য করা হয়েছে বিদেশী বিজ্ঞাপনী সংস্থার চেক-র উপর ১০%। ডলার রেট ছিল সেদিন ৮০.৫। সব মিলিয়ে পেয়েছি (২২৭.৪৫x৮০.৫)x০.৯ – ৩৪৫ = ১৬১৩৩.৭৫ টাকা। এক্সিম ব্যাংকের বিষয়টা জানাবেন।