আজ মার্কেন্টাইল ব্যাংকে গিয়েছিলাম এডেসন্স চেক জমা দিতে। কিন্তু জানলাম তাদের পক্ষে সম্ভব নয়। আমার অন্য ব্যাংক একাউন্টে জমা দিতেও পারছি না। কারণ এডসেন্স চেক-এর নাম এর সাথে একাউন্ট নাম মিলছে না। নতুন একাউন্ট খোলার জন্য স্ট্যান্ডার্ড চ্যার্টাড ব্যাংকে বন্ধুকে ফোন দিলাম। বলল, কমপক্ষে 25,000/- টাকা লাগবে সেভিংস একাউন্ট খুলতে। আমার চেক হলো 126.87 ডলারের। এখন কি করব বা কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ-এ একাউন্ট খুলব কেউ কি বলবেন ?
শাকিল ভাই, আপনার সাহায্য দরকার এ বিষয়ে। কারণ আপনি আগে চেক ক্যাশ করেছেন। অনুগ্রহ করে সাহায্য করবেন।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ইসলামী ব্যাংকে একাউন্ট খোলেন কারন এখানে খুব কম টাকায় যেমন একাউন্ট খোলা যায় তেমনি খুব কম চার্জেই তারা চেক ক্যাশ করে। আর এসব চেকের কথা শুনলে ব্যাংক গুলো একাউন্ট করতে চায়না তাই একাউন্ট করে তারপর চেক জমা দিলে তখন তারা বাধ্য ক্যাশ করতে। আরো বিস্তারিত জানতে আমাকে ফোন দিতে পারেন। অথবা এই টিউনটি দেখতে পারেন https://www.techtunes.io/other/tune-id/6644/