গ্রাহক চাহিদার শীর্ষে থাকায় ৬ জিবি র‍্যামের ভ্যারিয়েন্ট নিয়ে বাজের আসলো প্রিমো এইচ ১০

মিড বাজেটের স্মার্টফোনের জন্য দেশের অন্যতম মার্কেট প্লেয়ার হচ্ছে দেশীয় টেকজায়ান্ট ওয়ালটন। দেশের আপামর গ্রাহকদের কথা চিন্তা করে ওয়ালটন প্রতিনিয়তই নানানরকম স্মার্টফোন নিয়ে আসে। যেখানে বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতা ১৫ হাজার টাকার নিচে ওয়ালটন তাদের কথা চিন্তা করে প্রতিনিয়তই নিত্যনতুন স্মার্টফোন নিয়ে আসবার চেষ্টা করে।

সেই ধারাবাহিকতায় ওয়ালটন সম্প্রতি তাদের এইচ সিরিজের অধীনে প্রিমো এইচ১০ স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছিল। প্রথমে ওয়ালটন প্রিমো এইচ সিরিজের ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্ট নিয়ে আসলেও, এখন তারা প্রিমো এইচ সিরিজের নতুন একটি ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট উন্মুক্ত করেছে। প্রিমো এইচ১০ স্মার্টফোনের এই ৬ জিবি ভেরিয়েন্টটির বাজার মূল্য রাখা হয়েছে ১৪৫৯৯ টাকা। তার আগে প্রিমো এইচ১০ এর ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম ছিল ১২৯৯৯ টাকা।

একনজরে প্রিমো এইচ১০ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৩৫, ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

যাদের বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ তাদের জন্যেও এই প্রিমো এইচ১০ স্মার্টফোন এগিয়ে থাকবে। প্রিমো এইচ১০ স্মার্টফোনটির সাথে পাবেন ৬.৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে। নতুন এই প্রিমো এইচ১০ স্মার্টফোন কিনলে ব্যাটারি নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবেনা। কেননা স্মার্টফোনটির ভেতরে আপনি পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি। অনায়াসে ফুল চার্জে হেভি গেমিং করলেও একদিনের বেশি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে।

স্মার্টফোনটিতে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর। যা একটি অক্টাকোর ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। ফোনটিতে থাকছে ৬ জিবি এলপিডিডিআর৪ র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

স্মার্টফোনটির রিয়ারে প্রাইমারি সেন্সর হিসেবে পাওয়া যাবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর, একটি ২ মেগাপিক্সেল পোর্টরেট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচের ভেতর পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রিমো এইচ১০ এর এই ভেরিয়েন্টে ওয়ালটন অন্যতম আকর্ষণীয় যে দিকটি রেখেছে, তা হচ্ছে প্রিমো এইচ১০ এর র‍্যাম। বেশি র‍্যাম অবশ্যই একটি স্মার্টফোনে অনেক বেশি ইফেক্ট ফেলে। র‍্যামের কারনে যেমন আপনি ভালো মাল্টি-টাস্কিং অভিজ্ঞতা পাবেন, তেমনি র‍্যামের কারনে আপনি গেমিং এর দিক দিয়েও অনেক ভালো অভিজ্ঞতা লাভ করবেন। ১৫ হাজার টাকা বাজেটে প্রিমো এইচ১০ ডিভাইসে যেমন ফিচার এবং প্যাকেজ দেয়া হয়েছে, তা বাজারে অন্য যেকোনো স্মার্টফোন এই দামে খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব।

প্রিমো এইচ১০ এর নতুন এই ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট কিনতে আপনি চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজায়। অথবা অনলাইনেও আপনি ওয়ালকার্ট ডট কম থেকে এই ডিভাইসটি অর্ডার করতে পারেন। আর স্মার্টফোন কেনার পরে যেকোনো সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত জটিলতা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবেনা। কেননা ১ বছরের সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি ওয়ালটনের রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার সেবা। সব মিলিয়ে আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার আসে পাসে হয়, তবে প্রিমো এইচ১০ হতে পারে আপনার অন্যতম পছন্দ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস